কবিতা——ঠিক যে নিঝুম দুপুরে কবি———সোলায়মান মাহমুদ
ঠিক যে নিঝুম দুপুরে
তোদের বাড়ির পুকুরে
কাঠাল চুরির আড্ডায়
ধরলো আমায় কুকুরে
পিছু নিলো সালা যে
মরছি আমি সে লাজে
তোর ছোট বোন বৃষ্টি
দেখে করে কু-কু রে
উত্তর পাশের দেয়ালে
লাফ দিলাম বে খেয়ালে
হাসতে হাসতে কাশে
তোর বান্ধবী নুপুরে
দৌড়ে ছিড়ে বাড়িতে
গেলাম দেহ ঝাড়িতে
হঠাৎ করে আসলো
তোর ঐ মেঝো ফুফুরে
হবে আমার বিচার যে
বিচারক হায়!কি স্যার যে?
ধুপধুপে বুক কাঁপে
দেখলাম যখন মুকুরে
ঠিক যে নিঝুম দুপুরে কবিতার বিস্তারিত
রচনা——–৩/৩/২০১৯ ইং
উৎসর্গ —— অনিদ্রা মাহমুদ
দ্রঃ]এটা সত্য মিথ্যা মিশ্রিত ঘটনা ২০১৩ সালের ঘটনার স্মরণে। কবির প্রিয়ো ছোট বোন অনিদ্রা মাহমুদের বাড়িতে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে লেখা।
vary vary nice