বিকাশে এখন থেকে ঘরে বসেই নিজে নিজে একাউন্ট খোলা যায়। খুব সহজেই মোবাইলে বিকাশ অ্যাপ ডাউনলোড করে একাউন্ট খুলতে পারবেন। নিজে নিজে বিকাশ একাউন্ট খোলার নিয়ম কানুন নিয়েই আজকে আপনাদের উদ্দেশ্যে লিখছি। লেখাটি মনোযোগ সহকারে সম্পূর্ণ পড়ুন।
বিকাশ একাউন্ট খুললেই ১০০ টাকা বোনাস
বিকাশ অ্যাপের মাধ্যমে একাউন্ট খুলবেন আর বোনাস পাবেন না এটা কি হয়? হ্যাঁ একাউন্ট খোলার পর আপনি পেতে পারেন ১০০ টাকা পর্যন্ত বোনাস ও ক্যাশব্যাক।
- একাউন্ট খোলার পর মোবাইল রিচার্জ অথবা ক্যাশ আউট করলেই পাবেন ৫০ টাকা বোনাস
- নিজের নম্বরে ২ বার ২৫ টাকা রিচার্জ করলে পাবেন ৫০ টাকা ক্যাশব্যাক
বিকাশ একাউন্ট খুলতে যা যা লাগে
একটি কমন প্রশ্ন হচ্ছে, বিকাশ একাউন্ট খুলতে যা যা লাগে? একটি বিকাশ একাউন্ট খুলতে শুধুমাত্র একটি আইডি কার্ড/আইডি কার্ডের ফটোকপি ও ঐ ব্যক্তির ছবি লাগে।
অনলাইনে বিকাশ একাউন্ট খুললে শুধুমাত্র আইডি কার্ড ও ঐ ব্যক্তিকে লাগবে। কারণ এপে ঐ ব্যক্তির লাইভ ছবি দিতে হয়। এছাড়া আর তেমন কিছু লাগেনা।
নিজে নিজে অনলাইনে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
আপনি এখন আর বাজারে গিয়ে বিকাশ এজেন্ট থেকে একাউন্ট খুলতে হবেনা। ঘরে বসে নতুন বিকাশ অ্যাপের মাধ্যমে নিজে নিজে অনলাইনে বিকাশ একাউন্ট খুলতে পারবেন।
নিজে নিজে অনলাইনে বিকাশ একাউন্ট খোলার নিয়ম অনেকেই জানতে চেয়েছেন। তাই আজকে এই পোস্ট করা। আজকে আপনাদের শিখাবো কিভাবে ঘরে বসে অনলাইনে বিকাশ একাউন্ট খুলবেন।
- প্রথমে এই লিংকে ক্লিক করে বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নিন।
- এরপর বিকাশ অ্যাপে ঢুকুন।
- সেখানে Login/Registration লেখায় ক্লিক করুন।
আরো পড়তে পারেনঃ নগদ একাউন্ট খোলার নিয়ম
- সেখান থেকে New account Registration সিলেক্ট করুন।
- এরপর আপনার যেই নম্বরে বিকাশ খুলবেন সেই নম্বর দিন।
- আপনার মোবাইল অপারেটর সিলেক্ট করুন।
- ভাষা সিলেক্ট করুন।
- Terms and Conditions গুলো পড়ে নিয়ে I agree তে ক্লিক করুন।
- এরপর আপনাকে আপনার আইডি কার্ড আপলোড করতে হবে। প্রথমে আইডি কার্ডের সামনে পেজ এরপর পিছনের পেজ আপলোড করুন। (বুঝতে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন)
- সেলফি স্টাইলে আপনার ফটো তুলুন। কোন ক্লিক করতে হবেনা। ফটোটি অটোমেটিক স্ক্যান হয়ে যাবে।
- এভাবে পরবর্তী ধাপগুলো শেষ করুন।
- আপনার একাউন্ট খোলা অর্ধেক শেষ।
