কবিতা- আমি বাঙ্গালী
কবি- মোঃ আরিফ হোসেন
আমি বাঙ্গালী
আমাকে ইতিহাস বলো না
আমি মুসলিম
আমাকে ধর্ম শিখিও না।
আমি তিতুমীরের বাঁশের কেল্লার মত শক্ত
আমার শরীরে মজনু শাহের কঠিন চীবর।
আমি হাজী শরিয়ত উল্লাহ হতে হতে
এসেছি এই জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে।
আমি বাঙ্গালী
আমার দেহে রয়েছে নুরুলদীনের প্রবাহিত রক্ত
আমি বাঙ্গালী
আমি মাস্টার দা সূর্য সেনের মত উদ্ধত।
আমি বাঙ্গালী! আমি বাঙ্গালী!
আমি হামিদ খান ভাসানীর মত সুবিচারক।
আমি চঞ্চল, আমি শানিত খড়গ।
আমি আমার বাংলাকে ভালোবাসি
তাই তো আমি বাঙ্গালী।
আমি বাঙ্গালী
আমার বাংলার মাটিতে সোনাঝরা ফসল ফলে
সকালের রোদে গাছে পাতা সোনায় চকচক করে।
আমি বাঙ্গালী
আর আমার পিতার নাম শেখ মুজিবুর রহমান।
আমি তার সতেরো কোটি শানিত সন্তান।