ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা অবৈধ। তাই এমন সফটওয়্যার বা অ্যাপগুলো প্লে স্টোরে পাবেন না। তবে বিভিন্ন কাজে আমাদের ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার প্রয়োজন হয়। যেমনঃ রিসার্চ, সমালোচনা, শিক্ষামূলক ভিডিও ক্লাসে উপস্থাপনের জন্য, বিভিন্ন গবেষণামূলক ভিডিও পরবর্তীতে শিক্ষার কাজে ব্যবহারের জন্য ইত্যাদি। অর্থাৎ ফেয়ার ইউজ পলিসিতে বিভিন্ন ভিডিও ব্যবহারের দরকার হয়।
এজন্য আমরা আজকে ইউটিউব ভিডিও ডাউনলোড করার কিছু সফটওয়্যার শেয়ার করব। এগুলো অবশ্যই ভালো কাজে ব্যবহার করুন। অন্যথায় আপনি বিপদে পড়লে সে দায় ট্রিক ব্লগ বিডি বা আর্টিকেল লেখক নিবে না।
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জনপ্রিয় দুইটি সফটওয়্যারের নাম হচ্ছে Vidmate ও Videoder। এই দুইটি সফটওয়্যার সর্বাধিক ব্যবহৃত অ্যাপ।
আজকে এই দুইটি সফটওয়্যার ডাউনলোড করার নিয়ম ও ভিডিও ডাউনলোড করার নিয়ম শেয়ার করা হলো।
Vidmate বা ভিটমেট বা ভিডমেট
ইউটিউব ভিডিও ডাউনলোড করার সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে Vidmate। এটি ব্যবহার অনেকটাই সহজ। এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই ইউটিউবের ভিডিওগুলো ডাউনলোড করা যায়।
নিচে থেকে Vidmate এর অফিশিয়াল apk সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন।
এই সফটওয়্যার এর মাধ্যমে খুব সহজেই ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে পারবেন।
Videoder সফটওয়্যার
আরেকটি জনপ্রিয় ইউটিউব ভিডিও ডাউনলোডার হচ্ছে Videoder। আমি ব্যক্তিগতভাবে এই অ্যাপটি পছন্দ করি। এই অ্যাপ দিয়ে খুব সহজেই YouTube, Facebook সহ বিভিন্ন মাধ্যমের ভিডিও Download করা যায়।
ভিডিও লিংক কপি করে এবং অ্যাপে ঢুকে ডাউনলোড করা যায়। নিচের লিংকে ক্লিক করে Videoder apk ফাইলটি ডাউনলোড করে নিন।
Download official Videoder apk
কোন কোন কাজে ইউটিউব ভিডিও ডাউনলোডার ব্যবহার করবেন?
ইউটিউব ভিডিও ডাউনলোডার কোনো খারাপ উদ্যেশ্যে ব্যবহার করবেন না। পড়ালেখার কাজে, কোনো সৎ উদ্যেশ্যে বা কিছু শিখার ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন।
কারো কোনো ভিডিও বিনা অনুমতিতে বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকুন। এই অ্যাপগুলো শুধুমাত্র ব্যক্তিগত কাজে ব্যবহার করুন।
আরো পড়ুনঃ সেরা ভিডিও এডিটিং সফটওয়্যার
আমাদের পরবর্তী পোস্টে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার দুইটি ব্যবহার করে কিভাবে ভিডিও ডাউনলোড করবেন সেই বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হবে।
এমনই সব টেক রিলেটেড টিপস ও টিউটোরিয়াল পেতে ট্রিক ব্লগ বিডির সাথেই থাকুন।
Nice trick
Thanks