যেকোন সাইটে এসইও ফ্রেন্ডলি ব্লগ পোস্ট লেখার নিয়ম

আমরা বিভিন্ন ব্লগে লেখালেখি করি। কেউ নিজের ব্লগে। আবার কেউ অন্যের ব্লগে। যেখানেই পোস্ট লিখি আমাদের কিন্তু একটা উদ্দ্যেশ্য থাকে।

আর সেটা হলো আমদের পোস্ট যাতে বেশি মানুষ পড়ে। কিন্তু সবসময় এই আশা পূরণ হয়না।

blog post ko seo friendly kaise kare
এসইও ফ্রেন্ডলি ব্লগ পোস্ট

আমাদের পোস্ট বেশি মানুষের কাছে না পৌছালে সব কষ্টই বৃথা। তাই পোস্টে বেশি ভিজিটর পেতে হলে কিছু নিয়ম মেনে পোস্ট করতে হয়।

আর একেই বলে এসইও ফ্রেন্ডলি পোস্ট। কীভাবে এসইও ফ্রেন্ডলি পোস্ট করতে সেটাই আজ আপনাদের জানাবো।

এসইও ফ্রেন্ডলি পোস্ট করার সুবিধা

একটা সাইটে অরতিদিন অনেক মানুষ ভিজিট করে। সেখানে আপনার লেখা পোস্ট অনেকেই পড়ে।

কিন্তু পৃথিবীতে কোটি কোটি ওয়েবসাইট আছে। সবাই সব সাইট সম্পর্কে জানেনা।

তাই কোন সাইটে কোন বিষয়ে লেখা আছে মানুষ সেটা সার্চ করে। এরজন্য মানুষ গুগল, ইয়াহু, বিং ইত্যাদি সার্চ ইঞ্জিন ব্যবহার করে।

মনে করেন, আপনি গুগলে সার্চ করলেন। “এসইও ফ্রেন্ডলি পোস্ট লেখার নিয়ম“। গুগল আপনাকে তখন সার্চ রেজাল্ট দেখাবে।

সেখান থেকে আপনি এই TrickBlogBD.com এ ভিজিট করলেন। কিন্তু আপনি এই সাইট সম্পর্কে জানেন না।

শুধু মাত্র গুগলে সার্চ করে এখানে পোস্টটি পড়লেন। তাহলে আপনি এই পোস্টের বাড়তি পাঠক। এর মানে আমার পোস্ট বেশি মানুষ পড়ছে। কী কারণে?

কারণ আমি এসইও ফ্রেন্ডলি পোস্ট করেছি। আপনি এসইও ফ্রেন্ডলি পোস্ট করলে তা সার্চ ইঞ্জিনে ভালো র‍্যাংকিং পাবে।

আর আপনার পোস্টে সার্চ ইঞ্জিন থেকে বেশি ভিজিটর আসবে। তাই এসইও ফ্রেন্ডলি পোস্ট করা খুবই জরুরি।

চলুন, যেভাবে এসইও ফ্রেন্ডলি পোস্ট করা যায় তা জেনে নেই।

যেভাবে একটি এসইও ফ্রেন্ডলি পোস্ট লিখবেন

এসএসও ফ্রেন্ডলি পোস্ট লেখার কিছু নিয়ম আছে। একে একে জেনে নেই।

একটি আকর্ষণীয় শিরোনাম দিন

একটি শিরোনাম একটা পোস্টের পরিচয়। শিরোনাম দেখেই আমরা বুঝি এই পোস্টে কী সম্পর্কে লেখা আছে।

আর শিরোনামে মুগ্ধ হয়েই আমরা কোন পোস্ট পড়ি। তাই শিরোনাম অবশ্যই আকর্শনীয় হতে হবে।

ছবি যুক্ত করুন

আপনার পোস্টে অবশ্যই ছবি যুক্ত করুন আর তাতে অবশ্যই ক্যাপশন দিবেন। লেখার মাঝে মাঝে বুঝানোর জন্য ছবি দিতে পারেন।