বিকাশ একাউন্ট খোলার পরবর্তী ধাপ
আপনার বিকাশ একাউন্ট খোলা প্রায় শেষ পর্যায়ে। এরপর আপনাকে বিকাশের পিন কোড সেট করতে হবে। আর বোনাস পাওয়ার জন্য লগিন করতে হবে। পরবর্তী করণীয়গুলো নিচে দেওয়া হলোঃ
- *247# ডায়াল করুন
- Active manu pin অপশন দেখবেন। 1 লিখে রিপ্লাই দিন।
- এরপর আপনার বিকাশ একাউন্টের জন্য নতুন ৫ ডিজিটের পিন নম্বর দিন।
- পিন নম্বরটি কনফার্ম করার জন্য পুনরায় দিন।
- ওকে দিলে আপনার বিকাশ একাউন্ট খোলা শেষ হবে
- এরপর বিকাশ অ্যাপে গিয়ে লগিন করুন।
- যেকোনো পরিমাণ মোবাইল রিচার্জ অথবা ক্যাশ আউট করলেই পাবেন ৫০ টাকা বোনাস
- এরপর নিজের নম্বরে ২ বার ২৫ টাকা মোবাইল রিচার্জ করলে পাবেন আরো ৫০ টাকা ক্যাশব্যাক।
বোনাস পিন নিশ্চিত করুন ৫ অক্ষরের পিন দিন 1 লিখে রিপ্লাই দিন
এই গেলো ঘরে বসে অনলাইনে নিজে নিজে বিকাশ একাউন্ট খোলার নিয়ম। একাউন্ট খোলা খুব সহজ। এখন আপনি সকল বোনাস পেয়ে গেলেন।
আরো পড়ুনঃ রকেট একাউন্ট খোলার নিয়ম কানুন
মাঝেমধ্যেই বিকাশ কর্তৃপক্ষ রেফারাল বোনাস দিয়ে থাকে। আপনার রেফারাল লিংকের মাধ্যমে কেউ একাউন্ট খুললে আপনি বোনাস পাবেন। তাই কখন অফার আসে সেই তথ্য জানতে ট্রিক ব্লগ ভিডিতে নজর রাখুন।
বিকাশ একাউন্ট খোলার পর বোনাস পাওয়ার নিয়ম
বিকাশ একাউন্ট তো খলা শেষ। এবার বোনাস নেওয়ার পালা। এজন্য বিকাশ অ্যাপে লগিন করতে হবে। অ্যাপ থেকে একবার মোবাইল রিচার্জ বা ক্যাশ আউট করলে পেয়ে যাবেন ৫০ টাকা বোনাস।
এরপর বিকাশ অ্যাপের মাধ্যমে নিজের মোবাইল নম্বরে ২ বার ২৫ টাকা রিচার্জ করলেই পাবেন আরো ৫০ টাকা। তাহলে সর্বমোট ১০০ টাকা।
আরো পড়ুনঃ ইমেইল আইডি খোলার নিয়ম | ফ্রি ইমেইল একাউন্ট (ভিডিও)
যাদের আগেই বিকাশ একাউন্ট খোলা আছে তাদের ক্ষেত্রে
আগে যাদের একাউন্ট খোলা আছে তারা ১০০ টাকার বোনাস অফারটি পাবেন না। অফারটি শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য।
এজন্য উপরের লিংকে ক্লিক করে একাউন্ট খুলতে হবে। এরপর উপরে দেওয়া নিয়ম অনুসরণ করতে হবে।
একটি আইডি কার্ড দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায়
অনেকেই প্রশ্ন করেন যে, একটি আইডি কার্ড দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায়? এই প্রশ্নের উত্তর হচ্ছে মাত্র ১ টি। মানে আপনি একটি আইডি কার্ড দিয়ে মাত্র একটি বিকাশ একাউন্টই খুলতে পারবেন।
