লালমনিরহাট থেকে মোঃ আরিফ হোসেন- ঈদের আনন্দকে আরো এক ধাপ এগিয়ে নিতে লালমনিরহাটের সাহিত্যিকগণ আয়োজন করে একটি জমজমাট মিলনমেলার। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ‘জছির উদ্দিন বিদ্যা নিকেতনে’ উক্ত মিলনমেলা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত মিলনমেলায় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার বিভিন্ন সাহিত্যিকগণ। তন্মধ্যে ছিলেন আতাউর মালেক, সাবিরা বেগম ডলি, সরমিন হক বীথি, সালমা মনি, লেনিন বসুনিয়া, ইরশাদ জামিল, মেহেদি হাসান শরীফ, মোঃ আনিছুর রহমান এআর, আব্দুল্লাহ আল মামুন, মাইদুল ইসলাম অন্তর, আহেদুল ইসলাম আদেল, ডঃ মোঃ হাসানুজ্জামান জুয়েল, রফিকুল ইসলাম সরকার, আই,টি,এম অন্তর, মোঃ নবীর হোসেন, শশধর চন্দ্র রায়, বদরুল আমীন শাকিল, সুজন রয় রুদ্র, মোন্নাফ খান বায়েজিদ, একে রাসেল, মোঃ নূরুল আমীন, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ ফজলুল করিম (জুয়েল), কল্যাণ চন্দ্র শীল, সুফি মোস্তফা রিপন, ইঞ্জিনিয়ার মোঃ দেলোয়ার হোসেন রংপুরী, ডাঃ নাজিরা পারভীন টপি, হাই হাফিজ, এএসএম মনিরুজ্জামান শাহীন, হোসনে আরা লিলি, আরিফ সরকার, ইয়ামিন বসুনিয়া, এবিএম আলমগীর, লুৎফা শিরিন, লাবিব ইবনে জামান, ইসমত আরা, মোঃ আব্দুছ ছালাম, মোঃ মোস্তাফিজুর রহমান, লীনা রহমান, তরণীকান্ত অধিকারী, ইবনে মিজান, মাহাবুবা লাভিন, এম ই এইচ জীবন আহমেদ, সুবাস রায়, মাজহারুল মোর্শেদ, মোহাম্মাদ আরিফ হোসেন,রবিউল ইসলাম রবি, মুসতাক মুকুল, রিয়াজুল হক সরকার, আজমেরি পারউইন লাবনী, ফারুক অাহমেদ সূর্য, ফেরদৌসী বেগম বিউটি, আব্দুল মজিদ মণ্ডল, আব্দুর রব সুজন, স্বপ্না জামান, সাদিক ইসলাম, ময়নুল ইসলাম-এনটিভি, মুনিম হোসেন খন্দকার প্রতীক সহ আরো অনেকে।
মিলনমেলার প্রথম পর্বে থাকে পরিচয় পর্ব, উত্তরীয় প্রদান ও কুশলাদি বিনিময়। অনুষ্ঠানের মূল পর্ব ছিলো অদ্য (বুধবার) দুপুর ১:০০ টায়। এই পর্বে ছিলো কবি শেখ ফজলল করিমের কবর যিয়ারত।
সাহিত্যিকগণ জছির উদ্দিন বিদ্যা নিকেতন থেকে কাকিনা কবি বাড়িতে উপস্থিত হয় বেলা ১:৩০ মিনিটে। এতে কবি শেখ ফজলল করিমের একমাত্র নাতি’র সাথে কুশলাদি বিনিময়ের পর সাহিত্যিকগণ আবারও জছির উদ্দিন বিদ্যা নিকেতনে উপস্থিত হয়ে দুপুরের খাবার গ্রহণ করেন।
বিকাল ৩:০০ টা থেকে স্বরচিত কবিতা পাঠ, গান ও গল্পের মাঝেই তৃতীয় পর্ব শেষ হয়। চতুর্থ পর্বে র্যাফেল ড্র’য়ের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মিলনমেলার সমাপ্তি ঘোষিত হয়।