ট্রিক ব্লগ বিডিতে পোস্ট করার নিয়ম
ট্রিক ব্লগ বিডিতে পোস্ট করার সময় কিছু নিয়ম অবশ্যই মেনে চলবেন। যাতে এসইও ফ্রেন্ডলি পোস্ট হয়। এই নিয়মগুলো কিছু নিয়ম ভঙ্গ করলে আপনাকে লেখক ক্ষমতা থকে সরিয়ে দেওয়া হতে পারে।
স্পাম করলে বা ভূয়া পোস্ট করলে এবং ভূয়া লিংক সহ যাবতীয় স্পামের জন্য ব্লক করা হতে পারে। তাই পোস্ট করার সময় ট্রিক ব্লগ বিডির পরিবেশ সুন্দর রাখার চেষ্টা করবেন।
পোস্টের এসইও এর ক্ষেত্রে কোন ভূল হলে ব্লক করা হবেনা। তবে স্পাম করলে ব্লক করা হবে। যেই নিয়ম গুলো ভঙ্গ করলে ব্লক করা হবে অথবা লেখক ক্ষমতা কেড়ে নেওয়া হবে সেগুলার পাশে স্টার (*) দেওয়া আছে।
এসইও ফ্রেন্ডলি পোস্ট করার সুবিধা
একটা সাইটে প্রতিদিন অনেক মানুষ ভিজিট করে। সেখানে আপনার লেখা পোস্ট অনেকেই পড়ে।
কিন্তু পৃথিবীতে কোটি কোটি ওয়েবসাইট আছে। সবাই সব সাইট সম্পর্কে জানেনা।
তাই কোন সাইটে কোন বিষয়ে লেখা আছে মানুষ সেটা সার্চ করে। এরজন্য মানুষ গুগল, ইয়াহু, বিং ইত্যাদি সার্চ ইঞ্জিন ব্যবহার করে।
মনে করেন, আপনি গুগলে সার্চ করলেন। “এসইও ফ্রেন্ডলি পোস্ট লেখার নিয়ম“। গুগল আপনাকে তখন সার্চ রেজাল্ট দেখাবে।
সেখান থেকে আপনি এই TrickBlogBD.com এ ভিজিট করলেন। কিন্তু আপনি এই সাইট সম্পর্কে জানেন না।
শুধু মাত্র গুগলে সার্চ করে এখানে পোস্টটি পড়লেন। তাহলে আপনি এই পোস্টের বাড়তি পাঠক। এর মানে আমার পোস্ট বেশি মানুষ পড়ছে। কী কারণে?
কারণ আমি এসইও ফ্রেন্ডলি পোস্ট করেছি। আপনি এসইও ফ্রেন্ডলি পোস্ট করলে তা সার্চ ইঞ্জিনে ভালো র্যাংকিং পাবে।
আর আপনার পোস্টে সার্চ ইঞ্জিন থেকে বেশি ভিজিটর আসবে। তাই এসইও ফ্রেন্ডলি পোস্ট করা খুবই জরুরি।
চলুন, যেভাবে এসইও ফ্রেন্ডলি পোস্ট করা যায় তা জেনে নেই।
যেভাবে একটি এসইও ফ্রেন্ডলি পোস্ট লিখবেন
এসএসও ফ্রেন্ডলি পোস্ট লেখার কিছু নিয়ম আছে। একে একে জেনে নেই।
একটি আকর্ষণীয় শিরোনাম দিন
একটি শিরোনাম একটা পোস্টের পরিচয়। শিরোনাম দেখেই আমরা বুঝি এই পোস্টে কী সম্পর্কে লেখা আছে।
আর শিরোনামে মুগ্ধ হয়েই আমরা কোন পোস্ট পড়ি। তাই শিরোনাম অবশ্যই আকর্শনীয় হতে হবে। ভালো শিরোনাম বাচাই করতে হলে সেই বিষয়ে গুগলে সার্চ দিন।
গুগলের নিচে কিছু শিরোনামের মত সাজেশন থাকবে। ঐখান থেকে শিরোনাম বাচাই করলে সার্চ ভিজিটর বেশি পাওয়া যাবে।
অপটিমাইজ করা ছবি যুক্ত করুন*
আপনার পোস্টে অবশ্যই ছবি যুক্ত করুন আর তাতে অবশ্যই ক্যাপশন দিবেন। লেখার মাঝে মাঝে বুঝানোর জন্য ছবি দিতে পারেন।
ছবিগুলো অবশ্যই অপটিমাইজ করুন। অপটিমাইজ না করলে আপনার পোস্ট লোড হতে সময় বেশি নিবে। মানুষ পোস্টটি পড়তে চাইবেনা। যা আমাদের আর আপনার জন্য দুঃক্ষের।
ছবি অপটিমাইজ বলতে ২ টা কাজ করতে হবে।
- ছবি স্কেল বা রেজুলেশন কমাতে হবে
- ছবির সাইজ কমাতে হবে
ছবি স্কেল ও সাইজ অপটিমাইজ
আপনি কম্পিউটারের মাধ্যমে এটি করতে পারেন। তাছাড়া অনলাইনে Picresize.com ও imagecompressor.com এর মাধ্যমেও করতে পারেন।
