কবিতা- আমার মরা লাশ
কবি- মোঃ আরিফ হোসেন
বাড়ির পাশে গোরস্থানে
খুঁড়বে কেহ মাটি
বাঁশ বাগানের ঝোপের থেকে
বাঁশ আনিবে কাটি।
বরই পাতার গরম জলে
গোসল দিবে কেহ
পরাণ পাখি দিবে ফাঁকি
শূন্য রবে দেহ।
কাঁদবে বসে ভাই-ভাগিরা
মা কাঁদিবে পাশে
ধুঁপ কাটিটাও জ্বলবে ঘিরে
আমার নিথর লাশে।
লাশ জড়িয়ে মা কাঁদিবে
বাবা কাঁদবে পড়ে
ভাই কাঁদিবে বোন কাঁদিবে
লাশ-খাটিয়া ধরে।
স্বজন-প্র’জন দলে দলে
আসবে তখন বাড়ি
একলা একা যাইতে হবে
সব মমতা ছাড়ি।
মোল্লা এসে হাঁক ছাড়িবে
দোয়া দরুদ পড়তে
আমল নামের শূন্য খাতায়
কিছু নেকি ভরতে।
কেউবা বসে পড়বে কোরান
গুন গুনিয়ে সুরে
মিষ্টি মধুর সেই আওয়াজে
মন যাবে মোর জুড়ে।
সেদিন সবাই দেখবে এসে
আমার মরা লাশ
জগৎ থেকে বিদায় নিবো
রেখে কিছু আশ।
- গুগল এডসেন্স পাওয়ার উপায় ও পূর্ণাঙ্গ গাইডলাইন
- বাচ্চার নাম রাখার নিয়ম: সঠিক পদ্ধতি, ইসলামিক ও হিন্দু দৃষ্টিকোণ
- শেয়ার হোস্টিংয়ে Physical Memory ও CPU Resource Limit সমস্যা: কারণ ও কার্যকর সমাধান
- বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৪ | খাতা পুনঃনিরীক্ষণের আবেদন
- নম্বর সহ পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম | সবার আগে ফলাফল দেখুন
ভালো লাগলো,
তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ কর,কেননা মৃত্যু দুনিয়ার সাধকে মিটিয়ে দেয়।আল-হাদিস