কবিতা- আগুন!
কবি-মো: আরিফ
আগুন! আগুন! আগুন!
চারিদিকে আগুন
ঘুমে কেনো তবে
সবাই একটু জাগুন
আগুন! আগুন! আগুন!
আগুন! আগুন! আগুন!
কালো আঁধার ঘুচে
আগুন ঘোড়া আসে
ফুলকিতে দুলকিতে
অগ্নি ফসল চাষে।
বাঁচতে হলে তবে
তাড়াতাড়ি ভাগুন
আগুন! আগুন! আগুন!
আগুন! আগুন! আগুন!
পুড়ে সব-ই ছারখার
হিরোশিমার মতো
নাগাসাকি বারবার।
ধরায় বুঝি এলো
অগ্নি ঝরা ফাগুন
চারিদিকে শুধু দেখি
আগুন! আগুন! আগুন!
বাংলা কবিতা আগুন এর বিস্তারিত
কবি মোঃ আরিফ হোসেন রচিত কবিতা আগুন।
ঢাকায় পর পর তিনটি বড় অগ্নিকাণ্ডের ঘটে যাওয়া ঘটনাকে উপলব্ধি করে এই “আগুন” কবিতা লেখা। আগুনের বিভীষিকাময় দৃশ্যকে কবি মনে আঁচড় কেটেছে।
তাই তো আগুন থেকে সবাইকে সাবধান ও সাবধানতা অবলম্বনের জন্য এই কবিতায় আহ্বান করা হয়েছে।
আগুন আসে সবকিছু বিনষ্ট করতে। যেমনটি এসেছিলো হিরোর বা নাগাসাকিতে।