প্রথমে picresize.com এ যাবেন। সেখানে আপনার ফটো সিলেক্ট করে আপলোড করবেন। সেখানে রেজুলেশন পরিবর্তন করে নিন।
- Width ৭২০ এর কম হতে হবে।
- height ৪৫০ এর কম হতে হবে।
- অর্থাৎ 720 x 450 রেজুলেশনের মধ্যে ইমেজ স্কেল থাকতে হবে।
ছবির সাইজ ১০০ kb এর কম হতে হবে। বিশেষ ক্ষেত্রে ১০১-২০০ হতে পারবে। ফটো সাইজ উল্লেখ করে I’m done, presize my picture! লেখায় ক্লিক করুন।
এরপর Save to disk লেখায় ক্লিক করে ফটোটি ডাউনলোড করে সেটি আমাদের সাইটে আপলোড করুন। উল্লেখ্য, ছবি স্কেল করলেই সাইজ এমনিতেই ৬০ কেবিতে চলে আসবে।
বিঃদ্রঃ এডমিনের অনুমতি ছাড়া কোনো আপলোড করার অপশন পাবেন না। তাই যাদের পার্মিশন নাই তারা ছবিগুলো মেইল করে দিবেন। মেইল এড্রেস পেতে কন্টাক্ট পেজ দেখুন।
কোন কিছু কপি করা থেকে বিরত থাকুন*
সার্চ ইঞ্জিন বুঝতে পারে কোন পোস্ট আসল। আর কোন পোস্ট নকল বা কপি। তাই সার্চ ইঞ্জিন কপি পোস্টকে ভালো র্যাংক দেয়না।
কপি সৃজনশীলতার জন্য বড় বাধা। তাই কারো পোস্ট কপি করা থেকে বিরত থাকুন।
হুম, তবে কারো পোস্ট থেকে ধারণা নেওয়া যেতে পারে। ধারণা নিয়ে নিজের ভাষায় লেখায়ই উত্তম।
ছোট বাক্যে পোস্ট লিখুন
আপনার লেখা অবশ্যই ছোট ছোট বাক্যে লিখবেন। এতে ভিজিটর আপনার পোস্ট পড়তে সাচ্ছন্দ্যবোধ করবে।
খুব বড় বাক্যে লিখলে লেখা পড়া কষ্টকর হয়ে যায়। তাই যথাসম্ভব ছোট বাক্যে পোস্ট লিখতে হবে। এতে সার্চ ইঞ্জিনে ভালো র্যাংক পাওয়া যাবে।
ছোট ছোট প্যারা করে পোস্ট লিখুন
লেখা খুব বড় প্যারা করে লিখলে পড়তে কষ্ট হয়। এতে সার্চ ইঞ্জিনে খারাপ প্রভাব পড়বে।
তাই ৩-৫ টা বাক্যে একটা প্যারা শেষ করার চেষ্টা করবেন। এতে ভালো সার্চ ভিজিটর পাওয়া যাবে।
কী ওয়ার্ড ডেন্সিটির দিকে খেয়াল রাখুন
আপনার প্রধান কী ওয়ার্ড বেচে নিন। যেমনঃ এই পোস্টের প্রধান কীওয়ার্ড “এসইও ফ্রেন্ডলি পোস্ট“।
চেষ্টা করবেন আপনার পোস্টের ভিতর প্রধান কীওয়ার্ড যাতে বেশি কতে থাকে। আমার পোস্টে “এসইও ফ্রেন্ডলি পোস্ট” লেখাটা অনেকবার আছে।
তার মানে এই পোস্টে কীওয়ার্ড ডেন্সিটি অনেক বেশি।
রিলেটেড কীওয়ার্ড রিসার্চ করুন
আপনার কীওয়ার্ডের রিলেটেড কীওয়ার্ড বেচে নিন। যেমনঃ আমার রিলেটেড কীওয়ার্ড “ব্লগ পোস্ট,ওয়ার্ডপ্রেস পোস্ট” ইত্যাদি। যেই বিষয়ে লিখবেন তার সম্পর্কিত অন্য বিষয়গুলোও সংযুক্ত করার চেষ্টা করুন। এতে পোস্টটি তথ্যবহুল হবে।
তথ্যপূর্ণ পোস্ট করুন
যত তথ্য তত ভিজিটর। আপনার পোস্ট যত বড় করে লিখবেন তত বেশি তথ্য পোস্টে দিতে পারবেন। আর সার্চ রেজাল্টে তত ভালো র্যাংক পাবেন। তাই কমপক্ষে ৪০০+ শব্দের পোস্ট লিখুন।
কমপক্ষে ৭-১০ প্যারা লেখার চেষ্টা করুন। এতে ভিজিটর আপনার লেখা বিষটি খুব ভালোভাবে বুঝতে পারবে।
লিংক দিন
আপনি যেই সম্পর্কে লিখবেন তার সম্পর্কিত অন্যান্য ওয়েবসাইটের কিছু পোস্টকে লিংক করুন। এতে ভিজিটররা আরো বেশি কিছু জানার সুযোগ পাবে।
