বেফাক পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম কানুন ২০২৪

আসসালামু আলাইকুম! সু-প্রিয় পাঠকবৃন্দ, আজকে আপনাদেরকে জানাবো কওমি মাদরাসার সর্ববৃহৎ ও জনপ্রিয় শিক্ষা বোর্ড বেফাক পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম কানুন ২০২৪।

এই আর্টিকেলে আমরা বেফাক পরীক্ষার ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ফলাফল জানার নিয়ম কানুন সম্পর্কে আলোচনা করবো। অন্যান্য পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে আগেই আলোচনা করা করা হয়েছে। চলুন, একে একে সকল উপায় জেনে নেওয়া যাক।

ব্যক্তিগত ফলাফল

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ২০১০ থেকে সর্বশেষ প্রকাশিত যে কোন ফলাফল দেখতে প্রথমে নিচে দেওয়া বেফাক পরীক্ষার রেজাল্টের ওয়েবসাইটে যেতে হবে।

বেফাক পরীক্ষার রেজাল্ট দেখার ওয়েবসাইট

wifaqresult.com

বেফাক পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম (ব্যক্তিগত ফলাফল)
ব্যক্তিগত ফলাফল

সাইট লিংকে ক্লিক করার পরপরই আপনাকে বেফাক রেজাল্টের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনার বেফাক রেজাল্ট বের করার জন্য কিছু তথ্য দিতে হবে। নিচের নির্দেশনা অনুযায়ী সেগুলো সম্পন্ন করুন।

পরীক্ষার সনঃ প্রথমে পরীক্ষার্থীর পরীক্ষার সন (ইংরেজি) সিলেক্ট করুন। অর্থাৎ যেই সালে পরীক্ষা দিয়েছেন সেই সালটি সিলেক্ট করুন।

মারহালাঃ এই ঘরে পরীক্ষার্থীর মারহালা তথা শ্রেণী/বিভাগ সিলেক্ট করতে হবে।

রোলঃ ৩য় ঘরে পরীক্ষার্থীর রোল নম্বরটি (প্রবেশপত্র অনুযায়ী) লিখতে হবে।

দাখিল করুনঃ সব ঘর সঠিকভাবে পূরণ করা শেষ হলে “দাখিল করুন” লেখায় ক্লিক করুন। সবকিছু ঠিক থাকলে পরবর্তী পেজে পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন।

এসএমএস এর মাধ্যমে বেফাক রেজাল্ট দেখার নিয়ম

মোবাইলে sms এর মাধ্যমেও বেফাক পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। এজন্য নিচে দেওয়া নির্দেশনা অনুসরণ করুন।

BEFAQ <space> মারহালার প্রথম অক্ষর <space> রোল নম্বর এবং সেন্ড করুন 9933 নম্বরে (যে কোন অপারেটর থেকে)

উদাহরণঃ BEFAQ T 23657 — Send 9933

প্রত্যেক মারহালার প্রথম অক্ষর

  • তাকমিল (Takmil) – T
  • ফজিলত (Fazilat) – F
  • সানাবিয়া উলইয়া (Sanabia) – S
  • মুতাওয়াসসিতাহ (Mutawassitah) – M
  • ইবতিদাইয়্যাহ (Ibtidaiyah) – I
  • হিফযুল কুরআন (Hifzul Quran) – H
  • ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত (Qira) – Q

মাদরাসাওয়ারী ফলাফল

মাদরাসাওয়ারী বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ থেকে প্রকাশিত ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

মাদরাসাওয়ারী ফলাফল
মাদরাসাওয়ারী বেফাক ফলাফল

উপরের লিংকে ক্লিক করার পর আপনি প্রাতিষ্ঠানিক ফলাফল দেখার পেজে চলে যাবেন। সেখানেও তিনটি খালিঘর দেখতে পাবেন। সেই তিনটি বক্স পূরণ করতে হবে।

পরীক্ষার সনঃ প্রথমে যেই বছরের ফলাফল দেখতে চান সেই পরীক্ষার সন (ইংরেজি) সিলেক্ট করুন।

মারহালাঃ এই ঘরে পরীক্ষার্থীদেমা রহালা তথা শ্রেণী/বিভাগ সিলেক্ট করুন।

ইলহাকঃ সর্বশেষ ও ৩য় ঘরে মাদরাসার ইলহাক নাম্বার দিতে হবে।

দাখিল করুনঃ সব ঘর সঠিকভাবে পূরণ করা শেষ হলে “দাখিল করুন” লেখায় ক্লিক করুন। সবকিছু ঠিক থাকলে পরবর্তী পেজে মাদ্রাসার পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন।

