কলেজে ভর্তির নতুন নিয়ম
মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর কলেজে (একাদশ শ্রেণিতে) ভর্তির আবেদন করতে হয়। কলেজে ভর্তির নতুন নিয়ম অনেকেই জানেনা। তাই তাদের জন্য কলেজে ভর্তির নিয়মকানুন এবং আবেদন করার নিয়ম আজকে শেয়ার করছি।
ট্রিক ব্লগ বিডির মাধ্যমে কলেজে ভর্তির আবেদন করুন (প্রতি কলেজের জন্য ১৫০+৫০(সার্ভিস চার্জ)=২০০ টাকা)

একাদশে ভর্তির আবেদনের সময়সীমা
২০২২ সালের ০৮ ই জানুয়ারি থেকে ১৫ ই জানুয়ারি সবাইকে আবেদন করতে হবে। যারা বোর্ড চ্যালেঞ্জ বা পুনঃনীরিক্ষণের আবেদন করেছেন তাদেরকেও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে।
চলুন, এক নজরে সব কিছুর তারিখ দেখে নেওয়া যাক।
- আবেদন শুরুঃ ৮ই জানুয়ারি ২০২২
- আবেদন শেষঃ ১৫ই জানুয়ারি ২০২২
- ১ম মেধা তালিকা প্রকাশঃ ২৯ই জানুয়ারি ২০২২
- ২য় মেধা তালিকা প্রকাশঃ ১০ই ফেব্রুয়ারি ২০২২
- ৩য় মেধা তালিকা প্রকাশঃ ১৫ই ফেব্রুয়ারি ২০২২
- ক্লাস শুরুঃ ২রা মার্চ ২০২২
কলেজে ভর্তির আবেদন যেভাবে করা যাবে
কলেজে আবেদন করার দুইটি মাধ্যম আছে। প্রথমটি হচ্ছে https://xiclassadmission.gov.bd। আর আরেকটা হচ্ছে টেলিটক সিমের মধ্যমে। দুটি নিয়ম নিচে আলোচনা করা হলো।
অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন
কলেজে আবেদন করার জন্য সরকারি ওয়েবসাইট https://xiclassadmission.gov.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে ১৫০ টাকা ফি প্রদান করে কলেজে আবেদন করা যাবে।
টেলিটক সিমের মাধ্যমে কলেজে আবেদনের নিয়ম
বোর্ড চ্যালেঞ্জ এর মতো টেলিটক সিম দিয়ে কলেজে বা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করা যায়। টেলিটক প্রিপেইড সিমের এসএমএস করে আবেদন করতে পারবেন। সেজন্য নিচের নিয়ম অনুসরণ করুন।
প্রথমে টাইপ করুন….. CAD <space>College EIIN code<space>1st 2 letter of group<space>1st three letter of SSC board<space>SSC rool <space>SSC passing year <space>SSC registration number <space> Shift name<space>version<space>Name of quota আর পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণঃ CAD 696754 SC COM 123456 2019 1212665967 M B FQ
- 696754-ভর্তিচ্ছু কলেজ/সমমান প্রতিষ্ঠানের EIIN code
- SC-ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর (Science= SC)
- COM-এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর
- 123456-আবেদনকারীর এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর
- 2019-এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন
- 1212665968- আবেদনকারীর এসএসসি/সমমান পরীক্ষা পাসের রেজিস্ট্রেশন নম্বর
- M- শিফটের নামের প্রথম অক্ষর
- B-ভার্সন এর প্রথম অক্ষর
- FQ- মুক্তিযোদ্ধা কোটা।
গ্রুপের নামের ১ম দুই অক্ষর
সাধারণ বোর্ডের জন্য
- Science -SC
- Humanities – HU
- Business Studies – BS
- Islamic Studies – IS
- Home Economics- HE
মাদ্রাসা বোর্ডের জন্য
- Science – MS
- General – GE
- Muzabbid – MU
- Hifzul Quran – HQ
কারিগরি বোর্ডের জন্য
