রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার সহজ নিয়ম

অধিকাংশ মানুষই রকেট একাউন্ট ব্যবহার করেন। রকেটের নানাবিধ সেবা আমরা সবাই ব্যবহার করে আসছি। তার মধ্যে রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ অন্যতম ও সর্বাধিক ব্যবহৃত সেবার একটি।

রকেট একাউন্ট থেকে মোবাইলে টাকা লোড করার নিয়ম কানুন এখনো অনেকেই জানেন না। যারা জানেন না তারা সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে থাকুন। কথা দিচ্ছি, আজ থেকে আপনিও রকেট থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন।

রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ

বর্তমান যুগ তথ্য-প্রযুক্তির যুগ। আমরা এখন যেকোনো কাজকে সহজভাবে করতে চাই। যেখানে সময় কম লাগবে আমরা এখন সেদিকেই ছুটি। কারণ, সবাই এখন ব্যস্ত।

মোবাইলে টাকা রিচার্জ, ফ্লেক্সিলোড বা ইজিলোড আমাদের দৈনন্দিন জীবনের একটি কাজ। প্রায় দিনই আমাদের মোবাইলে টাকা ঢুকাতে হয়। কিন্তু লোডের দোকান দূরে থাকলে সেটি এক মহা ঝামেলার বিষয়।

আছাড়া মানুষের সময় অসময় বলেও একটা কথা আছে। কিছু কিছু সময় দোকানে গিয়ে টাকা লোড করার সময়ও হয়ে উঠেনা। আবার রাত বিরাতে দোকান খোলাও থাকেনা।

কিন্তু অনেকেরই মোবাইল ব্যাংকিংয়ে (রকেট, বিকাশ৷ নগদ) টাকা থাকে। চাইলে সেখান থেকেও মোবাইলে রিচার্জ করতে পারেন। দিনে ৩৪ ঘন্টা সপ্তাহে ৭ দিন। অর্থাৎ যেকোনো সময়েই আপনি মোবাইলে রিচার্জ করতে পারবেন।

কিন্তু কিভাবে মোবাইলে টাকা রিচার্জ করে?

হুম, এই কাজটি খুবই সহজ। আপনি চাইলে যেকোনো মোবাইল ব্যাংকিং একাউন্ট থেকেই মোবাইল রিচার্জ করতে পারেন। আজকে আমরা শুধু রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম কানুন সম্পর্কে জানবো।

*322# ডায়াল করে রিচার্জ করার নিয়ম

প্রথমেই ইউএসএসডি কোড *322# ডায়াল করে রিচার্জ করার নিয়ম শিখবো। এজন্য নিচের নির্দেশনাটি অনুসরণ করুন।

নিজের নম্বরে রিচার্জ

যেই নম্বরে রকেট একাউন্ট খোলা আছে সেই নম্বরে টাকা রিচার্জ করতে চাইলে নিচের নিয়মটি ফলো করুন।

  • *322# ডায়াল করুন।
  • TopUp/Telco service এর জন্য 3 সিলেখে সেন্ড করুন।
  • TopUp এর জন্য 1 লিখে ডায়াল করুন।
  • Self অপশনের জন্য 1 লিখে সেন্ড করুন।
  • আপনার মোবাইল অপারেটর সিলেক্ট করুন। অর্থাৎ কোন কোম্পানির সিম ব্যবহার করছেন সেটির সিরিয়াল নম্বর লিখে সেন্ড করুন।
  • রিচার্জের পরিমাণ লিখুন। অর্থাৎ যত টাকা রিচার্জ করতে চান সেই পরিমাণ লিখে সেন্ড করুন।
  • ৪ ডিজিটের রকেট একাউন্ট পিন লিখে সেন্ড করুন।
  • সবকিছু ঠিক থাকলে সফলভাবে আপনার একাউন্টে রিচার্জ সম্পন্ন হবে।

অন্য যেকোনো নম্বরে রিচার্জের পদ্ধতি

  • *322# ডায়াল করুন।
  • TopUp/Telco service এর জন্য 3 সিলেখে সেন্ড করুন।
  • TopUp এর জন্য 1 লিখে ডায়াল করুন।
  • Other অপশনের জন্য 2 লিখে সেন্ড করুন।
  • আপনার ১১ ডিজিটের মোবাইল নম্বরটি লিখে সেন্ড করুন।
  • আপনার মোবাইল অপারেটর সিলেক্ট করুন। অর্থাৎ কোন কোম্পানির সিম ব্যবহার করছেন সেটির সিরিয়াল নম্বর লিখে সেন্ড করুন।
  • রিচার্জের পরিমাণ লিখুন। অর্থাৎ যত টাকা রিচার্জ করতে চান সেই পরিমাণ লিখে সেন্ড করুন।
  • ৪ ডিজিটের রকেট একাউন্ট পিন লিখে সেন্ড করুন।
  • সবকিছু ঠিক থাকলে সফলভাবে আপনার একাউন্টে রিচার্জ সম্পন্ন হবে।

আপনি এখন *322# ডায়াল করে রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন। আর আপনাকে কোনো প্রকার ঝামেলায় পড়তে হবেনা।

*322# করে রিচার্জ করা একটু ঝামেলার। হুম, আসলেই একটু ঝামেলার। কিন্তু আপনি চাইলে আরো সহজে ও কম সময়ে রিচার্জ করতে পারেন। কিন্তু কিভাবে?