আইডি কার্ডের অনলাইন কপি দিয়ে সম্ভবত অনালাইনেনে বিকাশ একাউন্ট খোলা যায়না। এই ব্যাপারটি আমরা যাচাই করে দেখিনি। আপনাদের কারো অভিজ্ঞতা থাকলে কমেন্ট করে জানান।
অনলাইনে বিকাশ একাউন্ট খোলার কিছু সাধারণ সমস্যা
অনলাইনে একাউন্ট খুলতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। আসলে যাদের মোবাইল একটু কম ভার্সনের তাদেরই সমস্যা গুলো হচ্ছে।
বিকাশের নতুন অ্যাপে পুরাতন ভার্সনের মোবাইল গুলোর একটু সমস্যা হচ্ছে। এগুলা নিশ্চয়ই বিকাশ খুব দ্রুত সমাধান করবে।
আইডি কার্ডের ছবি কনফার্ম হচ্ছেনা
অনেকেরই আইডি কার্ডের ছবি সঠিকভাবে উঠছে না। কারো ঘোলা উঠছে। এটি মূলত মোবাইলের ক্যামেরা কোয়ালিটি ও আলো কম থাকার কারণে হয়।
আলো বাড়িয়ে দিন অথবা দিনের বেলায় একাউন্ট খুলুন। তাতে কাজ না হলে বেশি ভার্সনের অন্য মোবাইলে চেষ্টা করুন। আশা করি হয়ে যাবে। তাতেও না হলে বিকাশের হেল্প সেন্টারে যোগাযোগ করুন।
আমার ছবি মিলছেনা
আইডি কার্ডের ছবির মতো নিজের ছবি তুলতেও কারো কারো সমস্যা হয়। সেটাও মূলত একই কারণে হয়। মোবাইল পরিবর্তন আলো বাড়িয়ে চেষ্টা করুন। হয়ে যাবে।
ভেরিফিকেশন কোড দিতে পারছিনা
ভেরিফিকেশন কোড অনেকেই দিতে পারছেন না। অবশ্যই যে নম্বরে একাউন্ট খুলবেন সেই সিমটি মোবাইলে ঢুকানো থাকতে হবে। তা না হলে হবেনা। তাই সিমটি মোবাইলে ঢুকিয়ে নিন।
আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। আমরা উত্তর দিব ইনশাআল্লাহ।
বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম
অনেকেই ব্যবসার উদ্দেশ্যে বিকাশ এজেন্ট একাউন্ট বা মার্চেন্ট একাউন্ট খুলতে চান। তাদের জন্য এই পোস্টে একটা বোনাস ট্রিক দিয়ে দিচ্ছে। বোনাসটি হলো বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম।
বিকাশ এজেন্ট একাউন্ট বা মার্চেন্ট একাউন্ট খুলতে চাইলে প্রথমে এখানে ক্লিক করুন। আপনি কোন একাউন্ট খুলতে চান সেটা সিলেক্ট করুন।
একাউন্ট অনুযায়ী আপনাকে একটি ফরম দেওয়া হবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে সেই ফরমটি পূরণ করে অপেক্ষা করুন। কয়েকদিন পর বিকাশ কর্তৃপক্ষ আপনার সাথে যোগাযোগ করবে।
এই উপায় ছাড়াও আপনি বিকাশ এজেন্ট একাউন্ট খুলতে পারবেন। সেজন্য আপনার নিকটস্থ বিকাশ সেন্টারে যোগাযোগ করুন। তারা আপনাকে সকল নিয়মকানুন বলে দিবে। আর এজেন্ট একাউন্ট খুলতে সাহায্য করবে।
পরবর্তী নিয়মটি বেশি কার্যকর। তাই আপনারা দ্বিতীয় নিয়মটি ফলো করুন।
নিজে নিজে বিকাশ একাউন্ট খুলতে সমস্যা হচ্ছে?
