দেশের লজ্জা! | কবিতা | মোঃ আরিফ হোসেন

দেশের লজ্জা!
মোঃ আরিফ হোসেন

এ যে লজ্জা!
সীমাহীন লজ্জা!

বুক উঁচিয়ে কি বলতে পারবো
এ দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ?
এ দেশ জীবনানন্দের রূপসী বাংলা!
এ দেশ শহিদের রক্তে কেনা!
এ দেশ একটি গর্বিত স্বাধীন দেশ!

মাথা উঁচিয়ে কি চলতে পারবো রাজপথে?
এ দেশের রাজপথে ধর্ষণ হয় দিনে রাতে।
খুন-গুমের এই শহরে, মানুষ আছে কি?
মনুষ্যত্ব বিকিয়ে দেওয়া মানুষ গুলো
রাজপথে মাথা উঁচিয়ে বুক চিতিয়ে হাঁটে।

দেশের লজ্জা | কবিতা

এ দেশের জন্য, দেশের ভাষার জন্য
নুরুলদীনের থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত
কতই না রক্তের শ্রোত বইয়েছে!
রফিক জব্বার সালাম বরকত থেকে
শহিদের সাতজন বীরশ্রেষ্ঠ সহ সবাই
আজ বাংলার বাতাসে হাহাকার করে!

কেঁদে কেঁদে বঙ্গবন্ধুকে আকুতি জানায়।
আর বঙ্গবন্ধু গুমরে কেঁদে বলে
‘এই দেশটাকে আমি চাইনি, এই দেশটা,
এই দেশটা, এই দেশটা…
ভাগাড়ে যাক এই দেশটা’।

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top