এ সময়ের ইশতেহার
★অসুস্থ পৃথিবী
মো: আরিফ হোসেন
ওহে পথিক
একটু দাঁড়াও!
পৃথিবী কি সুস্থ আছে?
গাছের ডালের পাখিরা!
ওরাও কি ডুমুরের ডালে বসে গান গায়?
অবলা কিশোরী এখনো কি নদীর পাড়ে খেলা করে?
আগের মতো এখনো কি বটবৃক্ষের ছায়ায় মানুষ পরাণ জুড়ায়?
বলে তো যাও-
প্রেমিক যুগল এখনো কি প্রেমলীলায় বন্দী হয়?
সদ্য খাঁচামুক্ত ময়ূর ডানা ঝাপটে আকাশে উড়ে কি?
তবে তো পৃথিবী সুস্থ নেই।
গাছগুলো সব প্রাণশূন্য হয়ে আছে।
দুগ্ধপোষ্য বাচুর থেকে মুখ ফিরিয়েছে ধেনু।
শিশুরা কান্না ভুলেছে।
মধুকর আর পুষ্পরস গ্রহণ করে না।
কিচিরমিচির ডাকা পাখিগুলো
প্রভাতে আর গুঞ্জন শোনায় না।
ওহে পথিক!
আর কি সুস্থ হবে না এ পৃথিবী?
এ তো আমাদের কর্মফল!
আমরা পৃথিবীকে করেছি দুষিত। আমরা…
আমরা পৃথিবীতে বিষবাষ্প ছড়িয়ে
এখন আমরাই চাচ্ছি এর প্রতিকার।
আর কি সুস্থ হবে পৃথিবী!
শিশুরা নির্ভয়ে কি খেলতে পারবে?
মা কি ছা’কে ভালোবেসে দুধপান করাবে?
পুষ্পবৃন্তে কি ফুটবে নতুন মুকুল?
পৃথিবী সুস্থ হলে আমরা হাসবো
প্রাণ ভরে হাসবো!
আর বলো, ‘আর কেঁদো না পৃথিবী
আমরা এখন মানুষ হয়েছি।’