মাতৃভাষা দিবস উপলক্ষে কবি মামুনুর রশীদ নূরীর দুটি কবিতা বাংলা ভাষা ও বাক স্বাধীকার

কবিতা বাংলা ভাষা
কবি.. মোঃ মামুনুর রশিদ নূরী

শহিদ মিনার

দেশ-বিদেশে বেড়াই ভেসে
কত সুরেই কান পেতেছি
পাখির গানে নদীর তানে
ঝর্ণাধারে প্রাণ গেঁথেছি।

কত জাতের কত ভাষায়
কৌতুহলে মন বুনেছি
পাইনি কোথা এটুক সুধা
বরং কটু বোল শুনেছি!

প্রাণ ভরেনি কোনো কিছুই
ফুল-সুবাসে মৌ পানেতে
সব পেয়েছি পাইনি যেটা
একটি ভাষা-সওগাতে তে।

মধুর চেয়ে শ্রেষ্ঠ মধু
মিষ্টি রসে পূর্ণ খাসা
রক্তে কেনা সে যে আমার
মায়ের বুলি বাংলা ভাষা।
১৪-০২-১৮
রাত্রি
©®

বন্দী বাংলাদেশ

বাক স্বাধীকার
মো: মামুনুর রশিদ নূরী

শিয়াল ডাকে হালুম হালুম
বিড়াল ডাকে ঘেউ
গাধার মুখে অশ্বধ্বনি
ইঁদুর ডাকে মেউ।

বোবার মুখের শব্দ-জ্বালা
কালার কানও ঝালাপালা
হাম্বাবুলি শূয়র মুখে
শুনছ আগে কেউ?

কাকগুলোও সুশীল হলো
কোকিল সুরে গায়
চামচিকারা কা কা করে
দিনদুপুরে খায়।

মুক্ত-স্বাধীন সোনার দেশে
শকুন চরে ময়ূর বেশে
বক্তৃতাতে মঞ্চ কাঁপায়
ব্যাঙের বেটা সেও!

  • * *
    কে বলেছে আমার দেশে
    বাকস্বাধীকার নাই
    আমার সোনার বাংলাদেশে
    তার হবে না ঠাঁই!

১৩-০১-১৮
রাত্রি।
(সংক্ষেপিত-খসড়া )

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top