কবিতা প্রথম দেখা
কবিঃ সোলায়মান মাহমুদ
তোমায় প্রথম দেখে
উপভোগ্য দু-চোখে
ভিন্ন গোলাপ,
তোমার মুক্তা ঝরা মুখে
দু-চোখে চোখ রেখে
অন্য আলাপ।
হে ঔজ্জ্বল্য নক্ষত্র চাঁদ
দাও স্নিগ্ধ লাজুক সংবাদ
এইতো অনুরোধ,
তোমার রংধনু থেকে
রাঙাতে আমাকে
নাইতো বিরোধ।
তোমার ডাগর ডাগর দৃষ্টি
মনি মুক্তার বৃষ্টি
ঝারাও নৈশালাপে
তোমার মায়াবী চাদরে
গাঁথিয়ো আমারে
চন্দ্র তাপে।
………………………………………………
“প্রথম দেখা” কবিতার বিস্তারিত
“প্রথম দেখা” কবিতাটি কবি ১/১/২০১৮ ইং তারিখে কোন এক হলুদ সন্ধ্যায় রচনা করেন। কবি একদিন তার ছোট বেলার কোন এক বন্ধুর হলুদ সন্ধ্যার অনুষ্ঠানে গেলে ছোট বেলার অন্য এক বন্ধু মাহমুদা রহমান এ্যানিকে নতুন রূপে দেখেই তার প্রেমে পড়ে যায়।
কবি তার প্রিয়ার চেহারা এত মায়াবী অবস্থায় দেখে যে, একটি পূর্ণ গোলাপ। কবি যখন তার চোখে চোখ রেখে কথা বলে কবি তখন দেখতে পায় যেন তার চেহারা ও কথার গভীরতা এমন যে, মণিমুক্তা বেয়ো পড়ছে।
কবি তার প্রিয়াকে বলে এটা কোন মানুষের চেহারা নয় যেন ঔজ্জ্বল্য একটি চাঁদ আর কবি তার কাছ থেকে একটি লাজুক সংবাদ অনুরোধ করে। তারপরে কবি বলে হে প্রিয়া! তোমার কথা ও স্থান পরিবর্তনে তোমার চেহারা ৭ রঙে পরিবর্তেনের ছোঁয়া আমাকে দিতে কোন নিষেধ আছে?
আর কবি যখন প্রিয়ার চোখের দিকে তাকায় তখন যেন প্রিয়ার চোখ থেকে মণি-মু্ক্তার বৃষ্টি ঝরছে।কবি তাকে নৈশালাপের আমন্ত্রণ জানায়।
অবশেষে কবি প্রিয়াকে বলে রাত্রি বেলায় তোমার চেহারার আলোয়ে আমাকে ঢেকে নিয়ো।এই বলে কবি বিদায় নেয়……………..।