গ্রামীণফোনের এক চমৎকার ইন্টারনেট সিম হচ্ছে স্কিটো। স্কিটো সিমে চলছে ইন্টারনেটের ধামাকা অফার। চলুন, স্কিটো সিমের ইন্টারনেট অফার ২০২১ সম্পর্কে কিছু জেনে নেই।
কিভাবে ডাটা প্যাক কিনবেন?
- আপনার স্কিটো অ্যাপে লগিন করুন।
- promo deals নামক অপশনে যান।
- ডানে বামে স্ক্রোল করে আপনার পছন্দের প্যাক বাছাই করুন।
- প্রত্যেকটি প্যাকের নিছে Buy now নামক একটি করে অপশন দেখবেন।
- যেই প্যাকটি কিনতে চান সেটির নিচের Buy now অপশনে ক্লিক করুন।
- এরপর স্ক্রিনে আরেকটি পপ আপ দেখতে পাবেন। সেখানে I trust you লেখাতে ক্লিক করলেই প্যাকটি কিনা হয়ে যাবে।
স্কিটো সিমের ইন্টারনেট অফার ২০২১
স্কিটো মূলত ইন্টারনেট প্রিয় গ্রাহকদের কথা মাথায় রেখেই তাদের অফারগুলো সাজায়। সেখানে থাকে ইন্টারনেটের দারুণ দারুণ সব ডিল। আমরা এখানে স্কিটোর ধামাকা ডিলসগুলো সাজালাম। একইসাথে এর মেয়াদও উল্লেখ করলাম।
আমরা প্যাকগুলোর নামানুসারে একটা তালিকা তৈরি করলাম। স্কিটোর সর্বশেষ ইন্টারনেট অফার দেখতে আপনার স্কিটো অ্যাপে লগিন করে Promo deals এ যেতে হবে। সেখান থেকেই খুব সহজেই প্যাকগুলো কিনা যাবে।
স্কিটো স্পেশাল ইন্টারনেট প্যাক
প্রথমের মেয়াদের স্পেশাল স্কিটো ইন্টারনেট অফারগুলো দেখে নিন।
জমজমাট ডিল (২৭ জিবি)*
স্কিটো সিমের ইন্টারনেট অফার ২০২১ এর সবচেয়ে আকর্ষণীয় প্যাক হচ্ছে জমজমাট ডিল নামক প্যাকটি। এতে থাকছে ২৭ জিবি ইন্টারনেট মাত্র ৩৯৯ টাকায়। প্যাকটি সম্পর্কে নিচের টেবিল থেকে জেনে নিন।
ডাটা প্যাক ভলিউম | ২৭ জিবি |
মূল্য | ৩৯৯ টাকা |
মেয়াদ | ৩০ দিন |
নেয়া যাবে | যতবার খুশি |
অটো রিনিউয়াল | না |
৩ দিন মেয়াদের প্যাক
কাঁচা আম (৫৫ mb)
কাঁচা আম প্যাকটিতে আছে ৫৫ এমবি, মেয়াদ ৩ দিন। প্যাকটির মূল্য ও বিস্তারিত দেখে নিন।
ডাটা প্যাক ভলিউম | ৫৫ MB |
মূল্য | ২ টাকা |
মেয়াদ | ৩ দিন |
নেয়া যাবে | যতবার খুশি কিনা যাবে |
অটো রিনিউয়াল | না |
দুপুরের ঘুম (১ জিবি)
ডাটা প্যাক ভলিউম | ১ GB |
মূল্য | ২৩ টাকা |
মেয়াদ | ৩ দিন |
নেয়া যাবে | যতবার খুশি কিনা যাবে |
অটো রিনিউয়াল | না |
কোল্ড ড্রিংক (৩ জিবি)
ডাটা প্যাক ভলিউম | ৩ GB |
মূল্য | ৪৮ টাকা |
মেয়াদ | ৩ দিন |
নেয়া যাবে | যতবার খুশি কিনা যাবে |
অটো রিনিউয়াল | না |
৭ দিন মেয়াদের ইন্টারনেট প্যাক
bioscope 7-day ticket (100 MB)
ডাটা প্যাক ভলিউম | ১০০ এমবি |
মূল্য | ৭ টাকা |
মেয়াদ | ৭ দিন |
নেয়া যাবে | যতবার খুশি কিনা যাবে |
অটো রিনিউয়াল | না |
আরো পড়ুনঃ রবি নতুন সিমের ইন্টারনেট অফার 2020
ধুমকেতু (১ জিবি)
ডাটা প্যাক ভলিউম | ১ GB |
মূল্য | ৩৩ টাকা |
মেয়াদ | ৭ দিন |
নেয়া যাবে | যতবার খুশি কিনা যাবে |
অটো রিনিউয়াল | না |
ঝোড়ো বৃষ্টি ১.৫ জিবি
ডাটা প্যাক ভলিউম | ১.৫ GB |
