নতুন ও পুরাতন ভোটার আইডি কার্ড চেক করুন সহজেই [২০২৪] (NID card check)

ভোটার আইডি কার্ড (NID Card) করার পর অনেক সময় তা অনলাইনের মাধ্যমে চেক করার দরকার হয়। এক্ষেত্রে অনেকেই জানেনা কিভাবে অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করা যায়। আজ আমরা NID Card check করার সহজ ও নতুন নিয়ম আপনাদের সামনে উপস্থাপন করব।

আগে আমরা নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে আইডি কার্ড চেক করতে পারতাম। কিন্তু বর্তমানে তাদের ওয়েবসাইট থেকে আর সেটি চেক করা যাচ্ছেনা। তাই আমরা ভূমি মন্ত্রণায়লের ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আইডি কার্ড চেক করবেন সেটি দেখাবো।

ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম

ভোটার তথ্য অনুসন্ধান করার জন্য সর্বপ্রথম আপনাকে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নাগরিক নিবন্ধন সেকশন https://ldtax.gov.bd/citizen/register এড্রেসে যেতে হবে। এই পাতায় আপনি একটি ফরম দেখতে পারবেন। এখানে আপনাকে নিচের নিয়মে ফরমটি পূরণ করতে হবে। আর পূরণ করার সময় সকল ঘরের টেক্সট ফরমেট বাংলা হতে হবে। অর্থাৎ 0175******* দেওয়া যাবেনা। আপনাকে বাংলায় ০১৭৫******* এভাবে দিতে হবে।

NID card check form
NID card check form
  • মোবাইল নম্বরঃ এখানে আপনার যেকোন একটি ফোন নম্বর দিতে হবে।
  • এনআইডি নম্বরঃ এই ঘরে আপনার ভোটার আইডি কার্ডের নম্বর দিতে হবে।
  • জন্ম তারিখঃ এই ঘরে আপনার জন্ম তারিখ (দিন, মাস, বছর) সিলেক্ট করুন।

সকল ঘর ঠিকঠাকভাবে পূরণ করা হলে “পরবর্তী পদক্ষেপ” বাটনে ক্লিক করুন। আপনার সামনে ছবিসহ আপনার আইডি কার্ডের তথ্য চলে আসবে। আপনি এখান থেকে ভোটার আইডি কার্ডের তথ্যগুলো যাচাই করে নিতে পারেন।

NID card check | ভোটার আইডি কার্ড চেক
NID card check

বিঃদ্রঃ যাদের ল্যাপটপ নেই তারা এই পদ্ধতিতে মোবাইলে চেক করতে

আরো পড়ুনঃ অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম

সাধারণ জিজ্ঞাসা

নিজেই নিজের ভোটার আইডি কার্ড দেখবো কিভাবে?

উপরে দেওয়া নিয়ম অনুযায়ী অনলাইনেই আপনার ভোটার আইডি কার্ড দেখতে পারেন। সম্পূর্ণ আর্টিকেলে ভোটার আইডি কাড দেখার নিয়ম কানুন নিয়ে আলোচনা করা হয়েছে।

নতুন আইডি কার্ড কিভাবে দেখব?

নতুন আইডি কার্ড অনলাইনেও দেখতে পারেন। তবে বর্তমানে সিস্টেমটি বন্ধ রয়েছে। সেই সিস্টেমটি চালু হলে আমরা এই পোস্টে জানিয়ে দিব।

ভোটার আইডি কার্ড পেতে কতদিন লাগে?

কার্ড হাতে পাওয়ার নির্দিষ্ট কোনো সময় সীমা নেই। তবে আইডি কার্ড কনফার্ম হলে অনলাইন থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।

www.nid bd.com কি আইডি কার্ড চেক করার ওয়েবসাইট?

না, www.nid bd.com এই ওয়েবসাইটটি জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান বা ডাউনলোড করার ওয়েবসাইট না। সঠিক ওয়েবসাইট হলো https://services.nidw.gov.bd/ । তবে বর্তমানে এই ওয়েবসাইট থেকে জাতীয় পরচয় পত্র চেক বা ডাউনলোড দুইটাই বন্ধ রয়েছে।

যেকোনো সমস্যায় নির্বাচন কমিশনের হেল্পলাইন

আইডি কার্ড ডাউনলোড, তথ্য ভুল থাকা, অনলাইনে রেজিষ্ট্রেশন করার সময় সমস্যা হলে নির্বাচন কমিশনের হেল্পলাইনে যোগাযোগ করুন। আশা করি, আপনার সমস্যা সমাধান হয়ে যাবে।

