অনলাইন শপিং বা কেনাকাটা বর্তমানে ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছি। এখন অজো পাড়া গাঁয়ের মানুষও অনলাইন কেনাকাটা সম্পর্কে জানে। তাই সময়ের সাথে পাল্লা দিয়ে অনলাইনে কেনাকাটার ওয়েবসাইট এর সংখ্যাও দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।
কিন্তু হাজার হাজার সাইটের মধ্যে বেশিরভাগই গ্রাহকদের সাথে প্রতারণা করে। কিছু নামি দামি অনলাইন শপ আছে যারা খুব ভালো প্রোডাক্ট দিয়ে থাকে। কাস্টমারদের খুশি করতে তারা ব্যাপক উদ্যোগও গ্রহণ করেন।
কিছু অসাধু লোক আছে যারা সাময়িক একটি ওয়েবসাইট খুলে মানুষকে ধোকা দেয়। হাতিয়ে নেয় প্রচুর টাকা।
তাই অনলাইনে কেনাকাটা করার আগে আমাদের ভালো অনলাইনে কেনাকাটার ওয়েবসাইট সম্পর্কে জানতে হবে।
আরো পড়ুনঃ ঘরে বসেই হোটেল বুকিং
তাই আজকে কিছু জনপ্রিয় অনলাইনে কেনাকাটার সাইট এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। এখান থেকে আপনারা পণ্য কিনলে প্রতারিত হওয়ার ঝুঁকি কম।
ভালো অনলাইনে শপিং সাইটের গুণাবলি
যেসব অনলাইন শপকে আমরা ভালো বলি তাদের অবশ্যই কিছু গুণাবলি থাকে। সেসব গুণাবলি না থাকলে আসলে সেই অনলাইন শপকে ভালোর দলে রাখা যায়না।
কাস্টমাররা অনলাইনে পণ্য বা সেবা কিনার ক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই খেয়াল করবেন। সেই বিষয়গুলো খেয়াল রাখলে প্রতারণার হাত থেকে কিছুটা হলেও রেহাই পাবেন।
আরো পড়ুনঃ বিক্রয় ডট কম | পুরাতন জিনিস বিক্রি করুন ১ মিনিটে
যেই অনলাইন শপ থেকে পণ্য কিনবেন তাদের যাতে নিচের বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকে।
- ন্যায্য দাম
- দ্রুত ডেলিভারি
- রিফান্ড ব্যবস্থা
- বিনা খরচে রিটার্ন ব্যবস্থা
- ১৫-২৪ ঘন্টা কাস্টমার সার্ভিস
- ফ্রি অথবা কম মূল্যে ডেলিভারি
- নিজস্ব অফিস আছে এমন শপ
- গ্যারান্টি/ওয়ারেন্টি সহজে নেওয়ার ব্যবস্থা
- প্রচলিত পেমেন্ট সুবিধা
অনলাইনে কেনাকাটার ওয়েবসাইট সমূহ
বর্তমানে বাংলাদেশে বিপুল সংখ্যক ইকমার্স ওয়েবসাইট রয়েছে। যারা ভালো মানের পণ্য বিক্রি করে থাকে। সবার তালিকা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।
তবে সর্বাধিক জনপ্রিয় কিছু অনলাইন শপ সম্পর্কে আপনাদের জানাতে চাই। তাই ছোট একটি তালিকা ও শপগুলো সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরা হলো।
পিকাবু ডট কম
বাংলাদেশের ব্যাপক জনপ্রিয় একটি শপিং সাইট পিকাবু ডট কম। এটি সিলভার ওয়াটার টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের একটি ব্র্যান্ড। ১৫ ই মে ২০১৬ এটি যাত্রা শুরু করে।
এখানে মূলত ইলেকট্রনিক ও লাইফস্টাইল জিনিসপত্র বিক্রি করা হয়। তাদের বিক্রি করা জিনিস যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন।
মোবাইল এবং ট্যাবলেট, ডেস্কটপ এবং ল্যাপটপ, বাড়ির ও রান্নাঘরের যন্ত্রপাতি, গ্যাজেট, পোশাক, মেকআপ, ত্বকের যত্ন এবং আনুষাঙ্গিক বিভিন্ন পণ্য এই ওয়েবসাইটে পাওয়া যায়।
