কবিতা ময়নার বিয়ে- সোলায়মান মাহমুদ

কবিতা ময়নার বিয়ে
কবি—সোলায়মান মাহমুদ

ফুল বাগানে উঠলো আজই
হাজার রঙের ফুল,
ময়না পাখি ময়না পাখি
কানে দিবি দুল।

ফুলের গয়না দিলে কানে
ভোমর যখন মধু নিবে,
আস্তে করে কর্ণপাতে
লাজুক একটা খবর দিবে।

জোনাক পোকা আসবে তখন
মিটি মিটি আলো নিয়ে,
আকাশ তখন রঙিন হবে
আজকে আমার ময়নার বিয়ে।

আসমানী ঐ পরি গুলো
দল বাধিবে সারি সারি
হলুদ পাখি নিয়ে আসবে
তোমার জন্য হলুদ শাড়ি।

ময়ুর পাখি মিললে পাখা
তোমার জন্য হবে গাড়ি,
গাছ গাছালি বাতাস দিয়ে
নিয়ে যাবে তোমাায় বাড়ি।

তোমার ফুলের ঘ্রাণ শুনে
আসবে যখন টিয়ে,
বাঁদর তোমায় নাচ দেখাবে
শুনলে ময়নার বিয়ে।
—————————————-

কবিতা ময়নার বিয়ে (কৃত্রিম একটা ছবি)
কবিতা ময়নার বিয়ের কৃত্রিম একটা ছবি

ময়নার বিয়ে কবিতাটি কবি স্বরবৃত্তে ৪+৪+৪+৪/২ মাত্রায় চলিত ভাষায় ৫/১০/২০১৮ইং তারিখে কবির প্রিয়জন কাশফিয়া আকরামের হলুদ সন্ধ্যায় তাকে সম্বোধন ও উৎসর্গ করে লেখেছেন।
কবি প্রকৃতির দ্বারা তার প্রিয়জনকে সাজিয়ে কবিতাটি রচনা করেছেন।

এবং প্রিয়জনের বিয়েতে তার পরিবার থেকে শুরু করে সবাই খুশি কথা গুলো তুলে ধরেছেন।
কবি বুঝাতে ছেয়েছে পরিবারকে নিয়ে বিয়ে-শাদির অনুষ্ঠানের মজাই ভিন্ন,স্বাদই আলাদা।
কবি প্রিয়জনকে ময়না পাখি,আর বরকে ভোমরের সাথে উপমা দিয়েছেন।


প্রিয়জনের সাজসজ্জা ও কানের দুলকে ফুলের সাথে উপমা দিয়েছেন যাতে বর ভোমরার মত ছুটে আসে।
কবি প্রিয়জনের সাজসজ্জা কারীদেরকে বিভিন্ন নামে উপমা দিয়ে কবিতাকে উজ্জ্বল করে তুলেছেন।

আরো কবিতা পড়ুন…..

2 thoughts on “কবিতা ময়নার বিয়ে- সোলায়মান মাহমুদ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top