ই-মেইলঃ info@nidw.gov.bd
হেল্পলাইনঃ 105 এবং +8801708-501261
যোগাযোগের সময়ঃ রবি-বৃহস্পতি, সকাল ৯:০০টা – বিকাল ৫:০০টা পর্যন্ত।

এরকম আরো ট্রিক্স পেতে প্রতিদিন ভিজিট করুন ট্রিক ব্লগ বিডি

শেষ কথা

আশা করি, ভোটার আইডি কার্ড চেক করার নিয়মটি ভালো লেগেছে। এখানে দেওয়া আইডি কার্ডটি ।

আর যারা গুগলে সার্চ করছেন, আইডি কার্ড চেক করুন অনলাইনে- nid card online check national id card check bangladesh bd তারা নিশ্চয়ই এই আর্টিকেল পড়ে বিষয়টি সম্পূর্ণ বুঝতে পেরেছেন।

এই পোস্ট সম্পর্কে কোনো প্রশ্ন, অভিযোগ, মতামত বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করুন। আমরা সকল কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। সকল আপডেট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন। আর টুইটারে ফলো করুন।

115 thoughts on “নতুন ও পুরাতন ভোটার আইডি কার্ড চেক করুন সহজেই [২০২৪] (NID card check)”

  1. পান্না

    আমার বাবা মারা গিয়েছে ২০১৬ সালে। তাঁর এন আই ডি চেক করতে গেলে দেখাচ্ছে না। বলছে নং ভুল হয়েছে। অথছ একই নিয়মে আমার নিজের টা দিলে সব দেখাচ্ছে। এর কারন কি? জানালে ভিষণ উপকার হতো।

  2. Bhaiya, Amar NID normal ta ache, akhon ami Smart card status check korar jonno sms korechilam kintu personalization does not exist with this national ID likha ashche, online eo smart card status not found dekhai…erpor ami bhumi montronaloy website diye try korlam tokhon amr info eshche but picture asheni pashe and date of birth tao completely asheni jevabe apni dekhalen..bujhtesina ki problem holo..kindly ektu janan

    1. MD Habibur Rahman (Admin)

      Smart Card & NID card সম্পূর্ণ আলাদা জিনিস। যেহেতু আপনারটা স্মার্ট কার্ড না তাই সেটা চেক করতে গেলে আসবেনা এটাই স্বাভাবিক।

        1. MD Habibur Rahman (Admin)

          এই বিষয়ে ইউনিয়ন পরিষদ বা উপজেলায় যোগাযোগ করুন। আমাদের এই বিষয়ে জানা নেই।

  3. ভাইয়া, আমাদের জাতীয় পরিচয় পত্রে লিখা সাময়িকের জন্য। আমি এটা কিভাবে সংশোধন করবো?

    1. MD Habibur Rahman (Admin)

      এটা আপনি সংশোধন করতে পারবেন না। আর এটা কোন সমস্যা না। আপনাকে যেই আইডি কার্ডটি দেওয়া হয়েছে সেটা একটা সাময়িক আইডি কার্ড। তাই এখানে সাময়িক কথাটি লেখা আছে। আপনাকে পরবর্তীতে আরেকটি আইডি কার্ড দেওয়া হবে। তাই এটা নিয়ে চিন্তার কিছু নেই।

  4. আপনার পোস্ট টি পরে খুব ভাল লাগলো। আমনই সুন্দর সুন্দর আরও পোস্ট করুন। ধন্যবাদ দাদা

  5. Munkashir hossen

    আপনার পোস্টটি অত্যন্ত উপকারী। ধন্যবাদ আপনাকে

  6. Md. Jawata Afnan

    ভাই আপনি বললেন যে NID রেজিষ্ট্রেশন করার জন্য ফোন নাম্বার লাগবে কিন্তু তার জন্য একটা NID তো লাগবে। তো এখানে আমি কার নাম্বার দেব? নাম্বার ছাড়া কি হবে না?

