লকডাউনের কবিতা – কেমন আছি?
কবি- কাজি আমিনুল ইসলাম
আমি ভাবছি
কেমন আছি?
দিন তো যাচ্ছে চলে।
কবে আবার আকাশটা কে
দেখব দু চোখ মেলে?
আমি ভাবছি
কেমন আছি?
হাতে হাত রেখে
কবে আবার
চলব পথ দু’জন?
আমি ভাবছি
কেমন আছি?
সবাই বসে আড্ডাবাজি
খুব মিস করছি এখন
আমি ভাবছি
কেমন আছি?
ভালো থাকার এই মিছিলে
দূরে আছি যখন।
লকডাউনের কবিতা
বাংলাদেশসহ সারা বিশ্ব এখন করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় লকডাউন অবস্থায় আছে। এসময় মানুষ তার সচরাচর জীবনের অনেক আনন্দঘন মূহুর্তকে মিস করে। সেইসব কিছু ছোট করে কবিতা আকারে লিখেছেন কবি কাজি আমিনুল ইসলাম।
আশা করি, ঘরে বসে লকডাউনের কবিতা “আমি কেমন আছি?” পড়বেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কেমন আছেন?