এক নজরে সম্পূর্ণ পোস্ট
গুগল এডসেন্স কি? গুগল এডসেন্স কিভাবে কাজ করে?
আমাদের অনেকেরই নিজের ওয়েবসাইট বা ব্লগ আছে। সাইট থেকে টাকা আয়ের সবচেয়ে উপযোগী ও সহজ উপায় এড। আপনি সাইটে কোন কোম্পানির এড দেখিয়ে টাকা আয় করতে পারেন। গুগল এডসেন্স থেকে আপনি বিভিন্ন কোম্পানির এড আপনার সাইটে দিতে পারেন।

আপনি চাইলে সরাসরি যেকারো কোনো পণ্য বা সেবার এড বা বিজ্ঞাপন আপনার সাইটে দেখিয়ে আয় করতে পারেন। কিন্তু এক্ষেত্রে ভালো কোম্পানি পাওয়া মুশকিল।
- বয়স বের করার ক্যালকুলেটর ।। ফ্রি অনলাইন টুলস
- নগদ একাউন্ট খোলার নিয়ম (ভিডিও)
- নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২১
- বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম ও সম্পূর্ণ গাইডলাইন
- নগদ একাউন্টের সুবিধা ও অসুবিধা | যা না জানলেই নয়
সেজন্য আপনার সাইটে খুব বেশি ভিজিটর থাকতে হয়। যেটা সবসময় সবার জন্য পূরণ করা সম্ভব হয়না। তাই আপনি থার্ড পার্টি কোম্পানি থেকে এড নিতে পারেন।
তারা বিজ্ঞাপনদাতাদের থেকে এড সংগ্রহ করে আপনার সাইটে তা প্রকাশ করবে। বিনিময়ে তারা আপনার আয় থেকে কমিশন নিবে।
গুগল এডসেন্স সেরকমই একটি থার্ড পার্টি কোম্পানি। যেটা বিশ্বের বিজ্ঞাপন মার্কেটের এক নম্বর স্থান দখল করে আছে। আর তাই এডের ক্ষেত্রে সবার প্রথম পছন্দ গুগল এডসেন্স।
তারা বিভিন্ন কোম্পানি থেকে আপনার জন্য এড সংগ্রহ করবে। আর সেই এড বা বিজ্ঞাপন আপনার সাইটে প্রকাশ করে আপনার আয়ের ব্যবস্থা করবে।
গুগল এডসেন্সের বিকল্প
গুগল এডসেন্সের বিকল্প অনেক কোম্পানি আছে। কিন্তু এক কথায় গুগল সবার সেরা। তাদের মধ্যে রয়েছে রেভিনিউ হিটস। বাংলাদেশি কোম্পানিও আছে। বাংলাদেশের জনপ্রিয় এড সাইট গ্রীন রেড।
এডসেন্স বাংলা
আগে বাংলা ভাষায় ওয়েবসাইট কন্টেন্ট লিখলে গুগল এডসেন্স এপ্রুভ হতোনা। কিন্তু সম্প্রতি গুগল ঘোষণা দিয়েছে বাংলা ভাষায়ও গুগল তাদের এড দিবে।
অর্থাৎ সাইটের কন্টেন্ট বাংলা হলেও সেটা অন্যান্য মানদণ্ড পালন করলে এডসেন্সের জন্য অনুমোদন দেওয়া হবে।
তাই যাদের ব্লগ বা সাইটের কন্টেন্ট বাংলা তারাও এখন থেকে এডসেন্স পাবেন।
গুগল এডসেন্স পাওয়ার উপায়
অনেক বুজুর্গ ইন্টারনেটে গুগল এডসেন্স সম্পর্কে ভূল ধারণা দিয়ে যাচ্ছে। তারা বলে গুগল এডসেন্স পাওয়া খুব কঠিন কাজ। সহজে গুগল এডসেন্স পাওয়া যায়না। কিন্তু আমি বলব যারা এটা বলছে তারা মিথ্যে বলছে।
আমি কেন এটা বলছি? কারণ আছে। আমার সাইট ট্রিক ব্লগ বিডিতে আমি খুব সহজেই এডসেন্স এপ্রুভ পেয়েছি। সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনি খুব উৎসাহিত হবেন।
এডসেন্স পেতে সাইটের বয়স কত হতে হবে?
অনেকেই বলে গুগল এডসেন্স পেতে হলে সাইটের বয়স কমপক্ষে ৬ মাস হতে হবে। কিন্তু আমি বলব এটা ও ভুল ধারণা। কারণ আমি মাত্র ১ মাসেই এডসেন্স পেয়েছি।
তাই ৬ মাস। একথা ভুল। আপনি ১ মাসেই এডসেন্স পেতে পারেন।
Sponsored by TrickBlogBD
অবশ্যই পড়ুনঃ অনলাইনে ইনকাম করার ১০ টি গোপন ট্রিক
সাইটে কতটি পোস্ট থাকতে হবে?
