বিকাশ একাউন্ট এখন প্রায় সকল মানুষেরই আছে। বেশিরভাগ লোকই বিকাশ একাউন্ট ব্যালেন্স চেক করতে পারেন। কিন্তু কেউ কেউ এখনো বিকাশে টাকা দেখার নিয়ম জানেন না। তাই তাদের জন্য আজকে আমরা বিকাশ ব্যালেন্স চেক করার নিয়ম কানুন নিয়ে বিস্তারিত লিখছি।
আজকের এই পোস্ট সম্পূর্ণ পড়লে আপনি বিকাশে *247# ডায়াল করে ও বিকাশ অ্যাপ দিয়ে আপনার একাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন। যাদের এখনো বিকাশ একাউন্ট নেই তারা বিকাশ একাউন্ট খোলার নিয়ম কানুন জেন নিন। তো চলুন শুরু করা যাক।
বিকাশ ব্যালেন্স চেক
বিকাশ ব্যালেন্স চেক বা বিকাশে টাকা দেখা খুবই সহজ। ২টি উপায়ে আপনি বিকাশের ব্যালেন্স দেখতে পারবেন। তা হলোঃ-
- *247# ডায়াল করে
- বিকাশ অ্যাপের মাধ্যমে
নিচে ২টি পদ্ধতিতেই ব্যালেন্স চেক করার নিয়ম কানুন তুলে ধরা হলো।
*247# ডায়াল করে ব্যালেন্স চেক
বিকাশ ব্যালেন্স চেক কোড 247# ডায়াল করে ব্যালেন্স চেক করা খুবই সহজ। এক্ষেত্রে নিচের নিয়মটি ফলো করুন।
- প্রথমে *247# ডায়াল করুন।
- এরপর My bKash এর জন্য 8 লিখে send করুন।
- Balance check এর জন্য 1 লিখে Send করুন।
- আপনার বিকাশ পিন লিখে Send করুন।
- আপনার স্ক্রিনে বিকাশ ব্যালেন্স দেখতে পাবেন।
অ্যাপের মাধ্যমে বিকাশের টাকা দেখার নিয়ম
অ্যাপ আসার পর থেকে বিকাশের সকল কাজ এখন খুবই সহজ হয়ে গেছে। একইসাথে বিকাশের ব্যালেন্স চেক করাও এখন খুব সহজ। এজন্য নিচের নিয়মটি ফলো করুন।
- প্রথমে বিকাশ অ্যাপ চালু করুন।
- বিকাশের পিন কোড দিয়ে লগিন করুন।
- “ব্যালেন্স দেখুন” বা “check balance” বাটনে ক্লিক করুন।
- আপনার বিকাশ একাউন্টের টাকার পরিমাণ দেখতে পাবেন।
শেষ কথা
বিকাশে টাকা দেখার নিয়ম কানুন সম্পর্কে আপনাদের জানালাম। আশা করি, এবার থেকে আপনারা বিকাশ একাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন। ট্রিক ব্লগ বিডির সাথেই থাকুন।