স্কিটো (Skitto) সিমে রিচার্জ
হ্যালো বন্ধুরা! কেমন আছেন সবাই? ট্রিক ব্লগ বিডিতে স্বাগতম। আজকের আলোচনার বিষয় স্কিটো সিমে রিচার্জ (how to recharge skitto sim)।
স্কিটো সিমে রিচার্জে সমস্যা কেন?
স্কিটো সিম বাংলাদেশের একটি নতুন সিম। এই সিম গ্রামীণফোনের মালিকানাধীন। স্কিটো (Skitto) সিমের অনেক সুবিধা আছে। সবচেয়ে বড় সুবিধা কম খরচে ইন্টারনেট।
সুবিধার পাশাপাশি স্কিটো সিমে কিছু অসুবিধাও ছিল। এই সিমের সবচেয়ে বড় সমস্যা ছিল টাকা রিচার্জ। কিন্তু বর্তমানে এই সমস্যা অনেকটা সমাধান করা হয়েছে।
আগে পেমেন্ট অপশনের মাধ্যমে বিকাশ থেকে রিচার্জ করতে হতো। কিন্তু বর্তমানে রিচার্জ অপশন থেকেও খুব সহজে রিচার্জ করা যায়।
how to recharge skitto sim
কিছু বিশেষ প্রক্রিয়ায় স্কিটো (Skitto sim) সিমে রিচার্জ (recharge) করতে হয়। বিশেষ কোড ও বিকাশের মাধ্যমে এই সিমে টাকা লোড করা যায়।
এছাড়াও রকেট,ভিসা কার্ড ও অন্যান্য অনলাইন পেমেন্টের মাধ্যমে রিচার্জ করা যায়। আজকে আমরা বিকাশ ও ফ্লেক্সিলোড দোকান থেকে রিচার্জের নিয়ম জানব।
ফ্লেক্সিলড দোকান থেকে যেভাবে টাকা লোড করতে হয়
আপনি গ্রামীণফোনের ফ্লেক্সিলড (flexiload) দোকান থেকে স্কিটোতে লোড করতে পারবেন। তবে এজন্য কিছু নিয়ম মানতে হবে। নিছের নিয়ম দেখুন।
*666*skitto number*Amount*Flexiload pin# অর্থাৎ গ্রামিনফোনের রিচার্জের জন্য দেওয়া 222 এর জায়গায় স্কিটোর জন্য 666 দিতে হবে।
বিকাশ থেকে skitto রিচার্জ (skitto recharge from bKash)
বিকাশ কোড (USSD code) এর মাধ্যমে রিচার্জ
এতদিন বিকাশ থেকে স্কিটো নম্বরে রিচার্জ করা ছিল মহা ঝামেলা। পেমেন্ট অপশনের মাধ্যমে রিচার্জ করতে হতো। কিন্তু আপনাদের মোবাইল রিচার্জ অপশনের মাধ্যমে টাকা লোড করা শিখাবো।
আরো পড়তে পারেন: স্কিটো সিমের ইন্টারনেট অফার
প্রথমে আপনার বিকাশ নম্বর থেকে ডায়াল করুন *247#। এরপর মোবাইল রিচার্জের জন্য অপশন ২ বাচাই করুন।
মোবাইল রিচার্জ সিলেক্ট করার পর ৪ নম্বর থেকে গ্রামীনফোন সিলেক্ট করুন। এরপর ৩ নম্বর অপশন থেকে skitto বাছাই করুন।
পরবর্তীতে আপনার স্কিটো নম্বর ও বিকাশ পিন দিয়ে রিচার্জ সম্পন্ন করুন।
বিকাশ অ্যাপ দিয়ে স্কিটো সিমে রিচার্জ
বর্তমানে খুব সহজেই বিকাশ অ্যাপ দিয়ে Skitto সিমে রিচার্জ করা যায়। এর জন্য প্রথমে বিকাশ অ্যাপে লগিন করতে হবে। তারপর রিচার্জ অপশন থেকে ফোন নম্বর ও অপারেটর হিসেবে grameenphone সিলেক্ট করতে হয়।
এরপর রিচার্জ এমাউন্ট লিখুন। তারপর মূল কাজ। সাধারণত আমরা (prepaid) বা পোস্টপেইড (postpaid) অপশিন সিলেক্ট করি। কিন্তু এখানে স্কিটো (skitto) অপশন সিলেক্ট করতে হবে।
skitto অপশন সিলেক্ট করার পর পিন কোড দিয়ে রিচার্জ করুন। কাজ শেষ।
এরকম নিত্যনতুন ট্রিক্স পেতে চাইলে প্রতিদিন ভিজিট করুন ট্রিক ব্লগ বিডি। আর আপনিও চাইলে ব্লগে পোস্ট করে টাকা আয় করতে পারেন। আজকের মতো বিদায়। ধন্যবাদ।