“Deepto Bangladesh” english paragraph
Deepto Bangladesh is an Organization. Mr. Rashedul Islam is the founder of Deepto Bangladesh. They have a lot of activities. In part of their activities, every year they organize a scholarship program.
A huge number of students participate in this program. It encourages the students to gain more knowledge. Beside their program they also have many social works.
Blood donate is one of them. Undoubtedly, Deepto Bangladesh is very important for our society. So, we need this type of organisations much more.
5 sentences about Deepto Bangladesh
- Deepto Bangladesh is an Organization.
- Mr. Rashedul Islam is the founder of Deepto Bangladesh.
- In part of their activities, every year they organize a scholarship program.
- Blood donation is one of the social work of them.
- It’s head office is situated at Bangla bazar, Sonaimuri, Noakhali.
“দীপ্ত বাংলাদেশ” বাংলা ভাব সম্প্রসারণ
দীপ্ত বাংলাদেশ একটি সংস্থা। সংস্থাটির প্রতিষ্ঠাতা জনাব রাশেদুল ইসলাম। এই সংস্থাটি অনেক কার্যক্রম পরিচালনা করে। তাদের কার্যক্রমের অংশ হিসেবে তারা প্রতি বছর “দীপ্ত বাংলা মেধা বৃত্তি” নামক বৃত্তি পরীক্ষার আয়োজন করে। বিপুল পরিমাণ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে।
বৃত্তি পরীক্ষা ছাড়াও তাদের আরো কিছু সামাজিক কার্যক্রমও রয়েছে। এর মধ্যে “রক্ত দান” কর্মসূচি অন্যতম।
নিঃসন্দেহে, দীপ্ত বাংলাদেশ আমাদের সমাজের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই আমাদের সমাজে দীপ্ত বাংলাদেশ এর মতো আরো অনেক বেশি সংস্থা থাকা প্রয়োজন।
আরো পড়তে পারেনঃ
- দরখাস্ত লেখার নিয়ম ২০২১| চাকরির,উপবৃত্তির, ছুটির আবেদন পত্র
- বেফাক পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম কানুন
- শিক্ষা সফরের অভিজ্ঞতা নিয়ে বর্ণনা
- যোগ বিয়োগ গুণ ভাগ কোনটা আগে? BODMAS নিয়মটিও ভুল
- সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে: প্রধানমন্ত্রী
কেনো এটি ট্রিক ব্লগ বিডিতে
আমি হাবিবুর রহমান। একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক (এই লেখাটি লেখার সময়ে)। সেখানে শিক্ষার্থীরা দীপ্ত বাংলাদেশ মেধা বৃত্তিতে অংশগ্রহণ করে।
প্রতি বছর এই পরীক্ষার সিলেবাসে “দীপ্ত বাংলাদেশ” নামক ছোট রচনা বা ভাব সম্প্রসারণ এবং এর সম্পর্কে ৫ টি বাক্য থাকে। অনেকেই এর সম্পর্কে কোনো তথ্য জানেনা। ইন্টারনেটেও এটি সম্পর্কে কোনো তথ্য আমার নজরে পড়েনি।
আমি হয়তো কোনোভাবে আমার শিক্ষার্থীদের এটি জানাতে পারবো। কিন্তু অনেকেই এই তথ্যটি থেকে বঞ্চিত থাকবে।
তাই, আমি চিন্তা করলাম, যেহেতু আমার একটি ওয়েবসাইট আছে, আমি চাইলেই এর মাধ্যমে সকলকে এই বিষয়ে জানাতে পারি (যারা ইন্টারনেটে সার্চ করে)।
সেই কথা মাথায় রেখেই আপাতত এই লেখাটি লিখেছি। আশা করি ভবিষ্যতে লেখাটিকে আরো উন্নত করতে পারবো।
লেখাটি কার?
এই লেখাটি মূলত সংগ্রহ করা লেখা। আমার পক্ষে এই বিষয় নিয়ে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। তাই অন্য একজনের কাছ থেকে সংগ্রহ করে সেটিকে উপস্থাপন করলাম।
এখানে বাংলা অনুবাদটি আমি নিজে করেছি। আশা করি আমি ভবিষ্যতে এই বিষয় নিয়ে মূল উৎস থেকে তথ্য নিয়ে এই “ভাব সম্প্রসারণকে” আরো দীর্ঘায়িত করবো। এতে আপনারা “দীপ্ত বাংলাদেশ” সম্পর্কে আরো বেশি তথ্য পাবেন।
Sponsored by TrickBlogBD
আরো নতুন নতুন সব তথ্য পেতে ট্রিক ব্লগ বিডির সাথেই থাকুন।