বাংলা কবিতা খোকার মায়ে দুষী কবি-সোলায়মান মাহমুদ

কবিতাঃ খোকার মায়ে দুষী
কবিঃ সোলায়মান মাহমুদ

খোকা খোকা কাঁদে
খোকার মা যে রাঁধে
আরে খোকা কাদিস না।
খোকা উঠবে কোলে
নেয় না কেউ যে তোলে
খোকার মা তুই রাঁধিস না।

খোকা রাগে ফোললো
তাই দেখে মা তোললো
খোকা এবার খুশি,
সুযোগ পেয়ে বিলাই
পাতিল দিলে খিলাাই
খোকার মায়ে দুষী!
(বিলাই=বিড়াল)(খিলাই=খাওয়া)
——————————–

খোকার মায়ে দুষী কবিতার বিস্তারিত

“খোকার মায়ে দুষী” কবিতাটি কবি সোলায়মান মাহমুদের শিশুতোষ প্রথম কবিতা। কবিতাটি কবি ২৬/১১/২০১৮ ইং রচনা করেন।

কবি বলেন, শিশুরা জন্মগত ভাবেই কোলে উঠার জন্য রোদন করে। কিন্তু পৃথিবীতে সব চেয়ে সুন্দর ও মধুর শব্দ মা নামক অবুঝ মেয়েটি তা সহ্য করতে পারে না।

শত বাধা-বিপত্তি ব্যস্ততা থাকা সত্ত্বেও মা তার ছেলেকে বুকে তোলে নেয়। এমন কী তার খানা গুলোও নষ্ট করতে ভয় করে না।

আর কবি ছন্দ আকারে এমনই একটি ঘটনা তুলে ধরেছে…..।

আরো কবিতা পড়ুন…….

About The Author

2 thoughts on “বাংলা কবিতা খোকার মায়ে দুষী কবি-সোলায়মান মাহমুদ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top