টেলিটক অপরাজিতা সিম ও অবিশ্বাস্য কিছু অফার [Updated]

টেলিটক বাংলাদেশের সরকারি মালিকানাধীন সিম। তারা বিভিন্ন সময় বিভিন্ন মনোমুগ্ধকর ও আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয়। টেলিটকের কিছু বিশেষ প্যাকেজ রয়েছে। টেলিটক অপরাজিতা সিম তাদের বিশেষ একটি প্যাকেজ।

টেলিটক অপরাজিতা সিম কি?

টেলিটক অপরাজিতা সিম টেলিটকের একটি প্যাকেজ। এই সিমটি শুধুমাত্র নারীদের জন্যই তৈরি করা হয়েছে। সিমটিতে রয়েছে বিশেষ কিছু সুযোগ সুবিধা।

আজকে অপরাজিতা সিমের অফার, কল রেট, এফএনএফ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো। আশা করি সম্পূর্ণ লেখাটি পড়বেন।

টেলিটক অপরাজিতা সিমের অফার
টেলিটক অপরাজিতা সিমের অফার

বিঃদ্রঃ লেখাটির শেষ অংশে একটি অফার রয়েছে। অপারাজিতা সিম সম্পর্কে কাস্টমার কেয়ারের সাথে বিস্তারিত ফোনালাপের ভিডিও দেওয়া হলো। দেখে নিতে পারেন।

কারা কিনতে পারবে অপরাজিতা সিম?

খুবই কমন প্রশ্ন। এক কথায় শুধুমাত্র নারীরা। প্রাপ্ত বয়স্ক নারীরা। অর্থাৎ যাদের আইডি কার্ড বা আইডি কার্ডের অনলাইন কপি আছে।

নারীরা তাদের আইডি কার্ড নিয়ে নিকটস্থ টেলিটক সেন্টারে গিয়ে সিমটি কিনতে পারেন। সিমটির মূল্য মাত্র ১০০ টাকা

কল রেট

নারীদের জন্য তৈরি বিশেষ এই সিমে কল রেটও খুবই ঈর্ষণীয়। সেকেন্ডে ভ্যাটসহ মাত্র ১ পয়সা কল রেট। অর্থাৎ মিনিটে কল রেট মাত্র ৬০ পয়সা (যেকোনো নম্বরে)। সাথে থাকছে এক সেকেন্ড পালস।

এছাড়াও সিমটিতে রয়েছে ৯৯ টি FNF সুবিধা। এফএনএফ নম্বরগুলো কলরেট ভ্যাটসহ মিনিটে ৫৭ পয়সা।

অপরাজিতা সিম ইন্টারনেট অফার

বাংলার মহিলাদের জন্য তৈরি করা এই বিশেষ সিমে থাকছে দারুণ দারুণ কিছু ইন্টারনেট অফার। নিছে সেগুলোর একটি তালিকা দেওয়া হলো।

  • ৮ টাকায় ১ জিবি। মেয়াদ ৭ দিন। (শুধুমাত্র ১ম তিন মাস)
  • ১৯ টাকায় ১ জিবি। মেয়াদ ৩ দিন।
  • ৩৮ টাকায় ২ জিবি। মেয়াদ ৭ দিন।
  • ১৫৬ টাকায় ১০ জিবি। মেয়াদ ১৫ দিন।
ডাটামূল্যমেয়াদকোড
১ জিবি৳৮৭ দিন*111*8#
১ জিবি৳১৯৩ দিন*111*19#
২ জিবি৳৩৮৭ দিন*111*38#
১০ জিবি৳১৫৬১৫ দিন*111*156#

স্টার্ট আপ বোনাস

সিম চালু করলেই পাবেন কিছু স্পেশাল অফার। তার মধ্যে ১ম তিন মাসে ২ জিবি ডাটা প্যাক নিতে পারবেন মাত্র ৮ টাকায়। ১ম তিন মাস বলতে এখানে সিম এক্টিভেশনের পরবর্তী ৩ মাস বুঝানো হচ্ছে।

তিন মাসের মধ্যে এই ২ জিবি প্যাকটি যতবার খুশি ততবার নেওয়া যাবে।

ছাড়াও সিম এক্টিভেশনের পর ৯৯ টাকা রিচার্জে পাবেন স্পেশাল বোনাস। ৯৯ টাকা রিচার্জ করলে পাবেন ৬০ মিনিট, ৬০ এসএমএস ও ৫ জিবি ইন্টারনেট। সবকিছুর মেয়াদ থাকবে ১ মাস।

১৯৯ টাকায় কম্বো অফার

১৯৯ টাকায় আপনি নিতে পারবেন কম্বো অফার। এখানে থাকছে ২৫০ মিনিট টকটাইম অফার ও ১০০ টি এসএমএস। এখানেই শেষ নয়। সাথে থাকছে ২ জিবি ইন্টারনেট। কম্বো প্যাকের মেয়াদ থাকবে ৩০ দিন।

টকটাইম ও এসএমএস (SMS) ব্যবহার করা যাবে এফএনএফ নম্বর ব্যাতিত যেকোনো নম্বরে।

কম্বো অফারটি চালু করতে ১৯৯ টাকা রিচার্জ করুন। অথবা ডায়াল করুন *111*199#

MNP করে অপরাজিতাতে যাওয়া যাবে?

অনেকেই মনে মনে চিন্তা করছেন MNP করে অপরাজিতাতে চলে যাবেন। কিন্তু তাদের জন্য একটি দুঃক্ষজনক সংবাদ। এমএনপি অন্য অপারেটর থেকে শুধুমাত্র টেলিটকের স্বাগতম প্যাকেজে যাওয়া যায়। অপরাজিতা প্যাকেজে যাওয়া সম্ভব নয়।

কাস্টমার কেয়ারের সাথে ফোনালাপের ভিডিও

Teletalk oporajita sim offer

ভিডিওটিতে সাউন্ড কোয়ালিটি কিছুটা খারাপ। এজন্য আমরা অত্যন্ত দুঃখিত। সরাসরি ইউটিউব থেকে ভিডিওটি দেখলে সাউন্ড কোয়ালিটি কিছুটা ভালো পাবেন। এজন্য এখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন।

সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর

অপরাজিতা সিম কি?

এটি টেলিটকের একটি বিশেষ প্যাকেজের সিম যা শুধুমাত্র নারীরাই ক্রয় করতে পারেন।

কারা এই সিম কিনতে পারে?

শুধুমাত্র নারীরাই এই সিম কিনতে পারে

অপরাজিতা সিমের দাম কত?

১০০ টাকা

অপরাজিতা সিম কিভাবে পাওয়া যাবে?

নিকটস্থ টেলিটক সেন্টারে গিয়ে সিমটি কিনতে পারেন।

কল রেট কত?

যেকোনো নম্বরে ভ্যাট সহ ১ পয়সা/সেকেন্ড। আর ৯৯ টি FNF নম্বরে ৫৭ পয়সা/সেকেন্ড।

টেলিটক অপরাজিতা মিনিট অফার আছে?

হুম, আছে। পোস্টে বিস্তারিত লেখা আছে। পড়ে নিন।

এই পোস্ট সম্পর্কে কোনো প্রশ্ন, অভিযোগ, মতামত বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করুন। আমরা সকল কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। সকল আপডেট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন। আর টুইটারে ফলো করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top