মানুষ অমানুষ
মোঃ মোস্তাফিজুর রহমান
মানুষ গুলো এখন যেন
খাচ্ছে শুধু হারাম,
শতো সুখে থেকে তারা
পাচ্ছে নাতো আরাম।
মানুষ গুলো কেমন যেন
হচ্ছে বুদ্ধি হারা,
পশুর মতো জঘন্য কাজ
করতে পারছে তারা!
মানুষ নামের হুস তাদের
দেখিনা নাতো সনে,
সমাজে ওদের বাস নয়
বসবাস বুঝি বনে।
ছোট বড়ো এখন তাদের
চোখে আর বাঁধেনা ,
দেখলে নারী কাম উত্তেজনা
থেমে আর থাকে না!
ডাক্তার মাস্টার ছাত্র ছাত্রী
হুজুর ওস্তাদ সেহ,
মনোবাসনা মিটাতে সবাই
খোঁজে শুধু দেহ!
সব মানুষ খারাপ যে ভাই
আমি বলছি নাতো
ভালো মানুষ এখনো আছে
ফেরেস্তাদের মতো।
মানুষ অমানুষ বাংলা কবিতাটির বিস্তারিত
মানুষ অমানুষ কবিতাটি কবি মোঃ মোস্তাফিজুর রহমানের রচিত। এই কবিতায় মানুষের মনুষ্যত্ব হারিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে।
মানুষ এখন লোভে পড়ে ও যৌন ক্ষিদা মিটানোর জন্য কিছুই পরোয়া করেনা। তারা যে কাউকেই তাদের শিকার বানাচ্ছে। মানুষ এখন নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে বনের পশুর মতো আচরণ করছে।
শিক্ষকের হাত থেকে রেহাই পাচ্ছেনা ছাত্র-ছাত্রীরা, বাবার হাত থেকে রক্ষা পাচ্ছেনা তার আপন মেয়ে। তবে সমাজে সবাই যে খারাপ তা কিন্তু নয়। এখন অনেক ভালো মানুষ পৃথিবীতে বিরাজমান। যাদের কারণেই পৃথিবী এখনো টিকে আছে।