প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর আবার তা পুনর্বহাল করা হলো। প্রাথমিক সমাপনী পরীক্ষার রুটিন ২০১৯ প্রকাশিত হয়েছে ২২ শে আগষ্ট।
ছবিঃ যুগান্তর
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাংলাদেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এই সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ষষ্ট শ্রেণির ভর্তি হয়। অর্থাৎ তারা প্রাথমিক ছেড়ে মাধ্যমিকে উঠে।
এই সমাপনী পরীক্ষা বা পিএসসি পরীক্ষা নিয়ে বিভিন্ন কারণে অনেকেরই দ্বিমত রয়েছে। এটা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে লেখালেখিও হয়েছে।
অনেকেই মনে করেন, পিইসি বা পিএসসি পরীক্ষা ছাত্র ছাত্রীদের উপর চাপ সৃষ্টি করেন। এই পরীক্ষার প্রশ্ন ২০১৫ সালের দিকেও ফেসবুকে ফাঁস হয়েছে। যদিও বর্তমানে প্রশ্ন ফাঁস নিয়ে সরকারের নানা উদ্যোগের ফলে প্রশ্ন ফাঁস অনেকটাই কমে এসেছে।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশ করার জন্য ও ভালো রেজাল্টের জন্য অবিভাবকরা শিশুদের অনেক চাপ প্রয়োগ করেন। যা তাদেরকে মানসিকভাবে অনেক সমস্যায় ফেলছে। পড়ালেখা তাদের কাছে যন্ত্রণা হয়ে দেখা দিচ্ছে।
যাহোক, সরকার কোন বিবেচনায় পিএসসি পরীক্ষা বহাল রেখেছে আমি জানিনা। তবে পরিক্ষা যেহুতু বহাল আছে তাহলে পরীক্ষার প্রস্তুতি নেওয়া দরকার। আর পরীক্ষার রুটিনও দরকার।
আরো পড়ুন……
- বেফাক পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম কানুন 2022
- বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২ | খাতা পুনঃনিরীক্ষণের আবেদন
- পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম | সবার আগে ফলাফল দেখুন
- এইচএসসি পরীক্ষার রেজাল্ট কবে দিবে ২০২১-২০২২?
- কলেজে ভর্তির নিয়ম ২০২২| একাদশ শ্রেণিতে ভর্তির নতুন নিয়ম
তাই আজকে আপনাদের পিএসসি বা প্রাথমিক সমাপনী পরীক্ষার রুটিন দিয়ে দিচ্ছি। নিচে থেকে দেখে নিবেন।
প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার রুটিন ২০১৯
প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা আগামী ১৭ ই নভেম্বর রবিবার থেকে শুরু হবে। আর শেষ হবে ২৪ ই নভেম্বর। এই রুটিন প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
ইংরেজি পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হয়ে গণিত পরীক্ষা দিয়ে শেষ হবে। প্রত্যেক পরীক্ষা সকাল ১০.৩০ মিনিটে শুরু হবে এবং দুপুর ১ টায় শেষ হবে। আলাদা করে নিচে রুটিনটি লিখিত আকারে দেওয়া হলো।
তারিখ ও দিন | সময় | প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা | ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা |
১৭/১১/১৯ (রবিবার) | ১০.৩০-১ টা | ইংরেজি | ইংরেজি |
১৮/১১/১৯ (সোমবার) | ১০.৩০-১ টা | বাংলা | বাংলা |
১৯/১১/১৯ (মঙ্গলবার) | ১০.৩০-১ টা | বাংলাদেশ ও বিশ্ব পরিচয় | বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান |
২০/১১/১৯ (বুুুধবার) | ১০.৩০-১ টা | বিজ্ঞান | আরবি |
২১/১১/১৯ (বৃহস্পতিবার) | ১০.৩০-১ টা | ধর্ম | কুরআন মজীদ ও তাজবিদ এবং আকাঈদ ও ফিকহ |
২৪/১১/১৯ (রবিবার) | ১০.৩০-১ টা | গণিত | গণিত |