অবশ্যই পড়ুনঃ অনলাইনে ইনকাম করার ১০ টি গোপন ট্রিক

কোন কিছু কপি করা থেকে বিরত থাকুন

সার্চ ইঞ্জিন বুঝতে পারে কোন পোস্ট আসল। আর কোন পোস্ট নকল বা কপি। তাই সার্চ ইঞ্জিন কপি পোস্টকে ভালো র‍্যাংক দেয়না।

কপি সৃজনশীলতার জন্য বড় বাধা। তাই কারো পোস্ট কপি করা থেকে বিরত থাকুন।

হুম, তবে কারো পোস্ট থেকে ধারণা নেওয়া যেতে পারে। ধারণা নিয়ে নিজের ভাষায় লেখায়ই উত্তম।

ছোট বাক্যে পোস্ট লিখুন

আপনার লেখা অবশ্যই ছোট ছোট বাক্যে লিখবেন। এতে ভিজিটর আপনার পোস্ট পড়তে সাচ্ছন্দ্যবোধ করবে।

খুব বড় বাক্যে লিখলে লেখা পড়া কষ্টকর হয়ে যায়। তাই যথাসম্ভব ছোট বাক্যে পোস্ট লিখতে হবে। এতে সার্চ ইঞ্জিনে ভালো র‍্যাংক পাওয়া যাবে।

ছোট ছোট প্যারা করে পোস্ট লিখুন

লেখা খুব বড় প্যারা করে লিখলে পড়তে কষ্ট হয়। এতে সার্চ ইঞ্জিনে খারাপ প্রভাব পড়বে।

তাই ৩-৫ টা বাক্যে একটা প্যারা শেষ করার চেষ্টা করবেন। এতে ভালো সার্চ ভিজিটর পাওয়া যাবে।

কী ওয়ার্ড ডেন্সিটির দিকে খেয়াল রাখুন

আপনার প্রধান কী ওয়ার্ড বেচে নিন। যেমনঃ এই পোস্টের প্রধান কীওয়ার্ড “এসইও ফ্রেন্ডলি পোস্ট“।

চেষ্টা করবেন আপনার পোস্টের ভিতর প্রধান কীওয়ার্ড যাতে বেশি কতে থাকে। আমার পোস্টে “এসইও ফ্রেন্ডলি পোস্ট” লেখাটা অনেকবার আছে।

তার মানে এই পোস্টে কীওয়ার্ড ডেন্সিটি অনেক বেশি।

রিলেটেড কীওয়ার্ড রিসার্চ করুন

আপনার কীওয়ার্ডের রিলেটেড কীওয়ার্ড বেচে নিন। যেমনঃ আমার রিলেটেড কীওয়ার্ড “ব্লগ পোস্ট,ওয়ার্ডপ্রেস পোস্ট” ইত্যাদি।

তথ্যপূর্ণ পোস্ট করুন

যত তথ্য তত ভিজিটর। আপনার পোস্ট যত বড় করে লিখবেন তত বেশি তথ্য পোস্টে দিতে পারবেন। আর সার্চ রেজাল্টে তত ভালো র‍্যাংক পাবেন।

কমপক্ষে ৭-১০ প্যারা লেখার চেষ্টা করুন। এতে ভিজিটর আপনার লেখা বিষটি খুব ভালোভাবে বুঝতে পারবে।

সাব হ্যাডিং ব্যবহার করুন

আপনার পোস্টে কিছুক্ষন পর পর সাব হ্যাডিং ব্যবহার করুন। এতে এসইও আরো উন্নত হবে। সাব হ্যাডিং একটু মোটা লেখা হয়। নিচের স্ক্রিনশট দেখুন।

Screenshot 20190118 124622

এই ফটোতে মোটা অক্ষরে লেখাগুলো হচ্ছে সাব হ্যাডিং। এভাবে সাব হ্যাডিং দিন।

লিংক দিন

আপনি যেই সম্পর্কে লিখবেন তার সম্পর্কিত অন্যান্য ওয়েবসাইটের কিছু পোস্টকে লিংক করুন। এতে ভিজিটররা আরো বেশি কিছু জানার সুযোগ পাবে।

