কবিতাঃ প্রেম অনুরোধ
কবিঃ সোলায়মান মাহমুদ
হে লাবণ্য
তোমার জন্য
কবির বর্ণ
করিয়ো’গো বরেণ্য
কবির কাব্য ভাষা।
হে লাবণ্য
তোমার জন্য
হলাম চূর্ণ
করিয়ো’গো পূর্ণ
কবির মনের আশা।
হে লাবণ্য
তোমার জন্য
স্বপ্ন অন্য
করিয়ো’গো ধন্য
কবির ভালোবাসা।
———————-
প্রেম অনুরোধ কবিতার বিস্তারিত
“প্রেম অনুরোধ” কবিতাটি কবি সোলায়মান মাহমুদের জীবনের প্রথম কবিতা। এই কবিতার জন্য অনলাইনে একাধিক সাহিত্য গ্রুপ থেকে কবিকে সম্মাননা দেওয়া হয়।
কবিতাটি কবি ২৬/১২/২০১৭ তারিখে অনলাইনে প্রচার করেন। মূলত কবি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে “ফাতেমা ডিপার্টমেন্টে” বই পোকা একটি মেয়ের সাথে চা আড্ডায় বসে কবিতাটি লিখেছেন।
কবি কিছু বর্ণ কাব্য রূপ করে একান্ত ভাবে ঐ মেয়েটিকেই প্রেমে অনুরোধ জানান। আর কবি মেয়েটিকে দেখে চূর্ণ-বিচূর্ণ হয়ে কবির মনের আশা পূর্ণের অনুরোধ জানায়।
তারপর কবি তার জন্য ভিন্ন স্বপ্ন স্বাদকে ধন্য করে তার ভালোবাসাকে পূর্ণ করার জন্য অনুরোধ জানায়….।