নারীর চোখ নিয়ে লেখা কবিতা “সুনয়না”। চোখ নিয়ে কবিতা বাংলা সাহিত্যে অনেক আছে। এটিও তন্মধ্যে একটি। এমন কাব্য পড়লে আশা করি ভালো লাগবে।
★সুনয়না
মোঃ আরিফ হোসেন
মায়ায় ভরা চোখ দুটো তোর
দেখলে পড়ি প্রেমে
হাত ছেড়ো না, সুনয়না
প্রেম রবে মোর থেমে।
কাজল কালো চোখ দুটো তোর
পদ্ম ফুলের মতো
প্রেম নদীতে সাঁতার কাটি
দেখি তোমায় যতো।
সুনয়না, তোমায় ভাবি
সকাল দুপুর সাঁঝে
চোখ দুটো তোর ফুটে উঠে
আমার মনের মাঝে।
যেমন দেহের গড়ন তোমার
তেমন সুন্দর আঁখি
দোহাই লাগে সুনয়না
আর দিওনা ফাঁকি।
আরো কবিতা পড়ুন..….…
- ধর্ষিতা নারী কবিতা | মোঃ আরিফ হোসেনধর্ষিতা নারী কবিতামো: আরিফ হোসেন ছোটকালে মুষ্টহাতে করছি মোরা পণগর্জে যেন কণ্ঠ মোদের, বিবেকের দর্শন।আজকে বিবেক… Read more: ধর্ষিতা নারী কবিতা | মোঃ আরিফ হোসেন
- এ সময়ের ইশতেহার “অসুস্থ পৃথিবী” | মোঃ আরিফ হোসেনএ সময়ের ইশতেহার★অসুস্থ পৃথিবীমো: আরিফ হোসেন ওহে পথিকএকটু দাঁড়াও!পৃথিবী কি সুস্থ আছে?গাছের ডালের পাখিরা!ওরাও কি ডুমুরের… Read more: এ সময়ের ইশতেহার “অসুস্থ পৃথিবী” | মোঃ আরিফ হোসেন
- লকডাউনের কবিতা “কেমন আছি?” | কাজি আমিনুল ইসলামলকডাউনের কবিতা – কেমন আছি?কবি- কাজি আমিনুল ইসলাম আমি ভাবছি কেমন আছি?দিন তো যাচ্ছে চলে।কবে আবার… Read more: লকডাউনের কবিতা “কেমন আছি?” | কাজি আমিনুল ইসলাম
- চাল চুরি নিয়ে কবিতা “অন্ধকারে আয়না বেচি”অন্ধকারে আয়না বেচিমোঃ আরিফ হোসেন আমি অন্ধকারে আয়না বেচিঅন্ধদের এক দেশেসারাদেশে ঘুরি আমিআউল বাউল বেশে। সে… Read more: চাল চুরি নিয়ে কবিতা “অন্ধকারে আয়না বেচি”
- করোনায় নয় ভয় | উৎসাহমূলক কবিতা | কাজী আমিনুল ইসলামকবিতাঃ করোনায় নয় ভয়কবিঃ কাজী আমিনুল ইসলাম ভাইরাস করোনা, ভয় তো আর করি নাহাঁচি-কাশি শিষ্টাচার, মেনে… Read more: করোনায় নয় ভয় | উৎসাহমূলক কবিতা | কাজী আমিনুল ইসলাম
নারীর চোখ নিয়ে কবিতা “সুনয়না”
চোখ নিয়ে কবিতা বাংলা সাহিত্যে কম নয়। বেশির ভাগ কবিতাই মন ছুঁয়ে যাওয়ার মতো। “সুনয়না” নামক কবিতাটি মোঃ আরিফ হোসেনের তেমনই একটি নারীর চোখ নিয়ে লেখা কবিতা।
এটি পড়লে আশা করি ভালো লাগবে। আমরা কবিকে অনুরোধ করেছিলাম নারীর চোখ নিয়ে একটি কবিতা লিখে দেওয়া জন্য। কবি ব্যস্ততার মাঝেও আমাদের ডাকাএ সাড়া দিয়েছেন।
তার দৈনন্দিন কাজ শেষে, তিনি আমাদের জন্য এই সুন্দর কবিতাটি উপহার দিয়েছেন। আমরা “ট্রিক ব্লগ বিডি”র পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আমাদের কবিতা সমগ্র পড়তে এখানে ক্লিক করুন
কবিতাটির বিস্তারিত
কবি এখানে বলেন, তার প্রেমিকার চোখ দুটো মায়ায় ভরা। তিনি সে আঁখি জোড়া দেখলেই প্রেমে পড়ে যান। কিন্তু প্রেমিকাকে তার হাত ছাড়তে নিষেধ করেন। কারণ, কবি মনে করেন তখন তার প্রেম থেমে যায়।
এছাড়াও কবি তার জীবন সঙ্গিনীর সুন্দর চোখ নিয়ে নানা উপমা দেন। তিনি বলেন, তার চোখ দুটো পদ্ম ফুলের মতোই সুন্দর।
তিনি তার প্রিয়াকে সকাল, দুপুর ও সাঁঝে মনে করেন। যেমন তার দেহের গড়ন তেমনই তার সুন্দর আখি। তার প্রিয়ার কাছে একটি মাত্রই অনুরোধ। আর তা হলো, প্রিয়া যাতে কখনো তাকে ফাঁকি না দেয়।
আশা করি, কবিতাটি ভালো লেগেছে। এমনই সুন্দর সুন্দর কাব্য ও গল্প পড়তে “ট্রিক ব্লগ বিডির” সাথেই থাকুন।