এই কাজটিও খুব সহজ। রকেট মোবাইল অ্যাপটি এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। খুব সহজেই রকেট অ্যাপের মাধ্যমে মোবাইলে রিচার্জ করে নিতে পারবেন। চলুন, এই কাজটিও জেনে নেই। এটা ভাকি রেখে লাভ কি? শিখলে সবটাই শিখবো। কি বলেন?

হুম, চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। ও তার আগে একট কথা। আপনার যদি রকেট একাউন না থাকে তাহলে রকেট একাউন্ট খোলার নিয়ম জেনে নিন।

মোবাইল অ্যাপের মাধ্যমে মোবাইলে রিচার্জ করার পদ্ধতি

মোবাইল অ্যাপের মাধ্যমে খুব সহজে ও নির্ভুলভাবে মোবাইলে টাকা রিচার্জ করা যায়। কোড ডায়াল করে রিচার্জ করার সময় ভুল নম্বরে টাকা চলে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু অ্যাপে সেই ভুল হওয়ার সম্ভাবনা প্রাই নেই বললেই চলে।

এখন কথা না বাড়িয়ে রকেট অ্যাপের মাধ্যমে মোবাইলে টাকা রিচার্জ কিভাবে করতে সে বিষয়ে জেনে নেওয়া যাক।

Step 1: প্রথমে রকেট অ্যাপে লগিন করুন। যাদের রকেট অ্যাপ নেই তারা ডাউনলোড করে নিন।

Step 2: রকেট অ্যাপে ঢুকার পর নিচের মতো একটি পেজ আসবে। সেখান থেকে Mobile Recharge অপশনে ক্লিক করুন (ছবিতে চিহ্নিত করা ঘরে)।

রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ
রকেট হোম পেজ

Step 3: এই ধাপে সবচেয়ে উপরের ঘরে Pre-paid/Post-Paid নম্বরে টাকা রিচার্জের বক্স দেখতে পাবেন। সেই ঘরে যেই নম্বরে টাকা রিচার্জ করবেন সেই নম্বরটি লিখুন। আপনি চাইলে সেই ঘরে পাশেই ছবিতে তীর চিহ্ন দেওয়া ঘরে ক্লিক করে মোবাইলের কন্টাক্ট থেকেও নম্বর সিলেক্ট কতে পারেন। এক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকবেনা।

রিচার্জ করার সময় মোবাইল নম্বর সিলেক্ট করা

নম্বর লেখা বা সিলেক্ট করা হয়ে গেলে Submit লেখায় ক্লিক করুন।

Step 4: এই ধাপে যত টাকা রিচার্জ করতে চান সেটি লিখুন এবং Submit বাটনে ক্লিক করুন।

Step 5: সর্বশেষ ৫ম ধাপে আপনার ৪ ডিজিটের রকেট নম্বরটি লিখে নিচের ছবিতে দেওয়া রকেট বাটনে ট্যাপ করে ধরে রাখুন। কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইলে টাকা রিচার্জ হওয়ার ম্যাসেজ আসবে।

রকেট পিন দিয়ে মোবাইল রিচার্জ কনফার্ম করা

এই হলো রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার সম্পূর্ণ পদ্ধতি। আশা আজকের পর আপনিও আপনার রকেট ওয়ালেট থেকে টাকা লোড করতে পারবেন।

রকেট রিচার্জ লিমিট

রকেট থেকে রিচার্জে কিছু লিমিটেশন আছে। সে লিমিটেশনগুলো জেনে রাখা ভালো।

ডেইলি লিমিটঃ ১ বারে সর্বোচ্চ ১০৳-১০০০৳ রিচার্জ করতে পারবে। দিনে ১০০ বারে সর্বোচ্চ ৫০০০৳ মোবাইল রিচার্জ করতে পারবেন।

মাসিক লিমিটঃ ১ মাসে সর্বোচ্চ ১ হাজার বার রিচার্জ করতে পারবেন। এক্ষেত্রে ২৫০০ টাকার বেশি রিচার্জ করা যাবেনা।

এই ছিলো রকেট একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার সম্পূর্ণ নিয়মকানুন। আশা করি, সবকিছু বুঝতে পেরেছেন।

আর্টিকেলটি ভালো লেগে থাকলে শেয়ার করুন। কোনো বিষয়ে জানার থাকলে বা কোনো কিছু বুঝতে সমস্যা হলে নিচে কমেন্ট করুন। আজকের মতো বিদায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top