কবিতা বংশধারা -সোলায়মান মাহমুদ

কবিতাঃ বংশধারা
কবিঃ সোলায়মান মাহমুদ

গ্রীষ্মকালে নদি জুড়ে
আসবে যখন ঢেউ,
আমি তুমি করবো ভ্রমন
দেখবে না’গো কেউ।

বংশধারা
গ্রীষ্মকালে নদির পাশে বৃষ্টিতে ভিজার একটা ছবি (বংশধারা)

সাগর তখন করবে খেলা
জল গুলো সব উড়বে,
বৃষ্টি হয়ে জীবন দিতে
যমীন পানে ছুটবে।

বৃষ্টি হয়ে নেমে আসলে
গোলাপ হয়ে ফুটবে,
ভালোবাসা ভালোলাগা
নতুন করে জুটবে।

আমরা যদি হারিয়ে যাই
তারাই হবে উত্তরসূরি,
বিশ্ব-টাকে নতুন করে
দিবে তারা ফুলের ঝুড়ি।

এমন করে বেঁচে থাকুক
আদমের ঐ বংশধারা,
সময় হলে ফুল ফুটাবে
বিশ্ব হবে পাগলপারা।

————————————

বংশধারা কবিতা সম্পর্কে বিস্তারিতঃ

কবিতাটি কবি সোলায়মান মাহমুদ ৩/৫/২০১৮ইং রচনা করেন। কবি বলেন সৃষ্টির আদি লগ্ন হতে এক-বিংশ শতাব্দী পর্যন্ত যোগের পালা-বর্তন সত্ত্বেও বংশের পরম্পরা মানুষের সাথে রক্ত মাংসের মত জড়িত হয়ে আছে।

সবাই তার বংশ নিয়ে গর্ববোধ করে এবং নিজ বংশ থেকে ভালো কিছু আশা করে। কবিও তার প্রিয়া থেকে তার নিজের বংশ পরম্পরায় অব্যাহত রাখার অগ্রিম আশা ব্যক্ত করেন।

কবি তার বংশ পরম্পরায় বেঁচে থাকার উপকারিতা হিসেবে বলেন– পৃথিবী অস্থায়ী এই পৃথিবীতে কেউ চিরজীবী নন।

সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে। তাই আমাদের পরে আমাদের এমন বংশধারা প্রয়োজন যারা আমাদের উত্তরসূরি হয়ে পৃথিবীকে নতুন কিছু দিবে।

যেমন করে বনী আদমের সন্তানেরা পৃথিবীতে তথ্য-প্রযুক্তি দিয়ে সজ্জিত করে তুলেছে।

আমাদের ব্লগে প্রতিদিন নতুন নতুন বিষয়ে লেখা হয়। আপনাদের লেখাগুলো পড়ার আহবান জানাচ্ছি।

আরো কবিতা পড়ুন…..

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top