ধর্ষিতা নারী কবিতা | মোঃ আরিফ হোসেন

ধর্ষিতা নারী কবিতা
মো: আরিফ হোসেন

ছোটকালে মুষ্টহাতে করছি মোরা পণ
গর্জে যেন কণ্ঠ মোদের, বিবেকের দর্শন।
আজকে বিবেক আস্তাকুঁড়ে, গর্জে না তো মন
‘কবি তখন নীরব সাজে, ন্যায়-অন্যায়ের ক্ষণ।

ধর্ষিত হয় এই বাংলাতে কত শত নারী
বিবেক দিয়ে কেমন করে গুনতে মোরা পারি?
মসজিদের ওই ইমাম সেজে ধর্ষণ যখন করে
কেমন করে ও মুসল্লী, লুকিয়ে থাকো ঘরে?
তখন কেন কও না কথা, রও কেনো সব সয়ে
গর্জে কেন উঠো না আর, নীরব কিসের ভয়ে?

মন্দিরে হোক গীর্জাতে হোক সব খানেতে নেশা
ধর্ষণ এখন হয়ে গেছে ধর্ষণকারীর পেশা।

ধর্ষিতারা পায় না বিচার ন্যায় অন্যায়ের ভীড়ে
এই সুযোগে ধর্ষণকারী আসে আবার ফিরে।
বুক চিতিয়ে চলছে তারা করছে নাতো ডর
কান্দে নারী মুখ লুকিয়ে দিবস-রাতি ভর।

এই সমাজে কিসের আশে বাঁচতে ‘মানুষ’ চায়?
অমানুষের ভীড়ে ‘মানুষ’ বাঁচতে কি কেউ পায়?
ভাইয়ের কাঁধে বোনের লাশ কেমন করে সহে
হঠাৎ করেই বিবেক মোদের আসছে কেন ক্ষয়ে?
ধর্ষিতা মেয়ের বিচার নিয়ে কাঠগড়ায় যায় বাবা
হায়নাতে আজ ভরছে যে দেশ তুলছে বিষম থাবা।
আইনের চোখে কাপড় বাঁধা দেখে না সে কিছু
তাই তো দেশে ধর্ষিত হয় তিন বছরের শিশু।

বিচার নিয়ে দাবি করে এমন ক’জন আছে?
লজ্জা নামক আশীবিষে বলো ক’জন বাঁচে?
কেউবা মরে ধর্ষণকারীর পাশবিক নির্যাতনে
কেউবা মরে লজ্জা নিয়ে, ছোট ঘরের কোণে।

ন্যায়ের পিছে ছুটছে কেহ, পেতে পাপীর সাজা
আইন কোথায়? খুঁজছে সেদেশ, নীরব দেশের রাজা।

ধর্ষিতা নারী কবিতা – বিস্তারিত

মানবতার চরম অবক্ষয় সারাদেশ জুড়ে। অলিতে গলিতে উপসনালয়ে কোথাও নিরাপদ নয় নারী ও শিশু।মানবতার আজ আস্তাবলে। তাইতো কবি আজ জাগ্রত।

ধর্ষিতা নারী কবিতা | চবিঃ কালের কন্ঠ
ধর্ষণ
ছবিঃ কালের কন্ঠ

মোঃ আরিফ হোসেন রচিত কবিতা “ধর্ষিতা নারী“। এই কবিতায় কবি মানবতার চরম অবক্ষয়ের দিক তুলে ধরেছেন। সবাইকে সচেতন হওয়ার বার্তা দিয়েছেন।

অন্যায়কারী যেই হোক তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। ধর্ষকের স্থান এই বাংলার মাটি নয়। এটা আবারো প্রমাণ করার সময় হয়েছে।

আরো পড়ুনঃ ধর্ষণের বিরুদ্ধে কবিতা “এ দেশ আমার নয়”

ধর্ষিতা নারী কবিতা টি মানবতার জাগরণে সবাইকে উদ্ভুদ্ধ করবে এটাই আমরা বিশ্বাস করি। আর কোনো মেয়ের জন্য বিচার চেয়ে বাবাকে আদালতে যেতে হবে। এটা আমরা বিশ্বাস করি।

কোনো শিশু এর ধর্ষণের স্বীকার হয়ে আত্মহত্যা করবেনা। এটা আমরা বিশ্বাস করি। সোনার বাংলা হয়ে উঠবে সত্যিকারের সোনার বাংলা।

2 thoughts on “ধর্ষিতা নারী কবিতা | মোঃ আরিফ হোসেন”

  1. ধর্ষন বর্তমানে এক সামাজিক ব্যাধিতে পরিনত হয়েছে। এ থেকে পরিত্রান পাওয়ার জন্য বাংলাদেশ সরকার মৃত্যুদন্ড আইন করেছে। দেশবাসীর কাছে আমার প্রশ্ন আপনার কি মনে হয় ধর্ষিতা ন্যায় বিচার পাবে ?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top