কবিতাঃ বাঙালীর বাংলা
লেখকঃ শিহাব শাহরিয়ার
বাংলা বাঙালীর গৌরবময় ইতিহাস,
বাঙালীর রক্তিম উচ্ছ্বাস।
বাংলা বাঙালীর স্বাধীকার,
বাঙালীর সদা জাগ্রত অহংকার।
বাংলা বাঙালীর প্রতীক,
বাঙালীর শান্তির পথিক।
বাংলা বাঙালীর শক্তি,
বাঙালীর কথার মুক্তি।
বাংলা বাঙালীর ভূষণ,
বাঙালীর দুধর্ষ ফেব্রুয়ারির রণ।
বাংলা বাঙালীর আচ্ছাদন,
বাঙালীর স্বস্তি সাধন।
বাংলা বাঙালীর চাঞ্চল্যকর শিল্প,
বাঙালীর আর্তনাদের গল্প।
বাংলা ইউনেস্কোর স্বীকৃতি;
বাঙালীর বুলেট মণ্ডিত প্রতিকৃতি,
বাংলা বাঙালীর শাহবাগের সংস্কৃতি।
আরো পড়ুন……
- বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৪ | খাতা পুনঃনিরীক্ষণের আবেদন
- নম্বর সহ পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম | সবার আগে ফলাফল দেখুন
- ডিজিটাল স্মার্টবোর্ড দিয়ে শিক্ষার নতুন দিগন্তের সূচনা!
- আধুনিক খাটের উপকারিতা ও বৈশিষ্ট্যসমূহ
- কেন গিগাবিট রাউটার ছাড়া অন্য রাউটার কেনা উচিত নয়?
বাঙালীর বাংলা কবিতাটির প্রেক্ষাপট
কবি শিহাব শাহরিয়ার রচিত অসাধারণ বাংলা কবিতা “বাঙালীর বাংলা”। বাংলা ভাষার মাহাত্ম্য ব্যাপক। বাংলা বাঙালীর জাতীয় জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এই ভাষা অর্জিত হয়েছে বিস্তর ত্যাগ-তিতিক্ষার ফলশ্রুতিতে।
বাংলাকে ছাড়া বাঙালীর অবয়ব অকল্পনীয়, বাংলা বাঙালীর আত্মার সাথে সম্পৃক্ত। কবি এই কবিতাটির মাধ্যমের নিজের মনের এই ভাবটিই ফুটিয়ে তুলেছেন।
আরো কবিতা পড়তে এখানে ক্লিক করুন….
কবিতাটি পড়ে ভালো লাগল
ধন্যবাদ