কবিতা- আমার মরা লাশ
কবি- মোঃ আরিফ হোসেন
বাড়ির পাশে গোরস্থানে
খুঁড়বে কেহ মাটি
বাঁশ বাগানের ঝোপের থেকে
বাঁশ আনিবে কাটি।
বরই পাতার গরম জলে
গোসল দিবে কেহ
পরাণ পাখি দিবে ফাঁকি
শূন্য রবে দেহ।
কাঁদবে বসে ভাই-ভাগিরা
মা কাঁদিবে পাশে
ধুঁপ কাটিটাও জ্বলবে ঘিরে
আমার নিথর লাশে।
লাশ জড়িয়ে মা কাঁদিবে
বাবা কাঁদবে পড়ে
ভাই কাঁদিবে বোন কাঁদিবে
লাশ-খাটিয়া ধরে।
স্বজন-প্র’জন দলে দলে
আসবে তখন বাড়ি
একলা একা যাইতে হবে
সব মমতা ছাড়ি।
মোল্লা এসে হাঁক ছাড়িবে
দোয়া দরুদ পড়তে
আমল নামের শূন্য খাতায়
কিছু নেকি ভরতে।
কেউবা বসে পড়বে কোরান
গুন গুনিয়ে সুরে
মিষ্টি মধুর সেই আওয়াজে
মন যাবে মোর জুড়ে।
সেদিন সবাই দেখবে এসে
আমার মরা লাশ
জগৎ থেকে বিদায় নিবো
রেখে কিছু আশ।
ভালো লাগলো,
তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ কর,কেননা মৃত্যু দুনিয়ার সাধকে মিটিয়ে দেয়।আল-হাদিস