কবিতা “বাংলার গর্ব”
মোঃ হাবিবুর রহমানের প্রথম কবিতা বাংলার গর্ব। বাংলার গর্ব একটা ম্যাগাজিনে প্রকাশিত হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাগাজিন বন্ধ হয়ে যাওয়ায় আর প্রকাশিত হয়নি।
তিনি তার ফেসবুকে এটা শেয়ার করেছিলেন। কিন্তু কোন ব্লগে এটাই প্রথম। আপনারা সবাই কবিতাটি পড়ে কমেন্ট করে জানাবেন।
কবিতাটি মূলত ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। কবিতাটি ২০১৩ সালে রচিত হয়েছে। আমাদের ভাষা আন্দোলন একটি গৌরবময় ইতিহাস।
যা অন্য কোন দেশে বিরল ঘটনা। তাই ভাষা আন্দোলনের গৌরব শুধু বাঙ্গালীদেরই জন্য। ইতিহাসে রফিক,শফিক,বরকত সহ সকল ভাষাসৈনিকরা অমর হয়ে থাকবে চিরদিন।
বাংলার গর্ব
মোঃ হাবিবুর রহমান
ভাষা আমার বাংলা ভাষা
তোমার তরে কত কথা।
তোমার তরে প্রাণ দিয়েছে
রফিক,শফিক,বরকতেরা।
ধন্য তুমি বাংলা ভাষা
২১ শুধু তোমার জন্য।
যা আমার বাংলার গর্ব।
মনোমুগ্ধকর