লেখার ভিতরে লিংক দিতে হবে। সরাসরি লিংক দেওয়া থেকে যথাসম্ভব বিরত থাকুন। আমাদের সাইটের আগের কিছু পোস্টকেও লিংক করুন। পোস্টের নিচে “আমার সাইট ঘুরে আসুন” এই ধরণের লেখা বা লিংক দেওয়া যাবেনা।
সাব হ্যাডিং ব্যবহার করুন
আপনার পোস্টে কিছুক্ষন পর পর সাব হ্যাডিং ব্যবহার করুন। এতে এসইও আরো উন্নত হবে। সাব হ্যাডিং একটু মোটা লেখা হয়। নিচের স্ক্রিনশট দেখুন।
এই ফটোতে মোটা অক্ষরে লেখাগুলো হচ্ছে সাব হ্যাডিং। এভাবে সাব হ্যাডিং দিন।
ইয়োস্ট এসইও প্লাগিন ব্যবহার করুন
আমাদের ওয়েবসাইটে পোস্ট করতে গেলে নিচের দিকে ইয়োস্ট এসইও প্লাগিন দেখতে পাবেন। ঐটা অনুসরণ করুন। এটি আপনাকে সব কিছু বুলে দিবে।
এই প্লাগিনটি পোস্টে কোন সমস্যা থাকলে সেটাও ধরিয়ে দিবে। এটার মাধ্যমে আপনি ফোকাস কীওয়ার্ড ও মেটা ডিস্ক্রিপশন ট্যাগ সেট করে দিতে পারবেন। আর অবশ্যই পোস্টে মেটা ডেসক্রিপশন ও ফোকাস কীওয়ার্ড দিতে হবে।
আমার এই পোস্টেও ইয়োস্ট এসইও প্লাগিন ব্যবহার করা হয়েছে। মনে রাখবেন, Yoast seo প্লাগিনে আপনার Seo score সবুজ থাকতে হবে। তা না হলে পোস্ট এপ্রুভ হবেনা।
প্যাসিভ ভয়েস বর্জন করুন
ইংরেজিতে পোস্ট করলে যথাসম্ভব প্যাসিভ ভয়েস বর্জন করুন। এক্টিভ ভয়েসে লিখলে পাঠকের জন্য পড়ুতে সুবিধা হয়।
ভিন্ন শব্দে প্যারা শুরু করুন
প্রত্যেক প্যারা শুরু করতে আলাদা শব্দ ব্যবহার করুন। একই শব্দে বাক্য শুরু করা এসইও ফ্রেন্ডলি নয়। তাই ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করার চেষ্টা করুন।
উপরের নিয়মগুলো মেনে পোস্ট করলে আপনার পোস্ট গুগলে র্যাং করবে। আর প্রচুর ভিজিটরও পাবেন।
আরো কিছু নিয়ম
- পোস্টে ট্যাগ যুক্ত করুন।
- একই পোস্ট বারবার করা যাবে না।
- পোস্ট লেখার আগে ট্রিক ব্লগ বিডিতে সার্চ করে দেখে নিন এই পোস্টটি আছে কিনা। যদি না থাকে তাহলে লেখা শুরু করুন। আর যদি এই সম্পর্কে আগেই পোস্ট করা হয়ে থাকে তাহলে দেখুন আপনি এর থেকে ভাল কিছু লিখতে পারবেন কিনা। যদি আরো ভালো লিখতে পারবেন মনে হয় তাহলে লিখা শুরু করুন। তবে খেয়াল রাখবেন যাতে আপনার পোস্টের শিরোনাম আগের পোস্টের শিরোনামের সাথে না মিলে। একটু পরিবর্তন করে দিবেন।
- কোনমতেই কোন পোস্ট কপি করা যাবেনা।*
- কোন এডাল্ট কন্টেন্ট ব্যবহার করা যাবেনা।*
- সঠিক ক্যাটাগরিতে পোস্ট করুন।
- অযথা লিংক পোস্ট করবেন না *। পোস্ট রিলেটেড টপিকের লিংক দিতে হবে। তবে সেটা গুগলের বা ফেসবুকের নিষিদ্ধ লিংক হতে পারবেনা। যদি সেরকম লিংক শেয়ার করেন তাহলে আপনার আইডি ও আইপি ব্লক করা হবে।
- আপনি কষ্ট করে পোস্ট লিখবেন সেজন্য আপনার আয়ের জন্য একটা উপায় লিংক শেয়ার করা। তবে সেটা ভালো সাইটের লিংক। এডাল্ট বা নিষিদ্ধ সাইটের লিংক হতে পারবে না।
- সাইটে কোন হ্যাকিং ট্রিক শেয়ার করা যাবেনা। এটা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে হ্যাকিং থেকে বাঁচার ট্রিক দেওয়া যাবে।*
- নিচের কন্টাক্ট ফরমের মাধ্যমে যোগাযোগ করুন। অথবা, এডমিনের সাথে ফেসবুকে যোগাযোগ করুন।
আমাদের একার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য।