শব্দ শিখি বর্ণমলায় শিখি
শব্দ শিখি বর্ণমালায়
স্বর-অ এর ছড়া
আল-আমীন হুসাইন

অহমিকা করো নাকো
অহরহ চলতে,
অহমবোধই ধ্বংস করে
অন্তরাত্মা গলতে।
অসৎ পথে চরিত্রনাশ
অভিজ্ঞরা বলে,
অনুরাগে প্রীতি বাড়ায়
অন্তরঙ্গ হলে।
অনুগ্রহ অনুদানে
অনুরতি বাড়ে,
অনুতাপে আত্মশুদ্ধি
অহমিকা ছাড়ে।
অধিক লোভন অসঙ্গতি
অল্পতে যে তুষ্ট,
অতিমূর্খ হয় না কভু
অজুহাতে পুষ্ট।
- বয়স বের করার ক্যালকুলেটর ।। ফ্রি অনলাইন টুলস
- নগদ একাউন্ট খোলার নিয়ম (ভিডিও)
- নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২১
- বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম ও সম্পূর্ণ গাইডলাইন
- নগদ একাউন্টের সুবিধা ও অসুবিধা | যা না জানলেই নয়
শব্দার্থ:
অহরহ = সদা-সর্বদা
অহম= আমিত্ববোধ
অনুরতি = ঝোঁক/আসক্তি
অসঙ্গতি = আত্মবিরোধ
রচনাকাল : ৭:৩৫pm
১৭/০২/২০১৯

শব্দ শিখি বর্ণমালায়
স্বরে-আ-এর ছড়া
আল-আমীন হুসাইন
আজান ধ্বনি আসছে ভেসে
আল্লাহ মহান রব,
আবিল হৃদয় শুদ্ধ করতে
আয়রে ছুটে সব।
আমল করে জীবন গড়
আসবে সুদিন ফিরে,
আহ্বান করো সত্য পথের
আঁধার গুছবে ধীরে।
আমিত্ববোধ নয়তো ভালো
আমল হয় যে নষ্ট,
আখিরাতে শাস্তি হবে
আকড়ে ধরবে কষ্ট।
আমানতের খেয়ানতে
আযাব আসবে দলে,
আরাধনায় মুক্তি পাবে
আল কুরআনে বলে
শব্দার্থ:
আবিল= কলুষিত
আরাধনা= প্রার্থনা
রচনাকাল: ৬:৪৪ am
১৮/০২/২০১৯
Sponsored by TrickBlogBD
শব্দ শিখি বর্ণমলায় শিখি দুটি ছড়া। যেই ছড়া দুটি লিখেছেন আল আমিন হুসাইন। তবে ট্রিক বিডিতে এই লেখাটি আল আমিন হুসাইনের পক্ষ থেকে লিখেছেন সোলায়মান মাহমুদ।