কবিতা—আয় ফিরে আয়
কবি——— দিলরুবা পুষ্প
ঐ মেঠোপথ ডাকছে আমায়
আয় ফিরে আয় গাঁয়-
ঘাসের নূপুর পরিয়ে দেবো
তোর ঐ রাঙা পায়।
মেঘের ফোঁটা কাজল করে
মাখবো তোর ঐ চোখে,
হিমেল হাওয়ায় চুল উড়িয়ে
রাখবো ধরে বুকে।
মাটির ঘ্রাণে প্রাণ ভরিয়ে
পাখির গানে মন,
সাজিয়ে দেবো রঙিন করে
প্রজাপতির বন।
আপন করে মাটির সাথে
মিশিয়ে নেব আয়,
ফুল পাখিরা বলছি সবাই
আয় ফিরে আয় গাঁয়।
- বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৪ | খাতা পুনঃনিরীক্ষণের আবেদন
- নম্বর সহ পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম | সবার আগে ফলাফল দেখুন
- ডিজিটাল স্মার্টবোর্ড দিয়ে শিক্ষার নতুন দিগন্তের সূচনা!
- আধুনিক খাটের উপকারিতা ও বৈশিষ্ট্যসমূহ
- কেন গিগাবিট রাউটার ছাড়া অন্য রাউটার কেনা উচিত নয়?
আয় ফিরে আয় কবিতার বিস্তারিত
কবি দিলরুবা পুষ্প তার কবিতা “আয় ফিরে আয়” কবিতাটি তার ছোট বেলার স্বপ্ন স্বাদ নিয়ে লিখেছেন।কবি বলে তাকে বাংলার প্রকৃতি সবুজ শ্যামল গ্রাম যেন তাকে ডাকছে।
তারপর কবি বলে তার ছোট বেলার মাঠ গুলো তাকে ডাকছে যে, শীত-সকালে সেই শিশির ভেজা ঘাসে কবির পায়ে নুপুর পরিয়ে দিবে।
আর গ্রীষ্মের সাঁঝ-সকালে মেঘের ☁ ফোটাগুলো তার চোখে কাজল দিবে।আর হেমন্ত কালে পূর্ণিমার সে হিম হিম বাতাসে কবির এলোমেলো চুল গুলো খুলে দিবে।
অতঃপর কবি তার নিজের দেশ প্রেম তুলে ধরে বলেছে যে,মাটির ঘ্রাণে তার প্রাণ ভরে নিবে ও পাখিদের গানে মন জুড়াবে। আর এই বাংলাকে প্রজাপতির বাগান বানাবে।
অবশেষে কবি বলে বাংলা প্রকৃতি তাকে এই বলে ডাকছে যে,কবি প্রকৃতি নিজের সাথে মিশিয়ে নিবে জলদি প্রকৃতি ডাকে সাড়া দিতে…।@সম্পাদক