লেখার ভিতরে লিংক দিতে হবে। সরাসরি লিংক দেওয়া থেকে যথাসম্ভব বিরত থাকুন। আপনার সাইটের আগের কিছু পোস্টকেও লিংক করুন। এতে ইউজার অ্যাংগেজমেন্ট বাড়বে। পোস্টের নিচে “আমার সাইট ঘুরে আসুন” এই ধরণের লেখা বা লিংক দেওয়া যাবেনা।

ইয়োস্ট এসইও প্লাগিন ব্যবহার করুন

যাদের ওয়ার্ডপ্রেস সাইট, তারা ইয়োস্ট এসইও প্লাগিন ব্যবহার করুন। এই প্লাগিন আপনাকে বলে দিবে আপনার পোস্ট এসইও ফ্রেন্ডলি হয়েছে কিনা।

কোন সমস্যা থাকলে সেটাও ধরিয়ে দিবে। এটার মাধ্যমে আপনি মেটা ডিস্ক্রিপশন ট্যাগ ও সেট করে দিতে পারবেন।

Screenshot 20190118 125919
ইয়োস্ট এসইও প্লাগিন

আমার এই পোস্টেও ইয়োস্ট এসইও প্লাগিন ব্যবহার করা হয়েছে।

প্যাসিভ ভয়েস বর্জন করুন

ইংরেজিতে পোস্ট করলে যথাসম্ভব প্যাসিভ ভয়েস বর্জন করুন। এক্টিভ ভয়েসে লিখলে পাঠকের জন্য পড়ুতে সুবিধা হয়।

ভিন্ন শব্দে প্যারা শুরু করুন

প্রত্যেক প্যারা শুরু করতে আলাদা শব্দ ব্যবহার করুন। একই শব্দে বাক্য শুরু করা এসইও ফ্রেন্ডলি নয়। তাই ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করার চেষ্টা করুন।

উপরের নিয়মগুলো মেনে পোস্ট করলে আপনার পোস্ট গুগলে র‍্যাং করবে। আর প্রচুর ভিজিটরও পাবেন।

13 thoughts on “যেকোন সাইটে এসইও ফ্রেন্ডলি ব্লগ পোস্ট লেখার নিয়ম”

  1. মোঃ নাজমুল হোসাইন

    ধন্যবাদ ভাই। আমিও আপনার ব্লগে লিখতে চাই। কিন্তু ব্লগে লিখা সম্পর্কে আমার কোন প্রাথমিক ধারণাও নেই। আপনার এই লিখাটা পড়ে কোন কিছু লিখার অনুপ্রেরণা পেলাম। কিন্তু আপনি এখানে যে সব বিষয় নিয়ে লিখছেন কার কোন কিছু সম্পর্কেই আমার ধারণা নেই। তবে ছোট বেলা থেকে ই কবিতা,গল্প, ছোট গল্প লিখার প্রতি একটা ঝোঁক ছিল। এখনও মনে হয় চেষ্টা করলে লিখতে পারবো। এখন ভাইয়া, আপনার কাছে সবিনয়ে জানতে চাই,,,আমি কি কবিতা, গল্প, বা ছোট গল্প লিখার মাধ্যমে ব্লগে লিখতে পারবো? জানালে উপকৃত হতাম।

  2. দুলিল্লা আলহামদুলিল্লাহ যত পড়ি ততই ব্লগিং ইচ্ছা জাগছে

    1. আপনাদের এমন সুন্দর কমেন্ট আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা। মূল্যবান সময় নষ্ট করে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

  3. ধন্যবাদ ভাইয়া আমিও ব্লগে লিখতে চাই বাট আমি ব্লগ সম্পর্কে কিছু জানি না বা আমার কোন ধারনাও নেই যেকোনো বিষয়ে যে কোন কিছু লিখলে কি হবে।

    1. যেকোনো বিষয়ে লিখতে পারেন। তবে আপনাকে এমনভাবে টপিক বাছাই করতে হবে যেই বিষয়ে মানুষের জানার আগ্রহ আছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top