আজকে আপনাদের খুব সহজে যেকোনো পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম শিখাবো। আজকের পর আপনি খুব সহজে পিএসসি, জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল ও এইচএসসি, অনার্স সহ সকল পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।
প্রথম ভাগে পিএসসি পরীক্ষা বাদে বাকি রেজাল্ট কিভাবে নিতে হয় সেটা বলব। এরপর পিএসসি পরীক্ষার ফলাফল কীভাবে নিবেন বা দেখবেন সেটা বলবো।
এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৪ কবে দিবে?
২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১৫ই অক্টোবর, ২০২৪ তারিখ, রোজ মঙ্গলবার প্রকাশিত হবে।
রেজাল্ট দেখার ওয়েবসাইট ও লিংক
পরীক্ষার রেজাল্ট দেখার জন্য শিক্ষাবোর্ডের আলাদা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট বা লিংকের মাধ্যমে আপনি পিএসসি বাদে এইচএসসি পর্যন্ত সকল পরীক্ষাল ফলাফল দেখতে পারবেন।
ওয়েবসাইট লিংকঃ http://www.educationboardresults.gov.bd
অথবা, https://eboardresults.com/v2/home
শিক্ষা বোর্ডের রেজাল্ট দেখার পদ্ধতি
রেজাল্টের ওয়েবসাইটঃ উপরে দেওয়া রেজাল্টের ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর নিচে দেওয়া নির্দেশনা অনুযায়ী ঘরগুলো পূরণ করুন।
Examination: এই ঘরে আপনার পরীক্ষার নামটি সিলেক্ট করুন।
Year: যেই সালে পরীক্ষা দিয়েছেন সেই সাল সিলেক্ট করুন।
Board: এই ঘরে পরিক্ষার্থীর বোর্ডের নাম সিলেক্ট করুন।
Roll: এই ঘরে পরিক্ষার্থীর বোর্ড পরিক্ষার রোল নম্বর লিখুন। এটি পরীক্ষার প্রবেশ পত্রে পাবেন।
Registration: এই ঘরে পরীক্ষার্থীর রেজিষ্ট্রেশন নম্বর লিখুন। এটিও পরীক্ষার প্রবেশ পত্রে পাবেন।
ক্যাপচাঃ এই ঘরে আপনাকে একটি অংক দেওয়া হবে সেটির সমধান করে শুধুমাত্র উত্তরটি ইনপুট বক্সে লিখুন।
Submit: সব ঘর পূরণ করা হলে submit লেখায় ক্লিক করুন। সব ঠিক থাকলে রেজাল্ট দেখতে পাবেন।
Reset: কোনো তথ্য ভুল হলে Reset বাটনে ক্লিক করুন। সবকিছু আগেএ মতো হয়ে যাবে। নতুন করে সব ঘর আবার পূরণ করে Submit করুন।
এছাড়াও স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট থেকেও রেজাল্ট সংগ্রহ করা যাবে। এক্ষেত্রে আপনি নম্বরসহ রেজাল্ট দেখতে পারবেন।
রোল নম্বর দিয়ে রেজাল্ট বের করার পর নিচে নম্বরসহ রেজাল্ট দেখার অপশন পাবেন। সেখানে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নম্বরসহ রেজাল্ট দেখতে পারবে।
তবে নম্বর সহ রেজাল্ট পেতে হলে ফলাফল প্রকাশের পরের দিন দেখতে হবে। রেজাল্ট প্রকাশের দিন শুধু মূল রেজাল্টই পাওয়া যায়। নম্বর পাওয়া যায়না।
রেজাল্ট অফিশিয়ালভাবে দুপুর ২ টায় প্রকাশিত হয়। তখন অনলাইনে ওয়েবসাইটগুলোতে ফলাফল পাওয়া যায়। তবে এক্ষেত্রে শুধু পাশ/ফেল ও জিপিএ পাওয়া যায়।
বিষয় ভিত্তিক রেজাল্ট সন্ধ্যা ৬ টার পর পাওয়া যায়। কোন বিষয়ে জিপিএ কত? রেজাল্টের দিন সন্ধ্যা ৬ টায় জানতে পারবেন।
বিঃদ্রঃ এই নিয়মগুলো জেএসসি, জেডিসি, এসএসসি ও এইচএসসি রেজাল্টের ক্ষেত্রে প্রযোজ্য
নিচে প্রত্যেকটি বোর্ডের ওয়েবসাইট লিংক দেওয়া হলো।
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://dhakaeducationboard.gov.bd/
কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://comillaboard.gov.bd/
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://www.bise-ctg.gov.bd/
রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://rajshahieducationboard.gov.bd/
যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://www.jessoreboard.gov.bd/
বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://www.barisalboard.gov.bd/
সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://sylhetboard.gov.bd/
দিনাজপুর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://dinajpureducationboard.gov.bd/
মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://www.bmeb.gov.bd/
কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://www.bteb.gov.bd/
এসএমএস (sms) এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম
sms এর মাধ্যমে ইন্টারনেট কানেকশন ছাড়াই যেকোনো রেজাল্ট নেওয়া যায়। তবে এক্ষেত্রে টেলিটক সিম থেকে রেজাল্ট দেখলে আপনি বাড়তি সুবিধা পাবেন।
আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে, টেলিটক সিম দিয়ে রেজাল্ট দেখলে খুব দ্রুত রিপ্লাই পাওয়া যায়। কারণ, রেজাল্টের সকল সার্ভার টেলিটক নিয়ন্ত্রণ করে। সেকারণে হতে পারে।
তবে এসএমএস (sms) এর মাধ্যমে অন্য অপারেটর এর সিম থেকেও রেজাল্ট নেওয়া যায়। তবে সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে ফিরতি এসএমএস (sms) পেতে বিলম্ব হতে পারে।
এখন এক এক করে সকল পরীক্ষার রেজাল্ট পেতে হলে মোবাইল থেকে যে এসএমএস (sms) পাঠাতে হবে নিয়ম দিচ্ছি।
পিএসসি (psc) ফলাফল এর জন্য sms এর নিয়ম
DPE <space> THANA/UPAZILA <space> CODE NUMBER <space> PSC ROLL NUMBER লিখে সেন্ড করুন ১৬২২২ নম্বরে
ইবতেদায়ী (EBT) রেজাল্ট এর জন্য sms এর নিয়ম
EBT <space> Thana/Upazila Code Number <space> PSC Roll Number লিখে সেন্ড করুন ১৬২২২ নম্বরে
জেএসসি (JSC) ফলাফল এর জন্য sms এর নিয়ম
JSC <space> 1st three letters of Education Board Name <space> Roll <space> Year লিখে সেন্ড করুন ১৬২২২ নম্বরে।
উদাহরণঃ JSC DHA 125436 202
জেডিসি (JDC) ফলাফল এর জন্য sms এর নিয়ম
JDC <space> MAD <space> Roll <space> Year লিখে সেন্ড করুন ১৬২২২ নম্বরে।
উদাহরণঃ JDC MAD 125436 2023
এসএসসি (SSC) রেজাল্ট এর জন্য sms এর নিয়ম
SSC <space> 1st three letters of Education Board Name <space> Roll <space> Year লিখে সেন্ড করুন ১৬২২২ নম্বরে।
উদাহরণঃ SSC DHA 125436 2023
দাখিল (Dakhil) ফলাফল এর জন্য sms এর নিয়ম
DAKHIL<space> MAD <space> Roll <space> Year লিখে সেন্ড করুন ১৬২২২ নম্বরে।
উদাহরণঃ DAKHIL MAD 125436 2023
এইচএসসি রেজাল্ট বা ফলাফল (HSC Result) এর জন্য sms এর নিয়ম
HSC <space> 1st three letters of Education Board Name <space> Roll <space> Year লিখে সেন্ড করুন ১৬২২২ নম্বরে।
উদাহরণঃ HSC DHA 123456 2023
আলিম (ALIM) রেজাল্ট এর জন্য sms এর নিয়ম
ALIM <space> MAD <space> Roll <space> Year লিখে সেন্ড করুন ১৬২২২ নম্বরে।