আমরা উপরে নিজে নিজে বিকাশ একাউন্ট খোলার নিয়ম গুলো সম্পূর্ণ তুলে ধরেছি। কিন্তু তারপরও অনেকেই একাউন্ট খুলতে পারছেন না। কেউ কেউ একাউন্ট খুলেও বোনাস পাচ্ছেন না।
আসলে এই সমস্যাগুলো বিকাশের নতুন অ্যাপের কছু কারিগরি সমস্যা। বর্তমান বিকাশ অ্যাপটি কিছু সমস্যা তৈরি করেছে। যার কারণে বিকাশ কর্তৃপক্ষ এটিকে নতুন করে আপডেটের কাজ করছে।
তারা জানিয়েছে সমস্যাটি শীগ্রই সমাধান করা হবে। তবে কবে নাগাদ সমস্যাটির সমাধান হবে নির্দিষ্ট করে বলতে পারেন নি।
কারো কারো বিকাশ অ্যাপটি চালু হচ্ছেনা। 303 error লেখা দেখাচ্ছে। কেউবা বিকাশে ঢুকতে পারলেও একাউন্ট খোলার সময় OTP (One time password) আসছেনা।
তবে এতে হতাশ হবার কিছু নেই। এটি সাময়িক সমস্যা। এমন সমস্যা আগেও হয়েছিল। এটি অতি দ্রুতই সমাধান করা হবে।
আরো পড়ুনঃ বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম ও সম্পূর্ণ গাইডলাইন
বিকাশ একাউন্ট খোলা নিয়ে কিছু কমেন্টের উত্তর
একটি আইডি কার্ড দিয়ে কোনো একাউন্ট খোলা আছে কি না তা চেক করার কোনো উপায় আছে কি?
বোনাস পাইনি, অফার কি শেষ?
ক্যাশ আউট চার্জ কত?
বিকাশ একাউন্ট খোলার নিয়ম কানুন তো বিস্তারিত জানা হলো। আরো অনেক বিষয়েই তো জানতে হবে। আর সেজন্য নিয়মিত ট্রিক ব্লগ বিডিতে নজর রাখুন।
বিকাশের আরো টিপস পেতে এখানে ক্লিক করুন।
16247 এ কল করুন অথবা আপনার পার্শ্ববর্তী বিকাশ অফিসে যোগাযোগ করুন। আশা করি, সমাধান পাবেন।
vai amar bkash account pin block hoiya gace but amar account ta student account . now , ami kibabe pin ta reset korbo jodi ektu help korten
Reply plz..
বিকাশ বাংলাদেশের একটি টাকা লেনদেনের ভালো মাধ্যম। সহজে আপনার পাশের দোকান থেকে টাকা লেনদেন করা যায়। বিকাশ অনেক অফার প্রমোট করে থাকে আপনিও চাইলে সুযোগ গ্রহন করতে পারেন। বিকাশ সম্পর্কে আর্টিকেল লেখার জন্য ধন্যবাদ।
কমেন্ট করার জন্য ধন্যবাদ
স্যার , আমি একটি বিকাশ অ্যাকাউন্ট খুলেছি ২০১৭ সালের জুলাই মাসে । ২০২১ সালের জুলাই মাসে আমি প্রথম বিকাশ অ্যাপ ডাউনলোড করেছি । এবং ২১ জুলাই ২০২১ প্রথমবারের মতো লগইন করেছি । এরপর ১৩ ই আগস্ট পর্যন্ত কোনো লেনদেন করিনি । ১৪ ই আগস্ট ৫০ টাকা ক্যাশ ইন করে যে নাম্বারে বিকাশ খোলা ওই নাম্বারে ২৫ টাকা মোবাইল রিচার্জ করেছি। এখন আমি কি কোনো বোনাস পাব ? পাওয়ার জন্য কি করতে হবে ?
আপনি কোনো বোনাস পাবেন না।
একটি ডবল সিম মোবাইল সেটে গ্রামীন নাম্বারে বিকাশ একাউন্ট খোলা আছে অন্য আইডি দিয়ে সেই মোবাইলে রবি সিমে বিকাশ একাউন্ট খোলা যাবে কি
মোবাইলের সাথে একাউন্টের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক হচ্ছে, সিম ও আইডি কার্ডের।
তাই অন্য আইডি কার্ড দিয়ে একাউন্ট খুলতে পারবেন। কোনো সমস্যা হবেনা।
Your pin time setting is over এরকম লেখা বারবার আসলে কী করব
যত দ্রুত সময় পিন টাইপ করুন। দেরি করলে এটিবিনভেলিড হয়ে যাবে।
নতুন একাউন্ট খুলছি কিন্তু কনফার্মেশন কোড আসতেছেনা
কি করব এখন।
কিসের কনফার্মেশন কোডের কথা বলছেন?
