কবিতাঃ করোনায় নয় ভয়
কবিঃ কাজী আমিনুল ইসলাম
ভাইরাস করোনা, ভয় তো আর করি না
হাঁচি-কাশি শিষ্টাচার, মেনে চলি বারবার
দুই হাতে ময়লা, একদমই আর না
২০ সেকেন্ডে সাবান, হ্যান্ড স্যানিটাইজারে
দূর হবে ভাইরাস তুমি চিরতরে
একসাথে রাস্তায়, আর তো চলি না
৩ফুট দূরে দূরে, রাস্তায় চলি
আর থাকে হাতে গ্লাবস, মুখে মাস্ক পরি
কঠিন, তবু এই নিয়মে
চলছি আমরা, সামাজিক এই জীবনে
পৃথিবী আজ লড়ছে,
ভ্যাকসিন, ঔষধ আবিষ্কারে
যেন রেখ ভাইরাস করোনা
লড়ছি আমরা আজ, একসাথে রাতদিন
পরাজিত হবেই তুমি একদিন।
করোনাকে জয় করার উপায়
কবিতা করোনায় নয় ভয়। লিখেছেন কবি কাজী আমিনুল ইসলাম। এই কবিতায় করোনাকে জয় করার উপায় বর্ণনা করা হয়েছে। যে উপায়গুলো আমরা সচরাচর পালন করিনা। কিন্তু এখন করতে হবে এবং করছি। এটিই কবিতার মূল বিষয়।