উদাহরণঃ ALIM MAD 123456 2023
কারিগরি রেজাল্ট দেখার নিয়ম
কারিগরি বোর্ডের রেজাল্টও অন্যান্য সাধারণ নিয়ম্র নিতে হয়। ওয়েবসাইটের মাধ্যমেও নিতে পারেন। এছাড়াও এসএমএস এর মাধ্যমেও নিতে ফলাফল নিতে পারেন।
এক্ষেত্রে আপনি যেই পরীক্ষার রেজাল্ট নিতে চান সেটির নিয়ম অনুসরণ করুন। ধরুন আপনি জেসএসসি পরীক্ষার রেজাল্ট নিবেন। তাহলে জেএসসির নিয়ম পালন করুন।
শুধু 1st three ledgers of board এর জায়গায় আপনার বোর্ডের নামের ১ম তিন অক্ষর tec লিখে দিন।
যেমনঃ JSC <space> tec <space> Roll <space> Year লিখে সেন্ড করুন ১৬২২২ নম্বরে
বেফাক পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
বাংলাদেশ কাওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের শিক্ষার্থী সংখ্যা অনেক। তাদের ফলাফল দেখার সিস্টেমও আলাদা। তাই আমরা বেফাক পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম কানুন নিয়ে আলাদা একটি আর্টিকেল লিখেছি। সেটি পড়ে নিন।
অনার্স রেজাল্ট দেখার নিয়ম
অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ ও ৪র্থ বর্ষের ফলাফলও আপনি খুব সহজেই পেতে পারেন। এর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল পাতায় যেতে হবে।
উপরে দেওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল পাতায় যাওয়ার পর আপনার কোর্স সিলেক্ট করুন। এরপর প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা অনুযায়ী ফলাফল সংগ্রহ করুন।
sms এর মাধ্যমে অনার্স রেজাল্ট
এসএমএস এর মাধ্যমেও অনার্স রেজাল্ট বের করা যায়। এর জন্য নিচের নিয়িমটি অনুসরণ করুন।
আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুনঃ NU <স্পেস> H1/H2/H3/H4 <স্পেস> আপনার রেজিস্ট্রেশন/রোল নম্বর এবং পাঠিয়ে দিন ১৬২২২ এই নম্বরে।
বিঃদ্রঃ অনার্স ১ম বর্ষের জন্য H1, ২য় বর্ষের জন্য H2, ৩য় বর্ষের জন্য H3 ও ৪র্থ বর্ষের জন্য H4 লিখতে হবে।
প্রত্যেক এসএমএস ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে।
প্রত্যেক বোর্ডের ১ম তিন অক্ষর
Dhaka Board=DHA
Comilla Board= COM
Barisal Board= BAR
Sylhet Board= SYL
Chittagong Board= CHI
Jeshor Board= JES
Rajshahi Board= RAJ
Dinajpur Board= DIN
Madrasha Board=MAD
Technical Board= TEC
নাম্বার সহ রেজাল্ট
ফলাফল প্রকাশের পরের দিন নাম্বার সহ রেজাল্ট নেওয়া যায়। এতে করে আপনি কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন তা দেখতে পারবেন। নাম্বার সহ রেজাল্ট পাওয়ার জন্য স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট নেওয়া যাবে। পরীক্ষার নাম্বার সহ রেজাল্ট দেখার নিয়ম নিচে দেওয়া হলো।
উপরে সব বোর্ডের ওয়েবসাইট লিংক দেওয়া আছে। সেখান থেকে আপনার বোর্ডের ওয়েবসাইট থেকে নিজের ফলাফল সংগ্রহ করুন।
sms এর মাধ্যমে psc রেজাল্ট দেখার নিয়ম
এসএমএস এর মাধ্যমে পিএসসি রেজাল্ট দেখা যায়। তাছাড়া ওয়েবসাইটের মাধ্যমেও দেখা যায়। এসএমএস এর মাধ্যমে রেজাল্ট নেওয়ার পদ্ধতি উপরেই বলে দেওয়া হয়েছে। আরেকবার বলছি।
স্কুলের শিক্ষার্থীদের জন্য
