এক নজরে সম্পূর্ণ পোস্ট
ট্রিক ব্লগ বিডিতে ব্লগিং করে আয় করার সুযোগ
আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে আপনি ব্লগ থেকে টাকা আয় করতে পারবেন। আপনি মাস শেষে ১০০০ টাকা ১০,০০০ টাকা অনলাইন থেকে অনায়াসেই আয় করতে পারবেন। ব্লগিং করে আয় করতে নিচের নিয়ম কানুন গুলো দেখে নিন।
আপনি ট্রিক ব্লগ বিডিতে এসইও ফ্রেন্ডলি পোস্ট করে খুব সহজেই আপনার মাসিক ইন্টারনেট খরচটা জোগাড় করে ফেলতে পারবেন। তবে একটি কথা বলে রাখছি। আমরা আপনাকে খুব বেশি টাকা দিতে পারবোনা। টাকার অংকে এটা কিছুইনা।
বর্তমানে এই অফারটি বন্ধ রয়েছে
কিন্তু আমরা ইন্টারনেটে প্রতিদিন অনেক সময় ব্যয় করি। সেই অপচয় করা সময় থেকে কিছু সময় বের করুন। এরপর ট্রিক ব্লগ বিডিতে পোস্ট করে আপনি প্রত্যেক পোস্টের জন্য ৩০-২০০ টাকা করে পেতে পারেন।
এটি টাকার হিসেবে খুব কম হলেও মাস শেষে অনায়াসে আপনি ১০০০-১০,০০০ টাকা পেয়ে যেতে পারেন। এই সুযোগ সীমিত সময়ের জন্য। পরবর্তী ঘোষণা দেওয়া পর্যন্ত এই অফার চলবে।
মানসম্মত পোস্টের উদাহরণ
আমাদের ব্লগে অনেক মানসম্মত পোস্ট আছে। তার মধ্যে এসইও ব্যাকলিংক কি? কিভাবে ব্যাকলিংক তৈরি করতে হয়? এই পোস্টটি অন্যতম। এই পোস্টটি আপনি দেখে নিতে পারেন। তাহলে আপনিও ভালো পোস্টের ধারণা পাবে।
আরো একটি পোস্ট মোবাইল ফোন কিনার আগে যা জানা দরকার। এই পোস্টটিও দেখতে পারেন। আর আপনি যখন পোস্ট লিখবেন তখন এগুলোর মতো করে লিখার চেষ্টা করবেন।
যেভাবে পোস্ট করবেন
প্রথম শর্ত হচ্ছে এসইও ফ্রেন্ডলি পোস্ট হতে হবে। যেভাবে এসইও ফ্রেন্ডলি পোস্ট করবেন দেখে নিন।
- আপনার পোস্ট অবশ্যই শিক্ষণীয় ও প্রয়োজনীয় হতে হবে।
- সঠিক ক্যাটাগরি অনুযায়ী পোস্ট করতে হবে।
- পোস্ট অবশ্যই ৭০০ শব্দের বেশি হতে হবে।
- পোস্টে অবশ্যই পোস্ট সম্পর্কিত ছবি যুক্ত করতে হবে।
- শিরোনাম আকর্ষণীয় হতে হবে।
মনে রাখবেন, পোস্ট করতে হলে এই ব্লগে আপনার একটি একাউন্ট খুলতে হবে। একাউন্ট খুলে admin@trickblogbd.com এ ইমেইল করে পোস্ট লিখতে চাওয়ার কথা জানাতে হবে। তাহলে এডমিন আপনাকে ব্লগে লেখার অনুমতি দিবেন।
ব্লগে একাউন্ট খোলার পর পোস্ট করার নিয়ম কানুনগুলো পড়ে নিন।
এক পোস্টে কত টাকা?