ভাই অনেক বেশি উপকৃত হলাম আপনার পোস্ট পড়ে।
আপনার উপকার হয়েছে শুনে আমাদেরও ভালো লাগলো। সাথেই থাকুন।
Via aim to bonus pelam na ki korbo
ভাই, বিকাশের সাথে যোগাযোগ করুন
অসাধারণ ছিলো পোস্টটা ।
মন্তব্য করে আমাদের উৎসাহিত করার জন্য ধন্যবাদ। আশা করি সাথেই থাকবেন।
আমার সিম কাডটি অন্যের নামে বিকাশ করা এমতাবস্থায় একাউন্ট বাতিল করার নিয়ম কী?
নিকটস্থ বিকাশ সেন্টারে যোগাযোগ করুন
Help Please please pls pls
ইতিমধ্যেই আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। ধন্যবাদ
Ami akta amar number r amar id diye bikash account khulechi. Amar abbu jokhon bollo onake o akta bikash account khule ditam to ami onar number r amar id diye khulte jacchi pray ordhek kaj ses pore vablam jodi kono problem hoy..akhon amar account ta log in hocche na abar notun kore registration korte bolche kintu amar account a tk ache akhon ami ki korbo aktu help koren please
আপনি বলেছেন আপনার একাউন্টে লগিন হচ্ছেনা। আপনি এটা বলেন নি যে *২৪৭# ডায়াল করে বিকাশ চলছে কিনা।
বিকাশ অ্যাপে কিছু সমস্যা বিদ্যমান থাকায় একেকজন একেক ধরণের সমস্যায় পড়ছেন। কিন্তু আপনি *২৪৭# ডায়াল করে চ্যাক করে দেখুন বিকাশ এক্টিভ আছে কিনা।
যদি দেখেন কোনো সমস্যা হচ্ছে, তাহলে নিকটস্থ বিকাশ অফিসে যোগাযোগ করুন।
ভাই আমি নতুন একাউন্ট খুলেছি মাত্র কিন্তু কোন বোনাস ই পেলাম না,এখন কি করা যায়?
ভাই, অ্যাপ দিয়ে একাউন্ট খুললে বোনাস পাওয়ার কথা। কেনো পেলেন না বুঝতে পারছিনা। অপেক্ষা করে দেখুন।
[বিঃদ্রঃ এতো দিন পর বিকাশ অ্যাপে ঢুকতে পারিনি। আজ ঢুকতে পারলাম। মনে হয় আবার চালু হয়েছে]
একটি আইডি কাড দিয়ে কোনো একাউন্ট খোলা আছে কি না ? তা চেক করার কোনো উপায় আছে কি?
ভাই, এমন কোনো উপায় এই মূহুর্তে আমার জানা নেই। তবে জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো।
ভাইয়া লগইন করেউ তো বোনাস পাইনি।অফার কি শে?
না, অফার শেষ না। আপনি হয়তো এর আগে এই একাউন্ট থেকে লগিন করেছেন। তাই বোনাস পাননি।
Bhai ofar dey na tho tk ofar ta ki ses hoigece
না ভাই, অফার শেষ না। তবে বিকাশ অ্যাপে কিছু সমস্যা দেখা দিয়েছে। সেজন্য অ্যাপের মেইনটেনেন্স কাজ চলছে।
এজন্য অনেকেই অ্যাপ ব্যবহার করতে পারছেন না। বিকাশের সাথে আমার কথা হয়েছে। তারা জানিয়েছে শীগ্রই সমস্যাটি সমাধান করা হবে। সেজন্য তাদের টেকনিক্যাল টিম কাজ করছেন।
আর অফারটি ৩১ শে ডিসেম্বর পর্যন্ত চলবে।