বিঃদ্রঃ] মাদরাসার ইলহাক দেয়ার সময় ”ম” এর পরিবর্তে ইংরেজীতে “g” ব্যবহার করতে হবে যেমনঃ ম-১/৩০০ এর পরিবর্তে g-1/300

ভিডিও সৌজন্যেঃ Kafia Tv

মেধা তালিকা রেজাল্ট

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ থেকে প্রকাশিত মেধা তালিকা দেখতে এখানে ক্লিক করুন

কওমী মাদরাসা শিক্ষার পর্যায় ও মারহালা (স্তর) সমূহের বিবরণ

  • ১ম স্তরঃ  আল-মারহালাতুল ইবতিদাইয়্যাহ। তথাঃ- সরকারী প্রাইমারী ও ইবতিদাইয়্যার সমমান।
  • ২য় স্তরঃ  আল মারহালাতুল মুতাওয়াসসিতাহ। মা ধ্যমিক সমমান৷
  • ৩য় স্তরঃ আল-মারহালাতুস সানাবিয়্যাহ আল আম্মাহ। তথাাঃ– মাধ্যমিক স্তর ও দাখিল সমমান।
  • ৪থ স্তরঃ– আল-মারহালাতুস সানাবিয়াহ আল উল্ইয়া৷ তথাঃ- উচ্চ মাধ্যমিক ও আলিম সমমান।
  • ৫ম স্তরঃ– আল-মারহালাতুল ফযীলাত। তথাঃ- স্নাতক ডিগ্রী ও ফাযিল সমমান।
  • ৬ষ্ঠ স্তরঃ– আল-মারহালাতুত তাকমীল (দাওরায়ে হাদীস) মাষ্টার্স ডিগ্রী ও কামেল সমমান।

বিঃদ্রঃ] বেফাক পরিচালকরা এইটাকে দুইভাগ করে। ১/ ফরজে আইন তথা বাধ্যতামূলক শিক্ষা। ২/ ফরজে কেফায়া তথা উচ্চতর শিক্ষা। তাদের মত অনুযায়ী প্রথম তিন স্তর পড়া ওয়াজিব। বাকিতিন স্তর গুলো ফরজে কেফায়া।

বেফাক রেজাল্টের পাস-ফেল বিধি

বেফাক পরিক্ষায় সাধারণত গর/গড় ৩৩ নাম্বার হলে পাস ধরা হয়। ৩৩ এর নিচে নাম্বার হলে ফেল ধরা হয়। তবে, বিশেষ বিষয় (মেইয়ারী বিষয় গুলোতে) অবশ্যই পাস করতে হবে। একটির বেশি মেইয়ারী বিষয় বা গর দুটি মেইয়ারী বিষয় ফেল করলে উক্ত পরীক্ষার্থীকে ফেল ধরা হবে। ইবতেদায়ী ও তাকমিল পরিক্ষার্থীদেরকে ক্বুরআন তেলোয়াতে অবশ্যই পাস করতে হবে।

প্রতিটি মারহালার মি’ইয়ারী কিতাবসমূহ

মারহালাতুত তাকমীল : 

  1. বুখারী শরীফ ১ম
  2. মুসলিম শরীফ ১ম
  3. তিরমিযি শরীফ ১ম খ-,
  4. আবূ দাউদ শরীফ (কামিল),

মারহালাতুল ফযীলত : 

  1. মিশকাত শরীফ ১ম খ-,
  2. তফসীরে বায়যাবী,
  3. শরহে আকাঈদে নাসাফী।
  4. ফিরাকে বাতেলা।

আল মারহালাতুস সানাবিয়াতুল ’উলইয়া

  1. মুখতাসারুল মা’য়ানী (১ম অংশ),
  2. নূরুল আনওয়ার (কিতাবুল্লাহ)
  3. মাকামাত।

আল মারহালাতুল মুতাওয়াসসিতাহ : 

  1. নাহভে মীর,
  2. পাঞ্জেগাঞ্জ/’ইলমুস সরফ
  3. রওযাতুল আদব।

আল মারহালাতুল ইবতিদাইয়্যাহ :

  1. নাযিরা,
  2. বাংলা,
  3. অংক,
  4. উর্দূ

মারহালাতু তাহফীযিল কুরআন : 

  1. তিলাওয়াত (ইয়াদ)
  2. তাজবীদ।

মারহালাতু ’ইলমিত তাজবীদ ওয়াল কিরাআত

  1. তারতীল
  2. হদর।

এই আর্টিকেলে আমরা সম্পূর্ণভাবে বেফাক পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম কানুন ব্যাখ্যা করেছি। কারো কোনো প্রকার প্রশ্ন বা মন্তব্য থাকলে নিচে কমেন্ট করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top