পিকাবু কর্তৃপক্ষ সেলারের মাধ্যমে পণ্য বিক্রি না করে নিজেরাই সবকিছু করে। তাই অন্যান্য শপিং সাইটের থেকে তাদের পণ্যের পরিমাণ তুলনামূলক কম।
ওয়েবসাইট লিংক- pickaboo.com
দারাজ অনলাইন শপিং
বর্তমানে ট্রেন্ডিং শপিং ওয়েবসাইট হচ্ছে দারাজ অনলাইন শপিং। এটি একটি চীনা মালিকানাধীন অনলাইন মার্কেটপ্লেস যেটি দক্ষিণ এশিয়ায় কার্যক্রম পরিচালনা করে থাকে।
দারাজ কোম্পানির মালিক আলিবাবা কোম্পানি। এটি একটি চীনা ই-কমার্স সাইট। ২০১৮ সালে আলিবাবা দারাজের মালিকানা কিনে নেয়।
২০১৫ সালে দারাজ বাংলাদেশে তাদের ব্যবসা শুরু করে। শুরু থেকে ব্যাপকভাবে তারা গ্রাহকদের মধ্যে সাড়া পেলতে সক্ষম হয়।
২০১৫ সালে ক্রিকেটার মুশফিকুর রহিম দারাজের শুভেচ্ছা দূত ছিলেন। তখন থেকে দারাজকে আর পিছনে ফিরে দেখতে হয়নি।
২০১৮ সালের ১১ ই নভেম্বর ১১.১১ নামক একটি বিশাল অফার দেয় দারাজ। সেখানে প্রচুর পরিমাণে অর্ডার পড়ায় ডেলিভারি নিয়ে চরম বিপাকে পড়ে দারাজ।
অনেক গ্রাহক সময়মতো পণ্য বুঝে পায়নি। কারো ১ মাস পর অর্ডার ক্যান্সেল হয়েছে। এটা নিয়ে অনেক গ্রাহকই দারাজের প্রতি অসন্তুষ্ট (যদিও তারা রিফান্ড দিয়েছিল)।
অবে সেই ব্যর্থতা পিছনে পেলে দারাজ অনলাইন শপিং এগিয়ে যাচ্ছে অদম্য পায়ে।
এখানে ফ্যাশন, জামা কাপড়, জুতা, কসমেটিকস, ইলেক্ট্রনিক পণ্যসহ বিপুল পরিমাণ পণ্য রয়েছে।
দারাজ শপিং ওয়েবসাইট- daraz.com.bd
বিডি শপ
অনলাইনে কেনাকাটার ওয়েবসাইট এর তালিকায় রয়েছে বিডি শপ। এখানে বিভিন্ন ধরণের ইলেকট্রনিক পণ্য পাওয়া যায়।
এই ওয়েবসাইটটি থেকে বিভিন্ন ইউটিউবার ও ব্লগাররা অ্যাফিলেয়েট মার্কেটিং করে অনলাইনে ইনকাম করেন।
বিডি শপ ওয়েবসাইট- BDShop.com
বিডি স্টল
বাংলাদেশের প্রথম অনলাইন কেনাকাটার ওয়েবসাইট বিডি স্টল (তথ্যসূত্রঃ বাংলাদেশ প্রতিদিন)। এই অনলাইন স্টোরটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়।
এখানে বিডিস্টল কর্তৃপক্ষ সরাসরি কোনো পণ্য বিক্রি করেন না। তারা বিভিন্ন সেলারের মাধ্যমে পণ্য বিক্রি করেন।
বিডি স্টল ওয়েবসাইট- BDStall.com
আজকেল ডিল
আরেকটি অনলাইন শপ হচ্ছে আজকের ডিল। এখানেও বিভিন্ন সেলাররা তাদের পণ্য বিক্রি করে থাকেন। তাই মাঝেমধ্যে কিছু পণ্যে সমস্যা হয়। আমিও তার সাক্ষী।
যাহোক, আপনিও দেখেশুনে ও রিটার্ন পলিসি ভালোভাবে পড়ে এখান থেকে পণ্য কিনতে পারেন।
আজকের ডিল ওয়েবসাইট- Ajkerdeal.com
রকমারি ডট কম
বই মানুষের নিঃস্বার্থ বন্ধু। আর অনেক বই আমরা আশেপাশের দোকানে খুঁজে পাইনা। আবার আমার মতো অনেকেই একুশে বই মেলায় গিয়ে বই কিনার স্বপ্ন দেখে। কিন্তু এখনো যাওয়া হয়ে উঠেনি। সেসকল বই প্রেমিদের জন্যই অনলাইন বইয়ের দোকান রকমারি ডট কম।
এখানে হাজার হাজার প্রকারের বই পাওয়া যায়। আপনার পছন্দের বই এখানে পাবেন না এটা প্রায় অসম্ভব। ফ্রিল্যান্সিং থেকে শুরু করে গল্প, উপন্যাস, কাব্যগ্রন্থ, ভ্রমণ কাহিনি, রান্নার বই, বিজ্ঞানের বই, গণিত বই কি নেই রকমারিতে?