প্রত্যেক মানসম্মত পোস্টের জন্য আপনি ৩০-২০০ টাকা করে পাবেন (৭০০+ শব্দের)। আর আপনার পোস্ট হিট হলে মাস শেষে ১০০-১০০০ টাকা বাড়তি বোনাস পাবেন। বোনাসের বিষয়টি এডমিন হাবিবুর রহমান নির্ধারণ করবেন।
আমাদের আয় বাড়লে প্রত্যেক মাসে সেরা ৫-১০ দশ লেখককে পুরস্কৃত করা হবে। তাই আপনি এক পোস্ট করে ৩০-২০০ টাকা তো পাচ্ছেনই। আবার মাস শেষে ১০০-১০০০ টাকা বোনাসও পেতে পারেন। তাই আপনার জানা জ্ঞানকে সবার মাঝে ছড়িয়ে দিন। আর আমাদের থেকে সামান্য সম্মানি গ্রহণ করুন।
- ৭০০+ শব্দ ৩০ টাকা
- ১০০০+ শব্দ ৫০ টাকা
- ১৫০০+ শব্দ ৭০ টাকা
- ২০০০+ শব্দ ৯০ টাকা
- ৩৫০০+ শব্দ ১৩০ টাকা
- ৫০০০+ শব্দ ২০০ টাকা (শর্ত প্রযোজ্য) (আপডেটঃ ১৫/০১/১৯ ইং)
বিঃদ্রঃ টাকার অংকটা অনেক কম। আমাদের সাইটের ভিজিটর অনুযায়ী এর থেকে বেশি দেওয়া সম্ভব নয়।
আরো পড়তে পারেন- ইভেন্ট ব্লগিং কি? কিভাবে শুরু করবেন? (A-Z Guide)
বিকাশ অথবা মোবাইল রিচার্জে টাকা তুলুন
ব্লগিং করে আয় করার পর টাকা তোলার পালা। আপনি প্রত্যেক শুক্রবারে টাকা তুলতে পারবেন। তবে বিকাশে টাকা তুলতে হলে সর্বনিম্ন ৫০ টাকা আর মোবাইল রিচার্জ নিতে হলে সর্বনিম্ন ১০ টাকা হতে হবে।
যে কারণে কোন নোটিশ ছাড়াই আপনাকে পেমেন্ট দেওয়া বন্ধ করা হতে পারে
আপনি ব্লগে যেই পোস্টগুলো লিখবেন তা অবশ্যই নিজে লিখতে হবে। কারো পোস্ট কপি করা যাবেনা। যে পোস্ট ট্রিক ব্লগ বিডিতে আগে থেকেই আছে ঐ বিষয় নিয়ে পোস্ট করলে ঐ পোস্টের জন্য টাকা পাবেন না।
তবে আগের পোস্ট থেকে ভালো হলে এডমিন বিবেচনা করবেন। কারো পোস্ট কপি করলে ও কোন স্পাম করলে আপনাকে কোন টাকা দেওয়া হবেনা।
শুভ কামনা
কমেন্ট করার জন্য ধন্যবাদ
হ্যালো!!
আমার ব্লগিং করার ইচ্ছা আছে যদি আপনারা প্যামেন্ট করার কথা রাখেন তো। অন্য একটি ব্লগে পরবর্তীতে আমাকে টাকা দেয় নি।
আমি যে বিষয়ে লিখতে চাইবো তা হবে একটি জাভা কোর্স। জাভা সম্পর্কে A2Z এবং কিভাবে এন্ড্রয়েডে জাভা ডেভেলপ করতে হয় এর চেইন টিউটোরিয়াল। অর্থাৎ, জাভা সম্পর্কে একটির পর একটি টিউটোরিয়াল।
হলে, রিপ্লাই দিবেন। ধন্যবাদ।
ভাই আপনি লেখা শুরু করতে পারেন। লেখা ভালো হলে এবং হাই কম্পিটিটিভ সার্চ কীওয়ার্ডে ভালো র্যাংক পেলে বোনাস দেওয়া হবে।
এখানে ইসলামিক পোস্ট লিখা যাবে???
সাধারণের জন্য ইসলামিক বিষয়ে আর্টিকেল লেখার অনুমতি নেই। টেক রিলেটেড হলে ভালো হয়।
বেকার সময়কে কাজে লাগিয়ে, ব্লগিং করে যদি কিছু আয় করা যায়, সেটা সবার জন্যই ভাল। আমরা অনেকেই আছি যারা, ফেইসবুক, ইউটিউবে অযথা সময় কাটাই। যার ফলাফল – কিছুই নেই। আমি এটা বলছি না যে, এগুলো ভাল না। এগুলোও আমাদের অনেক প্রয়োজনীয়। তবে এতে অতিরিক্ত সময় দেওয়া ঠিক নয়।
আপনার উদ্দ্যেগের জন্য শুভ কামনা রইল
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
ভাইয়া পোস্টটি খুব সুন্দর । বাংলা ব্লগের ভবিষ্যৎ কেমন জানালে খুব উপকৃত হবে। ধন্যবাদ।
ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল। সেটা বাংলা ব্লগের বৃদ্ধির হার দেখলেই বুঝতে পারবেন।
অফারটা কি এখন এভাইলেবল? প্রতি আর্টিকেল সর্বোনিম্ন ৩০ টাকা?
না, বর্তমানে অফারটি বন্ধ আছে
এখন কী আমি আপনাদের ওয়েবসাইট এ লেখা দিতে পারি?
আমরা এই মূহুর্তে আর্টিকেলের জন্য পে করছিনা। তবে হ্যাঁ, আপনি চাইলে এখানে পোস্ট করতে পারেন। অন্য কারো ব্যাকলিংক করে দিয়ে তার জন্য ঐ ব্যক্তির থেকে টাকা নিতে পারেন।
good work
Thanks
onek valo vabe likhchen. apnake dhonnobad
আপনাকেও ধন্যবাদ
ভাই আমি একটা ব্লগ লিখতে চাই
লিখতে পারেন। লিখে আমাদের মেইল করুন।