HSCVOC – (Agro Machinery – AM, Automobile-AU, Building Maintenance and Construction – BC, Clothing and Garments Finishing -CG, Computer Operation and Maintenance – CO, Drafting Civil – DC, Electronic Works and Maintenance -EW, Electronic Control and Communication – EC, Fish Culture and Breeding – FC, Machine Tools Operation and Maintenance – MT, Welding and Fabrication – WF, Industrial Wood Working – IW, Wet Processing – WP, Yarn and Fabric Manufacturing – YF, Warehouse and Storekeeping – WS, Home Science -VH)] [ HSCBM (Accounting- HA, Banking -HB, Computer Operation এর জন্য HC Entrepreneurship Development – ED, Agriculture – AG )] লিখতে হবে
শিফটের (Shift) কীওয়ার্ড
- Morning – M
- Day – D
- Evening – E
- কলেজে কোনো শিফট না থাকলে N লিখতে হবে।
ভার্সনের (Version) কীওয়ার্ড
- Bangla- B
- English- E
কোটার (Quota) কীওয়ার্ড
- মুক্তিযোদ্ধা কোটা- FQ
- শিক্ষা মন্ত্রনালয়, শিক্ষা মন্ত্রনালয়ের অধিনস্ত দপ্তরসমুহ, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী এবং প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যদের সন্তানদের কোটার জন্য EQ
- সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঘোষিত বিশেষ কোটা- SQ
- প্রবাসী কোটা- PQ লিখতে হবে।
- কোন শিক্ষার্থী একাধিক কোটার আবেদন করার যোগ্যতা থাকলে কমা (,) দিয়ে একাধিক কোটা উল্লেখ করতে হবে।
এসএমএস পাঠানোর পর ফিরতি ম্যাসেজে আপনাকে আবেদনের পূর্ণাঙ্গ তথ্য নিশ্চিত করে আবেদন ফি সংবলিত একটি এসএমএস পাঠানো হবে। এসএমএস এ একটি পিন (PIN) নম্বর থাকবে।
সবকিছু ঠিক থাকলে ও আবেদনে রাজি থাকলে সেই পিন নম্বর ব্যবহার করে নিচের দেওয়া নিয়ম অনুযায়ী আরেকটি এসএমএস (SMS) পাঠিয়ে আবেদন নিশ্চিত করতে হবে। এসময় টেলিটক প্রিপেইড সিম থেকে নির্দিষ্ট ফি কেটে নেওয়া হবে।
CAD<space>YES<space>PIN<space>CONTACT NUMBER আর পাঠিয়ে দিন 16222 নম্বরে।
ট্রিক ব্লগ বিডির মাধ্যমে প্রত্যেক কলেজে ২০০ টাকা ফিতে আবেদন করতে এখনি যোগাযোগ করুন।
বোর্ড চ্যালেঞ্জ বা পুনঃনিরীক্ষণে ফলাফল পরিবর্তন হলে কি করব?
চিন্তার কোনো কারণ নেই। ফলাফল পুনঃনিরীক্ষণে যাদের ফলাফল পরিবর্তন হবে তারা ২২ ও ২৩ই জানুয়ারি ইং তারিখে আবার আবেদন করতে পারবেন।
কলেজে ভর্তির ফলাফল
১ম মেধা তালিকা বা ১ম ভর্তির ফলাফল প্রকাশিত হবে ২৯শে জানুয়ারি ২০২২ ইং। স্ব স্ব কলেজের নোটিশ বোর্ড অনলাইনে ফলাফল দেখা যাবে। আবেদনের সময় দেওয়া কন্টাক্ট নম্বরেও (Contact Number) এসএমএস এর মাধ্যমে ফলাফল জানানো হবে।
শেষ কথা
কলেজে ভর্তির নিয়ম কানুনগুলো ভালো ভাবে পড়ে তারপর আবেদন করুন। আর সম্ভব হলে অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিন। সবার কলেজ জীবন হোক আনন্দময় ও উজ্জ্বল। ধন্যবাদ সম্পূর্ণ লেখাটি পড়ার জন্য।
খুবই উপকৃত হলাম ভাইয়া পোস্টটি পড়ে ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য ।
থ্যাংকু ভাইয়া পোস্টটি শেয়ার করার জন্য আমি চাই আপনি আরো ভালো ভালো পোস্ট করবেন আশা করি ধন্যবাদ
ভাই আমি একটা সমস্যাই আছি… আমি এখনো কলেজে ভর্তি হতে পারি নি…সমস্যাই পড়ে গেছিলাম… ভাই এখন তো আর on line করার সুযোগ নাই…. কি করবো কেউ জানলে বলে দেন…. আমি বি কলেজে ভর্তি হতে পারবো কি না জানান প্লিজ…
ভাই আপনি আশেপাশের কলেজগুলোতে খোঁজ নেন। যদি সীট খালি থাকে তাহলে হয়তো কোনো ব্যবস্থা হতে পারে। আর ভর্তি হওয়ার এরকম কোনো ব্যবস্থা আছে কিনা সেটাও তারা বলতে পারে।
তাই আশেপাশে যে কলেজগুলা আক্সহে ঐগুলাতে গিয়ে দেখেন। আপনার জন্য শুভ কামনা।