কেউ কেউ বলে এডসেন্স পেতে হলে সাইটে কমপক্ষে ৫০ টি পোস্ট থাকতে হবে। কেউ বলে ১০০ টি। কিন্তু এটাও ভুল ধারণা।
আমি যখন এডসেন্সের জন্য আবেদন করি তখন আমার সাইটে ১৬ টি পোস্ট ছিল। সবগুলো নিজের লেখা। আর যখন এডসেন্স এপ্রুভ হয় তখন সাইটে ২৫-২৬ টি পোস্ট ছিল।
আর আবেদন গ্রহন হতে সময় লেগেছিল ১০-১৫ দিনের মত।
তাই বলব আপনার সাইটে ৫০ টি পোস্ট থাকা বাধ্যতামূলক নয়। ভালো ও বড় নিজের লেখা পোস্ট হলে আপনি কম পোস্টেই এডসেন্স এপ্রুভ পাবেন।
এডসেন্স পেতে কি কি করতে হবে?
আমি আমার অভিজ্ঞতা থেকে এ ব্যপারে আপনাদের কিছু বলব।
- সাইটে ব্যাসিক এসইও করে নিন।
- সাইটে কোন কপি পোস্ট করা যাবেনা। সম্পূর্ণ নিজের লেখা হতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। কারো লেখা কপি করলে আপনি কখনোই এডসেন্স পাবেন না। পেলেও সেটা বেশিদিন থাকবেনা।
- সাইটের পোস্টগুলো একটু বড় করে এসইও ফ্রেন্ডলি পোস্ট করুন।
- পোস্টগুলো কমপক্ষে ১০০০ শব্দের বেশি লেখার চেষ্টা করুন।
- এমন বিষয়ে লিখবেন যেটা গুগলে প্রচুর সার্চ হয়। এজন্য কীওয়ার্ড রিসার্চ করে পোস্ট লিখবেন।
- ২০-২৫ টা আর্টিকেল লিখার পর আবেদন করুন। (আগে করলেও ক্ষতি নেই, তবে adsense পাওয়ার সম্ভাবনা কম থাকবে)
- সাইটে গুগল এনালিটিক্স ব্যবহার করুন।
- সাইটে About us, privacy policy, contact us পেজ অবশ্যই থাকতে হবে।
উপরের নিয়মগুলো মেনে কাজ করলে আমি যেভাবে মাত্র ১ মাসে এডসেন্স পেয়েছি। আপনিও সেভাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমি আবারো বলছি, কারো লেখা কপি করা যাবেনা। গুগল আপনার ক্রিয়েটিভি চায়। চুরি নয়।
nice
খুব সুন্দর অনেক কিছু জানতে পারলাম!
আমার ব্লগ- https://gganbitan.com
আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ
হ্যা। এটা একদম ট্রু। আমি যখন এপ্লাই করেছিলাম তখন আমার সাইটে মাত্র ২১ টি পোষ্ট ছিলো। আর অবিশ্বাস্য হলেও সত্য যে ৭ ঘন্টার মাথায় আমাকে কনফার্মেশন মেইল পাঠিয়ে দেয়। , ❤❤❤❤❤।।
ধন্যবাদ কমেন্ট করার জন্য
অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়ার পর আপনি মাসে কতটাকা পান?
সিকিউরিটি ও প্রাইভেসির কারণে টাকার অংকটা শেয়ার করা হয়না।
এসব ই ও সমন্ধে খুব ভালো জানতে পারলাম । ধন্যবাদ ।
ভাই, আপনার কথাটি বুঝতে পারিনি। মনে হয় আপনি এসইও এর কথা বলছেন। কিছু জানতে পেরেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ।
can I download a picture from the internet and use my block. is it legal
It is illegal. But you can use it under “Fair use”.
নতুন ব্লোগশপোট ব্লোগ এ .COM ডোমাঈণ নেওয়ার পোর এড সেন্স সাইন আপ অপশন কতো দিন পর
আসে
নতুন ব্লগ এ custom ডোমেইন এ adsense sign up option ৬ মাস ডোমেইন এর বয়েস হবার পর আসে
এটা ভুল কথা। আমি তো মাত্র ১ মাসেই পেয়েছি। আমার পরিচিত আরো অনেকেই পেয়েছে। তাই এটি ভুল ধারণা।
এটার জন্য আবেদন করতে হয়। সাইন আপ বাটন অল টাইমই থাকে।
অনেক উপকার হলো ভাই। আমার ব্লগ –
https://iishanto.me
ধন্যবাদ
আমি প্রথম দিকে আদসেঞ্চে থেকে ভাল cpc পেতাম কিন্তু ইদানীং adsense cpc খুবি কম দিচ্ছে এটা কি সবার জন্য নাকি শুধু আমাকেই দিচ্ছে । দয়া করে জানাবেন ।
সিপিসি ইদানিং একটু কম। আর এটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। এখনো অনেকেই সিপিসি ২০ সেন্টের থেকে ১ ডলারও পায়।
ধন্যবাদ। আমি আপনার ব্লগ নিয়মিত ভিজিট করে থাকি।আমার ব্লগ ঘুরে আসার অনুরোধ রইল rstrick21.blogspot.com
এভাবে কমেন্ট করা স্পাম এর সামিল। এভাবে কমেন্ট করে সাইটের মানকে আরো নষ্ট করছেন। আশা করি, ভালো কন্টেন্ট দিলে এমনিতেই ভিজিটর পাবেন।