বই মেলা চলাকালীন সময়ে মেলার বিভিন্ন বই রকমারিতে পাওয়া যায়। মেলায় না যেতে পারলেও মেলার স্বাদ আপনার মিস হবেনা।
আমার ব্যক্তিগত পছন্দের একটি অনলাইন শপ রকমারি ডট কম। এ পর্যন্ত কয়েকটি বই কিনা হয়েছে। সামনে আরো বই কিনা হবে ইনশাআল্লাহ।
তাই ঘরে বসেই কোনো প্রকার ঝামেলা ছাড়াই বইয়ের বিশাল ভান্ডার রকমারি ডট কম থেকে আপনিও বই কিনতে পারেন।
রকমারি ডট কম ওয়েবসাইট- Rokomari.com
চালডাল ডট কম
বাংলাদেশে বর্তমানে মুদি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করে সাড়া জাগানো প্রতিষ্ঠান চালডাল ডট কম। এটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। মূলত তারা বর্তমানে শহরকেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করছে।
খুব শীগ্রই তারা সারাদেশে পণ্য ডেলিভারি দিবে এটাই আমরা আশা করি। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে ভিজিট করে ফেলতে পারেন চাল ডাল ডট কম।
চালডাল ডট কম ওয়েবসাইট- Chaldal.com
ফুড পান্ডা
ফুড পান্ডা হলো অনলাইনে খাবার অর্ডার করার একধরনের ব্র্যান্ড বা কোম্পানি। হোটেল ও রেস্টুরেন্টে তৈরি খাবারের স্বাদ নিতে পারবেন ঘরে বসেই। সবাইকে সেই সুযোগ করে দিয়েছে ফুড পান্ডা।
এটি মূলত জার্মান ভিত্তিক একটি প্রতিষ্ঠান। এর বর্তমান মালিক ডেলিভারি হিরো নামক কোম্পানি।
এখানে পিজা, বার্গার, চিকেন রোল, কাবাব, বিরিয়ানিসহ বিভিন্ন রকমের খাবার অর্ডার করা যায়।
ওয়েবসাইট – Foodpanda.com.bd
প্রিয় শপ ডট কম
২০১৩ সালে প্রতিষ্ঠিত হওয়া ই কমার্স প্রতিষ্ঠান প্রিয় শপ ডট কম। তারা বাজার মডেলের ব্যবসায়-ভোক্তা (বিটুসি) মডেল অনুসরন করে কার্যক্রম পরিচালনা করে।
এটি ইলেকট্রনিক এবং লাইফস্টাইল পণ্যের বিস্তৃত খুচরো বিক্রি করে। যেমন – পোশাক, জুতা, জুয়েলারী, আনুষাঙ্গিক, ইলেকট্রনিক্স, যন্ত্রপাতি, স্বাস্থ্যসেবা, সৌন্দর্য পণ্য ইত্যাদি।
প্রিয় শপ ওয়েবসাইট- priyoshop.com
ডিসক্লেইমার ও সমাপ্তি
আমরা মূলত অনলাইনে কেনাকাটার ওয়েবসাইট গুলোর একটি তালিকা তুলে ধরার চেষ্টা করেছি। উইকিপিডিয়া ও সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলো থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।
তথ্যসূত্র ছাড়াও নিজ অভিজ্ঞতার আলোকে আর্টিকেলটি লেখা হয়েছে। কোনো কোম্পানিকে বড় বা ছোট করা আমাদের উদ্যেশ্য নয়।
এখানে প্রকাশিত কোনো তথ্য অসঙ্গতিপূর্ণ বা ভুল বলে মনে হলে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন।
আপনার জানা ভালো কোন অনলাইন শপিং ওয়েবসাট থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আমরা সেটি রিভিউ করে দেখব।
আমাদের তালিকায় প্রকাশিত ওয়েবসাইটগুলো নিয়ে আপনার অভিজ্ঞতা কমেন্ট করে জানাতে পারেন।
These facilities have made our life much easier.
Thanks for sharing the name of the popular online shop in Bangladesh. I used to purchase products from the online shops.
Thanks for your feedback.
অসাধারণ একটি আর্টিকেল। পড়ে অনেক তথ্য জানতে পারলাম। এতো সময় ধরে লেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