করোনা নিয়ে কবিতা : এই তো সেদিন
কবি: মোঃ আরিফ হোসেন
এই তো সেদিন
রম রমা রম ব্যবসা হতো
কামাই হতো শত শত।
কিন্তু হঠাৎ করোনা এলো
সব হয়ে যায় এলোমেলো।
লোক হয়ে যায় গৃহে বন্দী
মৃত্যুর সাথে করে সন্ধি।
এই তো সেদিন
গাড়ির চালক ভাড়া বাড়ায়
পুলিশ এসে তাদের তাড়ায়।
ছাত্ররা সব মিছিল ধরে
সড়কে যেন কেউ না মরে।
হঠাৎ করে করোনা এলো
সব আন্দোলন সফল হলো।
রাস্তা পথে কেউ চলে না
গাড়িও আর লোক ডলে না।
এই তো সেদিন
রহিম চাচা সবজি বেচে
মনটা তার আনন্দে নেচে।
কিন্তু হঠাৎ করোনা এলো
বেচা-কেনা ভেস্তে গেলো।
করোনা নিয়ে কবিতা
“এইতো সেদিন” কবিতাটি সাম্প্রতিককালে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে একটি কবিতা। কবিতাটিতে করোনা ভাইরাস ছড়ানোর আগের ও পরের সময়ের তুলনা করা হয়েছে।

করোনা ভাইরাস সংক্রমণ শুরুর আগে স্বাভাবিকভাবে ব্যবসা-বাণিজ্য করতো। অনেক টাকা আয় করতো। কিন্তু ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিত্রটা ভিন্ন হয়ে যায়। সব ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। জনজীবন থমকে যায়।
এছাড়াও ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণ রাজপথে বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলনে নামতো। কিন্তু এখন সব স্তব্ধ। মানিষ এখন গৃহবন্ধী। সবার মাঝেই আতংক।
বিঃদ্রঃ করোনা ভাইরাস প্রতিরোধ করতে ঘন ঘন সঠিক নিয়মে হাত ধুতে হবে।
Sponsored by TrickBlogBD
nice poetry about corona.
কমেন্ট করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।