★নৌকাটা দুলছিল
মোঃ আরিফ হোসেন
নৌকাটা দুলছিল
নদীর জলে টালমাটালে
ভেসে যাওয়া ফুল ছিল
সোনার তরী তাই তো জলে
জোরে জোরে দুলছিল।
ঢেউয়ের তালে হাওয়া ছিলো
পাল হারাবার ভয় ছিলো
ফুল পাবার লোভে তখন
চোখের নেশায় জয় ছিল।
ছইয়ের উপর শকুন ছিলো
হাঙ্গরের ডর ছিলো
নৌকা তখন ডুবু ডুবু
অনেকখানি ভর ছিলো।
দক্ষ নাবিক জোয়ান বলে
গায়ে হাজার দম ছিলো
হারার ভয়ে চুপসে যাওয়ার
ভয়টা তখন কম ছিলো।
ঢেউয়ের তালে নৌকা চলে
ফুলটা পেলো শেষে
মাঝি তখন হাল ধরেছে
মুচকি মুচকি হেসে।
হঠাৎ করেই শকুন গুলো
ধরলো তাকে ঘিরে
ঠোকর দিলো সারা গায়ে
নখ দিয়ে দেয় চিঁড়ে।
মরলো মাঝি বাঁচল তরী
শকুন গেলো চলে
নৌকা এখন স্বাধীন ভাবে
চলছে নদীর জলে।
আরো পড়ুন…….
- ধর্ষিতা নারী কবিতা | মোঃ আরিফ হোসেন
- এ সময়ের ইশতেহার “অসুস্থ পৃথিবী” | মোঃ আরিফ হোসেন
- লকডাউনের কবিতা “কেমন আছি?” | কাজি আমিনুল ইসলাম
- চাল চুরি নিয়ে কবিতা “অন্ধকারে আয়না বেচি”
- করোনায় নয় ভয় | উৎসাহমূলক কবিতা | কাজী আমিনুল ইসলাম
নৌকাটা দুলছিল কবিতার বিস্তারিত
নৌকাটা ⛵ দুলছিল কবিতাটি লিখেছেন কবি মোঃ আরিফ হোসেন। তিনি এই কবিতায় আমাদের যুদ্ধ ও স্বাধীনতাকে বুঝিয়েছেন।
তিনি ফুলের সাথে স্বাধীনতার তুলনা করেছেন। আর মাঝি হিসেবে বুঝিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
শেখ মুজিবুর রহমান বাংলাদেশের 🇧🇩 স্বাধীনতার জন্য জীবন বাজি রেখেছিলেন। তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন।
তার ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধ পরিচালনা হয়। কিন্তু তাকে এই স্বাধীন বাংলায় কিছু বিপথগামী সেনা সদস্য স্বপরিবারে হত্যা করেন।
বঙ্গবন্ধু নেই, নেই আমাদের শহীদ সেনারা। কিন্তু তারা নিজেদের জীবন দিয়ে আমাদের দিয়ে গেছেন স্বাধীন বাংলা।
দারুণ
কমেন্ট করার জন্য ধন্যবাদ