ট্রেনের টিকেটে নতুন সংযোজন আসছে। এবার থেকে ট্রেনের টিকেট কিনতে কিছু তথ্য দিতে হবে।
তা হলো আপনার নাম,মোবাইল নম্বর, NID নম্বর / জন্ম নিবন্ধন নম্বর।

এমনটাই জানিয়েছেন রেল মন্ত্রী নুরুল ইসলাম। প্রথম আলো রবিবার এমন খবর নিশ্চিত করেছে।
মূলত টিকেট কালো বাজারি ঠেকাতেই এই উদ্যোগ। মন্ত্রী বলেন, এই উদ্যোগ স্টেশন মাস্টারদের জবাবদিহি নিশিচ করবে। আর তাই জাতীয় পরিচয় পত্র (NID) দিয়ে টিকেট কিনা বাধ্যতামূলক করা হচ্ছে।
তিনি বলেন, গত দশ বছরে রেলে মানুষের আস্থা ও বিশ্বাস বেড়েছে। কিন্তু টিকেট কালো বাজারিদের কারণে সেই আস্থা নষ্ট হচ্ছে।
তিনি আরও বলেন, আগামী সপ্তাহে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী রেলভবনে আসবেন।
তখন ট্রেনের সেবা আরো উন্নত করার জন্য উদ্যোগ নেওয়া হবে।
খবরঃ প্রথম আলো
ছবিঃ ইন্টারনেট
Comment test