মিথ্যার জয়
মো: আরিফ হোসেন
গফুর মিয়ার ছোট ছেলে
কানে পরে দুল
গলায় পরে রুপোর মালা
খাঁড়া খাঁড়া চুল।
নখ গুলোতে আলতা মাখে
পরনে তার স্যুট
খট্টর খট্টর হাঁটতে হবে
তাই তো পরে বুট।
দামি পাউডার গায়ে মাখে
কালার করে চুল
সুন্দরী কেউ সামনে এলে
এলিয়ে দেয় ফুল।
খারাপ নেশা বাড়ায় আশা
গিলে দেশি মদ
নেশার ঘোরে মাতাল থাকে
কে করিবে রদ?
হঠাৎ করেই পুলিশ এসে
ধরলো টুঁটি তার
‘মাস্তানি তোর বের করিবো
আর পাবি না ছাড়্।’
নেতার জোরে ছাড়ল তাকে
উঠল মনে জেদ
খারাপ কিছু যা আছে তার
সব করিবে ভেদ।
সেদিন থেকে করল শুরু
চোর ডাকাতি খুন
সামনে এলে সবাই তারই
গেয়ে উঠে গুন।
যমের ভালো সবাই বলে
পায় বুঝি তার ভয়
নয়তো কেনো প্রতি পদেই
মিথ্যার হবে জয়?
আরো পড়ুন…..
- বয়স্ক ভাতা অনলাইন আবেদন 2023 | ঘরে বসেই ৫ মিনিটে
- কলেজে ভর্তির আবেদন করার নিয়ম ২০২৩-২০২৪ | ভিডিও সহ
- আজকের সয়াবিন তেলের দাম | ১৫ই আগস্ট, ২০২৩
- ২০২৩ সালের ১৯ টি লাভজনক ব্যবসা আইডিয়া
- বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩ | খাতা পুনঃনিরীক্ষণের আবেদন
মিথ্যার জয় ছড়াটির বিস্তারিত
“মিথ্যার জয়” ছড়াটি মূলত সত্যকে উহ্য করে লেখা হয়েছে। লেখক মোঃ আরিফ হোসেন। সমাজে যারা ইতর শ্রেণির তাদের জয় প্রায় আমরা দেখতে পাই। সেটা যে কোন কাজেই হোক। তবে সত্য সবসময় উহ্য থাকে। সত্যের জয় অবশ্যম্ভাবী।
তবে তা সবার মাঝে ফুটে উঠে না। ছড়াটিতে গফুর মিয়ার ছোট ছেলের চারিত্রিক বৈশিষ্ট্যের বিবরণ তুলে ধরা হয়েছে। যে প্রথমে সামাজিকভাবে খারাপ থাকলে একসময় সে রাষ্ট্রীয় পর্যায়ে খারাপ হয়ে যায়।
সে তার জিদকে প্রসারিত করে কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে আনে। সেটা যদিও খারাপ। ছড়াটিতে মূলত কাল্পনিক অস্তিত্বের মাধ্যমে মিথ্যার জয়কে তুলে ধরা হয়েছে।