TrickBlogBD.com

Gain and Give knowledge

Sponsored

News

পুরুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় সুন্দরী নারী

সুন্দরী নারীরা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়

“পুরুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় সুন্দরি নারী” শিরোনামটি দেখেই হয়তো অনেকেই চমকে গেছেন। কিন্তু এটি কোনো ছবির কাহিনী নয়। এটি একটি গবেষণার ফলাফল।

পুরুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় সুন্দরি নারী
সুন্দরী নারীরা হার্ট অ্যাটাকের কারণ

স্পেনিশ একদল গবেষক বলছেন, “সুন্দরী নারীরা পুরুষদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর”। স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের দাবি সুন্দরী নারীরা পুরুষদের সামনে আসলে পুরুষদের মানসিক চাপ বেড়ে যায়। এর ফলে তাদের হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে।

Advertisement

তারা বলছেন, পুরুষরা সুন্দরী নারীদের সান্নিধ্যে আসলে তাদের মানসিক চাপ বহুগুণে বেড়ে যায়। এর ফলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার আশংকা রয়েছে।

দীর্ঘ নয় বছর ধরে চালানো গবেষণার বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে তারা এমন সিদ্ধান্তে উপনীত হয়েছেন। গবেষণায় জানা গেছে, অতি সুন্দরী নারীর পাশে ৫ মিনিট বসলে পুরুষের মানসিক বেড়ে যায়। একারণে পুরুষের শরীরে কোর্ট্রিসল নামক হরমোনের নিঃসরণ হয়।

আর কোর্ট্রিসল হরমোন হৃদযন্ত্র ও ডায়াবেটিসের মত সমস্যা বাড়িয়ে দেয়। এমনকি পুরুষকে নপুংসক করে দিতে পারে। তবে আশার কথা হচ্ছে, যেসব পুরুষরা প্রায়শই নারীদের সান্নিধ্যে তগাকে তাদের ক্ষেত্রে সমস্যার পরিমাণ খুব কম হয়।

গবেষণার বিস্তারিত

গবেষকদল ৮৪ জন সেচ্ছাসেবী পুরুষের উপর তাদের গবেষণা চালান। তারা সেচ্ছাসেবী পুরুষদের একটি কক্ষে গেমস খেলতে দেন। আর হঠাৎ করেই রুমে অপরিচিত নারীকে ঢুকিয়ে দিতেন। এতে তাদের শরীরে কোর্ট্রিসলের প্রবাহ বেড়ে যায়। কিন্তু, নারীর পরিবর্তে পুরুষ হলে এমনটি ঘটেনা।

Advertisement

গবেষকরা বলছেন, কম বয়সী সুন্দরী নারী আশেপাশে দেখলে অধিকাংশ পুরুষ প্রেমের সুযোগ আছে বলে ভাবতে শুরু করেন৷ খুব কম পুরুষই সুন্দরীদের পাশ কাটিয়ে চলতে পারেন৷

এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, শরীরে খুব অল্প মাত্রায় কোর্ট্রিসলের প্রবাহ কোনো ক্ষতির কারণ নয়। তবে এর প্রবাহ অতিমাত্রায় বেড়ে গেলে ব্যাপক ক্ষতি সাধন করতে পারে।

তথ্যসূত্রঃ দৈনিক ইত্তেফাকডিডাব্লিউ

Advertisement

এই পোস্ট সম্পর্কে আপনার কোনো মন্তব্য, পরামর্শ বা অভিযোগ থাকলে নিছে কমেন্ট করুন। আমরা প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি।

সকল আপডেট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন ও টুইটারে ফলো করুন

ট্রিক ব্লগ বিডি

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

হাবিবুর রহমান বর্তমানে শাকতলা আল আমিন জুনিয়র স্কুল এ সহকারী শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। একই সাথে তিনি একজন ব্লগার। তার নিজের তৈরি করা ব্লগ ট্রিক ব্লগ বিডি। যার ওয়েব লিংক http://Trickblogbd.com । তিনি ব্লগিং এর মাধ্যমে মানুষের মাঝে তার জানা জ্ঞান ভাগাভাগি করতে চান।