কবিতা- সরল
কবি- মোঃ আরিফ হোসেন
‘সরল’ ভেবে মন দিয়েছি
পাড়াত বোন জরিনাকে
মনটা পেয়ে খেললো পাশা
দিলো আমায় দড়ি নাকে।
সেদিন থেকে ‘সরল’ কিছু
‘সরল’ করে ভাবি না
তবু আবার ‘সরল’ পেয়ে
মনটা পেলো সাবিনা।
সে তো আবার উড়নচণ্ডী
থাকে বেজায় ভুলো মন
ছ্যাঁকা দিয়ে পথ ছাড়িলো
ডুবলো আবার কুলমান।
হঠাৎ করেই পড়ল মনে
কেলাস টু’য়ের পড়া
‘সরল’ অংক পাইনি বলে
কানটা ছিলো ধরা।
‘সরল’ যেটা ভাবছি আমি
‘সরল’ সেটা নয় রে
‘সরল’ কিছু দেখলে এখন
আমার লাগে ভয় রে।
- ধর্ষিতা নারী কবিতা | মোঃ আরিফ হোসেন
- এ সময়ের ইশতেহার “অসুস্থ পৃথিবী” | মোঃ আরিফ হোসেন
- লকডাউনের কবিতা “কেমন আছি?” | কাজি আমিনুল ইসলাম
- চাল চুরি নিয়ে কবিতা “অন্ধকারে আয়না বেচি”
- করোনায় নয় ভয় | উৎসাহমূলক কবিতা | কাজী আমিনুল ইসলাম
এই পোস্ট সম্পর্কে কোনো প্রশ্ন, অভিযোগ, মতামত বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করুন। আমরা সকল কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। সকল আপডেট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন। আর টুইটারে ফলো করুন।