অন্ধকারে আয়না বেচি
মোঃ আরিফ হোসেন
আমি অন্ধকারে আয়না বেচি
অন্ধদের এক দেশে
সারাদেশে ঘুরি আমি
আউল বাউল বেশে।
সে দেশের এক অন্ধ রাজা
বন্দি থাকে ঘরে
তার রাজ্যে তো খুদার জ্বালায়
অনেক প্রজা মরে।
কেউ দেখে না কেউ শুনে না
কার ধানে দেয় মই
কার মাথায় কে কড়াই রেখে
ভাজতে পারে খই।
আমলারা সব চুরি করে
বাগায় নিজের ভূরি
বড় পদের নেতারাও সব
করে বেড়ায় চুরি।
এমন দেশে আয়না বেচি
নেয় না কেহ ভুলে
কারণ তারা অন্ধ সবাই
চায় না চোখটি খুলে।
চাল চুরি নিয়ে কবিতা
বাংলা কবিতা অন্ধকারে আয়না বেচি। কবি মোঃ আরিফ হোসেন। বর্তমানে অসহায় মানুষের ত্রাণের চাল চুরি নিয়ে অসাধারণ কবিতা। যারা ত্রাণের চাল চুরি করে তারা ধর্মের কথা শুনেনা। শত নীতি কথায়ও তারা গরীবের হক মেরে খায়। তাদের চোখ অন্ধ। আয়না দেখালেও তারা কিছুই দেখেনা।