এয়ারটেল দিচ্ছে ৩ জিবি ইন্টারনেট। তাও আবার অবিশ্বাস্য মূল্যে। মাত্র ৩৮ টাকায় আপনি এই ইন্টারনেট প্যাক কিনতে পারবেন। তাই এয়ারটেল ৩ জিবি ৩৮ টাকা প্যকটি এখনি কিনুন।
অফারের বিস্তারিতঃ
এয়ারটেল ৩ জিবি (3GB) ইন্টারনেট অফারটি শুধু প্রিপেইড গ্রাহকগণেরাই কিনতে পারবেন।
এই ইন্টারনেট প্যাকে থাকছে ২ জিবি রেগুলার ইন্টারনেট। এই ২ জিবি যেকোন নেটওয়ার্কে (2g/3g/4g) চালানো যাবে।

আর বাকি ১ জিবি ইন্টারনেট শুধুমাত্র 4g নেটওয়ার্কে চানালো যাবে।
এয়ারটেল ৩ জিবি ৩৮ টাকা ইন্টারনেট প্যাকের মেয়াদঃ
এই আকর্ষণীয় ইন্টারনেট প্যাকের মেয়াদ থাকবে ২ দিন।
যেভাবে ইন্টারনেট প্যাকটি কিনবেন
এয়ারটেল ৩ জিবি ইন্টারনেট প্যাকটি কিনতে ৩৮ টাকা রিচার্জ করুন। অথবা ডায়াল করুন *123*038# ।
আরো তথ্যের জন্য যেতে পারেন এয়ারটেল ওয়েবসাইটে।
সতর্কতাঃ এই প্যাকটি সাময়িক অফার। যেকোন সময়ে বন্ধ হয়ে যেতে পারে। তাই দ্রুত করে প্যাকটি কিনে পেলুন।