বাংলা কবিতা প্রেম দ্রোহে -সোলায়মান মাহমুদ

কবিতাঃ প্রেম দ্রোহে
কবিঃ সোলায়মান মাহমুদ

কতনা! রাত জেগেছি আমি
তোমায় হীন,
প্রিয়ো,সঙ্গীনী’গো কোথায় ছিলে
এতটা দিন।

প্রেম দ্রোহে, সোলায়মান মাহমুদ
প্রেম দ্রোহে, সোলায়মান মাহমুদ

কেন যে তুমি আসোনি হায়
শত বছর আগে,
কলিজা পুড়ে গন্ধ ছুড়ে
সেই’তো অনুরাগে।

তোমার আশা তোমার নেশা
আমার মন জুড়ে,
তোমায় যদি হারিয়ে পেলি
উড়াল দিব দূরে।

আসবো না’তো কান্না ভুলে
একটু হাসি দিতে,
যাবার বেলা আসবো না’গো
শেষ বিদায় নিতে।

এ পাড়ে তুমি ভালো থাকিও
আমিও ভালো আছি,
তোমার ভালো থাকায় আমি
ভালো হয়েই বাঁচি।

তোমার যদি কান্না আসে
শুধু আমায় ঘিরে,
ভেবো আমিও কাঁদতে আছি
হারানো ঐ নীড়ে। ………………………………………………

“প্রেম দ্রোহে” কবিতার বিস্তারিত

………………………………………………
প্রেম দ্রোহে কবিতাটি কবি সোলায়মান মাহমুদ ৭/৮/২০১৮ ইং তার ফেসবুক টমলাইনে প্রকাশ করেছেন।

কবিতাটি ৪/৮/২০১৮ ইং তার প্রিয়া”মাহমুদা রহমান এ্যানি”র সাথে পূর্ণিমা শশীর পূর্ণতায় নৈশালাপে লেখেছেন।

কবিতাটি মাত্রাবৃত্ত ৫+৫+৫+২মাত্রায় লেখা।
কবি তার প্রিয়াকে এতদিন কাছে না পাওয়া আফসোস করেন। কবি বলেন তোমায় পাওয়ার সাধনায় আমার আশা নিরাশার পরিশেষে কলিজা পুড়ে গন্ধ আসতেছে।

যেহেতু তোমায় পেয়েছি তাই আর যদি কোন দিন হারিয়ে পেলি তাহলে আমি আর এ ভুবনে আসবো না।তোমার হাসি দেখে হাসবো না আর তোমার কান্নার দিনেও আসবো না তোমার বিরহ মুছাতে।

হয়তো’বা! শেষ বিদায়ও নিব না। এরপর কবি বলে আমি যেহুতো তুমিই! যখন তুমি ভালো থাকবে ভাবিও আমিও ভালো আছি। তুমি ভালো থাকলে আমি ভালো হয়েই বাঁচি।

এরপর কবি বিদায় বেলায় বলেন কখনও যদি আমায় ঘিরে তোমার কান্না আসে ভাবিও হারানো সে নিড়ে আমিও কাঁদতে আছি….।

আরো কবিতা পড়ুন…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top