ধর্ষণের বিরুদ্ধে কবিতা | এ দেশ আমার নয়

ধর্ষণের বিরুদ্ধে কবিতা – এ দেশ আমার নয়!
কবি- মো: আরিফ হোসেন

এ দেশ আমার নয়!
এখানে থাকতে ভয়।

এ দেশে মানুষ নাই
অলিতে গলিতে আমি
ধর্ষিতাদের পাই
এ দেশে মানুষ নাই।

এ দেশে মানুষ নাই
চার বছরের কন্যা শিশু
ধর্ষিত হয় তবু
বিচার! বিচার! করে তারা
বিচার পায় না কভু।

এ দেশে মানুষ তো নাই
আমিও থাকবো না ভাই

ধর্ষিত হয় তনুর মতোই
হাজার হাজার মেয়ে
তবু তারা পায় না বিচার
হাই কোর্টেতে যেয়ে।

থাকবো না আর পশুর দেশে
আমিও হবো অসুর শেষে।

চার সন্তানের মাতা সে যে
সুবর্ণচরে বাড়ি
সুশীল সমাজ তার কথা কি
ভুলতে কভু পারি?

তার ধর্ষকের হয়নি বিচার
পায়নি তো সে সাজা
চুনোপুঁটি রুহুল আমীন
এখন গায়ের রাজা।

তাদের বিচার হয় না কভু
কেমনে আমি থাকি তবু?

শিক্ষক নামের ধর্ষক যারা
এই সমাজে আছে
‘ধর্ষণ’ নামক অধ্যায় হবে
বিদ্যা দেবীর কাছে।

থাকতে আমি চাই না দেশে
ঘুরবো আমি পথিক বেশে।

এ দেশেতে বিচার কভু
পাবে না আর রাফি
ধর্ষণের পর ধর্ষণ তবু
ছাড় পেয়ে যায় পাপী।

এমন একটা সমাজ চাই
যে সমাজে ধর্ষক নাই।

এ দেশ আমার নয় | ধর্ষণের বিরুদ্ধে কবিতা | নুসরাত
নুসরাত

এ দেশ আমার নয় ( ধর্ষণের কবিতা )

মূলত এ দেশ আমার নয় কবিতাটি সমসাময়িক ধর্ষণের ঘটনার উপর ভিত্তি করে লেখা। মূূূলত কবি প্রতিবাদস্বরূপ ধর্ষণের বিরুদ্ধে কবিতাটি লিখেছেন। তাই এটিকে ধর্ষণের কবিতা বলা হয়েছে। এদেশে চার বছরের শিশু থেকে শুরু করে চার সন্তানের মাতারাও ধর্ষণের শিকার হয়েছে নরপশুদের হাতে।

আরো পড়ুনঃ ধর্ষিতা নারী কবিতা | মোঃ আরিফ হোসেন

কিছুসংখ্যক যুক্তিবাদীরা মনে করে ধর্ষণের জন্য পোশাক দায়ী। তাদের যুক্তিতে টনক নড়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেয়ে তনু ধর্ষণ হওয়ার ঘটনা দেখে।

অপরদিকে, নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণ হয় চার সন্তানের জননী। এখানেও বয়সের দোষ দিয়ে যুক্তিবাদীরা পার পায়নি।

অনেকে মনে করে ধর্ষণের জন্য অশিক্ষা দায়ী। যেখানে, স্কুল কলেজ বা মাদ্রাসার শিক্ষক ধর্ষণ করে সেখানে এই বিশ্বাস দুমড়ে মুচড়ে যায়। বিশ্বাস উঠে যায় মানবতা থেকে।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে নির্মভাবে শারিরীক ও মানসিক নির্যাতন করা হয়। এর প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ হয়েছে।

সারাদেশে শিশু, নারী সহ কেউই পিচাশদের হাত থেকে রক্ষা পাচ্ছেনা। এমন পরিস্থিতি কবি মোঃ আরিফ হোসেন জাগ্রত হয়ে ধর্ষণের বিরুদ্ধে কবিতাটি লিখেছেন।

তাইতো কবি মোঃ আরিফ হোসেনের মনে প্রশ্ন জাগে, এ দেশ তো ভালো মানুষের জন্য না। তবে আমি আছি কেনো? সুশীল সমাজ আছে কেনো? হয়তো এই প্রশ্ন গুলোর উত্তর হবে না।

প্রতিদিন নতুন নতুন কিছু জানতে ট্রিক ব্লগ বিডিতে ভিজিট করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top