DPE <space> THANA/UPAZILA code<space> PSC ROLL NUMBER লিখে এসএমএস সেন্ড করুন ১৬২২২ নম্বরে
থানা ও উপজেলা কোড জানতে এখানে ক্লিক করুন
মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য
EBT <space> Thana/Upazila Code Number <space> PSC Roll Number লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করুন।
Psc রেজাল্ট দেখার ওয়েবসাইট
ওয়েবসাইটের মাধ্যমেও খুব সহজেই পিএসসি রেজাল্ট নেওয়া যায়। রেজাল্ট নেওয়ার ওয়েবসাইট ও নিয়মকানুন নিচে দেওয়া হলো।
ওয়েবসাইট লিংকঃ
- https://dperesult.teletalk.com.bd
- http://180.211.137.51/
- প্রথমে উপরের থেকে পিএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইটে যান।
- সেখানে passing year এর ঘরে পরীক্ষায় পাশের সাল সিলেক্ট করুন।
- Student ID এর ঘরে প্রবেশ পত্রে থাকা Student ID নম্বরটি লিখুন।
- সর্বশেষে Submit লেখায় ক্লিক করে ফলাফল দেখুন।
Psc রেজাল্ট দেখার ওয়েবসাইটটি সম্পর্কে অনেকেই জানেন না। আপনি চাইলি এই ওয়েবসাইটের লিংকটি আপনার পরিচিত ব্যক্তিদের সাথে শেয়ার করতে পারে। এতে তারা পিএসসি পরীক্ষার ফলাফল নিতে পারবে।
বোর্ড চ্যালেঞ্জ
অনেকেরই আশানুরূপ ফলাফল হয়না। তাই তারা বোর্ড চ্যালেঞ্জ করতে চায়। সেজন্য কিছু নিয়মকানুন রয়েছে।
সাধারণত, রেজাল্ট দেওয়ার পরবর্তী দিন থেকেই বোর্ড চ্যালেঞ্জ বা পুনঃনিরীক্ষণের আবেদন করা যায়। এতে নির্দিষ্ট ফী প্রদানপূর্বক আবেদন করতে হয়। পুনঃনিরীক্ষন সম্পর্কে বিস্তারিত জানুন।
nice post
Thanks
ধন্যবাদ। সুন্দর ও গোছালো পোষ্ট করার জন্য।
কমেন্ট করার জন্য ধন্যবাদ।
HSC 2022 এর রেজাল্ট কবে দিতে পারে ? একটু আইডিয়া করে বলুন প্লিজ
এসব বিষয়ে আইডিয়া করা যায়না। আমরা আপডেট পেলে আমাদের ফেসবুক পেজ & ওয়েবসাইটে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।
Hello Sir, Nice Content. I got many information from your content. I like the way you work. Well wishes to you.
Thanks for your positive feedback.
2001 সালের ডিগ্রী মার্কশীট দরকার।
নিয়ম অনুযায়ী সার্চ করলে তো পাওয়ার কথা।
২০২০ সালের psc পরীক্ষার রেজাল্ট দেখবো কিভাবে?? উল্লেখ ২০২০ সালে অটো পাস দেওয়া হয়
২০২০ সালের রেজাল্ট আর কেন দেখবেন? সেখানে শুধু pass দেওয়া হয়েছে। কারো কোন GPA বা নম্বর দেওয়া হয়নি।
Nice information
Thanks
good post.
Thanks for your feedback.
ভাই,
2020 সালে এইচ এস সি পরীক্ষা কবে হবে জানেন কি ? তথ্য জানিয়ে কিছু লিখুন। তাহলে পরীক্ষার্থীদের উপকার হতো।করোনার জন্য সবাই টেনশনে আছেন। ধন্যবাদ।
প্রথমেই কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, এখন সারা বিশ্বে একটি মহামারি প্রাধান্য বিস্তার করছে। যার কারণে, এইচএসসি পরীক্ষা ২০২০ কবে হবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে পরীক্ষার অন্তত ১০-১৫ দিন আগেই রুটিন প্রকাশ করা হবে। আমাদের সাথেই থাকুন।
আশা করি, কোনো আপডেট আসলে অথবা রুটিন প্রকাশিত হলে আপনাদের জানিয়ে দিতে পারবো।
ভাই এইচ এইচ সি পরিক্ষার রুটিন নিয়ে একটা পোস্ট দেন
ইনশাআল্লাহ
nice
কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