মূল্য | ৩৮ টাকা |
মেয়াদ | ৭ দিন |
নেয়া যাবে | যতবার খুশি কিনা যাবে |
অটো রিনিউয়াল | না |
১ মাস মেয়াদের প্যাক
১ মাস মেয়াদের দারুণ কিছু ইন্টারনেট অফার পাবেন স্কিটো সিমে। এই অফারগুলো পেলে কে না খুশি হবে! চলুন, আর দেরি না করে ডাটা প্যাকগুলো দেখে নেই।
গগনে চাঁদ (১ জিবি)
যারা একেবারে কম ডাটা ব্যবহার করেন তাদের জন্য এই প্যাকটি খুবই উপকারী হতে পারে।
ডাটা প্যাক ভলিউম | ১ GB |
মূল্য | ৫২ টাকা |
মেয়াদ | ৩০ দিন |
নেয়া যাবে | যতবার খুশি কিনা যাবে |
অটো রিনিউয়াল | না |
Hot sun (2 GB)
১ জিবিতে না হলে ২ জিবির প্যাকটি আপনার জন্যই।
ডাটা প্যাক ভলিউম | ২ GB |
মূল্য | ৭৮ টাকা |
মেয়াদ | ৩০ দিন |
নেয়া যাবে | যতবার খুশি কিনা যাবে |
অটো রিনিউয়াল | না |
আরো পড়ুন- স্কিটো সিম কি? এই সিমের সুবিধা A-Z
ফ্যানের বাতাস (৩ জিবি)
যারা মিডিয়াম ডাটা ব্যবহারকারী আপনাদের জন্য ৩ জিবি।
ডাটা প্যাক ভলিউম | ৩ GB |
মূল্য | ৯৯ টাকা |
মেয়াদ | ৩০ দিন |
নেয়া যাবে | যতবার খুশি কিনা যাবে |
অটো রিনিউয়াল | না |
অনেক গরম (৫ জিবি)
যারা মোটামুটি ইন্টারনেট ব্যবহার করেন এই প্যাকটি তাদের জন্য সেরা ইন্টারনেট প্যাক।
ডাটা প্যাক ভলিউম | ৫ GB |
মূল্য | ১৪৯ টাকা |
মেয়াদ | ৩০ দিন |
নেয়া যাবে | যতবার খুশি কিনা যাবে |
অটো রিনিউয়াল | না |
Cool coconut (8 GB)
মাঝারি ব্যবহারকারীদের জন্য আরেকটি ভালো ডিল।
ডাটা প্যাক ভলিউম | ৮ GB |
মূল্য | ১৮৮ টাকা |
মেয়াদ | ৩০ দিন |
নেয়া যাবে | যতবার খুশি কিনা যাবে |
অটো রিনিউয়াল | না |
কাঁথা ডিল (১৯ জিবি)*
যারা খুব বেশি ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য এই প্যাকটি দারুণ।
ডাটা প্যাক ভলিউম | ১৯ GB |
মূল্য | ২৯৯ টাকা |
মেয়াদ | ৩০ দিন |
নেয়া যাবে | যতবার খুশি কিনা যাবে |
অটো রিনিউয়াল | না |
বিশাল তরমুজ (২৫ জিবি)
যারা অতিরিক্ত পরিমাণে ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য এক বিশাল ডিল।
ডাটা প্যাক ভলিউম | ২৫ GB |
মূল্য | ৩৮৯ টাকা |
মেয়াদ | ৩০ দিন |
নেয়া যাবে | যতবার খুশি কিনা যাবে |
অটো রিনিউয়াল | না |
আরো পড়তে পারেনঃ স্কিটো সিমে রিচার্জ করার নিয়ম
স্কিটো সিমের ইন্টারনেট অফার পরিবর্তনশীল
স্কিটো (Skitto) সিমের ইন্টারনেট অফারগুলো সময়ের সাথে সাথে পরিবর্তীত হয়। তাই দেরি না করে আপনার পছন্দের অফারগুলো বুঝে নিন।
মালয়েশিয়া থেকে কিভাবে skitto SIM এ টাকা রিচার্জ করা যায় কী?
মালয়েশিয়া থেকে কোনো সিমেই সম্ভবত টাকা পাঠানো যায়না। আপনারা যেটা করেন সেটা হচ্ছে কোনো লোকের মাধ্যমে দেশের কোনো রিচার্জের দোকান থেকে টাকা লোড করেন।
সেভাবে স্কিটো সিমেও করা যেতে পারে। তবে আমার জানা মতে এটা অবৈধ। এটা থেকে দূরে থাকাই ভালো।