    1. MD Habibur Rahman (Admin)

      ফোন নম্বর যে আপনার নামেই রেজিস্ট্রেশন হতে হবে বিষয়টা এমন না। আপনার মা-বাবার নামেও হতে পারে। ফোন নম্বর ছাড়া আপাতত কোন প্রক্রিয়া নেই।

        1. MD Habibur Rahman (Admin)

          জ্বী, আপনার ফোনে OTP আসবে এবং সেটি দিয়ে ভেরিফাই করতে হবে। এই বিষয়টি আমাদের এই লেখায় বিস্তারিত বলা আছে। দেখে নিন।

  7. কুতুব উদ্দিন

    স্যার আমার আন্টির আইডি কার্ডের নাম্বার 7756808***, উক্ত কার্ডের নিজের নাম বাংলা ও ইংরেজী এবং স্বামীর নাম ভুল হওয়ায় অনলাইনে কাগজপত্র জমা দিয়ে দীর্ঘদিন পূর্বে আবেদন করা হয় এবং পরবর্তীতে আগারগাঁও হেড অফিসে হার্ডকপি জমা দেওয়া হয়, জমা দেওয়া পর বলেছে 15 দিন পরে অনলাইন সিষ্টেম হতে কার্ড উত্তোলন করতে কিন্তু 3 মাস অতিবাহিত হয়ে গেছে কিন্তু কার্ডটি সংশোধন হয়নি ও উত্তোলন করতে পারছিনা। দয়া করে ব্যবস্থা করলে উপকৃত হবো। 01788516***

    1. MD Habibur Rahman (Admin)

      আপনি ভুল জায়গায় সাহায্য চেয়েছেন। আমরা এই ধরণের জন্য অনুমোদিত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নই। আপনি নির্বাচন কমিশন অফিস বা উপজেলায় যোগাযোগ করুন।

  8. আপনার লেখাটি সুন্দর, অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ

  9. ‍সরল মানুষ

    এতগুলো কমেন্ট পড়লেই বুঝা যায় পোস্টটা কতটা গুরুত্বপুর্ণ। প্রত্যেকের প্রশ্নের উত্তর তো সবাই দেয়না।এডমিন খুবই আন্তরিক।

    1. MD Habibur Rahman (Admin)

      মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এমন অনুপ্রেরণামূলক মন্তব্য আমাদেরকে পরবর্তী কাজে উৎসাহ প্রদান করে।

  10. স্যার আমার ভোটার আইডি কার্ডে মেয়াদ 2019 সাল পযর্ন্ত আর লেখা সাময়িকের জন্য কার্ডটি এখন কি করা যেতে পারে?

    1. অপেক্ষা করুন। সরকারের পক্ষ থেকে পরবর্তীতে আবার কার্ড প্রদান করা হবে। অন্যথায় অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই পোস্টে নিয়ম কানুন দেওয়া আছে।

  11. আমি ১০-০৪-২০২২ তারিখে ভোটার হয়েছি। এখন আমি কবে স্মার্ট কার্ড পেতে পারি

  12. জন্মদিনের শুভেচ্ছার স্ট্যাটাস ফানি

    What a wonderful post it is. The writer is very intelligent.

  13. এত সুন্দর একটি নিবন্ধ আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  14. ভাই আমার ভোটার ফরম নাম্বার আছে কিন্তু জন্ম তারিখ মনে নেই এখন আমি কিভাবে এন আই ডি কাট পেতে পারি

    1. আপনার জন্মতারিখ আপনারই মনে নাই। এটাতো অবাক করা বিষয়। আপনার ঘরে কি জন্ম নিবন্ধন কার্ড নেই? সেটা দেখলেই তো হয়। অন্যথায় আমরা আর কি করব?

  15. সুরেশ

    শুধু পিন কোড এবং প্রাপ্তি পত্রের ঠিকানা দিয়ে কী এনআইডি কার্ড অনলাইনে পাওয়া যাবে? বা এনিআইডি নম্বরটি জানা যাবে?

  16. মোহাম্মদ আব্বাছ উদ্দিন

    আমার আইডি কাডটি মৃত দেখাচ্ছে, অথচ আমি জিবিত। আমি একজন এমপিওভূক্ত শিক্ষক। ই এফ টি বেতন করার জন্য ও করোনা টিকা পাওয়ার জন্য জাতীয় পরিচয় পত্রটি জরুরি হয়ে পরেছে। এ জন্য সহজ ও দ্রুত করণীয়গুলো বলবেন কী? আবেদন কীভাবে হবে জানাবেন কী?

    1. আপনি এ বিষয়ে সরাসরি উপজেলায় যোগাযোগ করুন। এ ব্যাপারে তারা আপনাকে সহযোগিতা করবে।

  17. আমি ভোটার তথ‍্য ব‍্যবহার করতে পারছি না ক‍্যাপচা বামদিকে সরে গেছে।এখন আমার আইডি নাম্বর কিভাবে পাব।।।

  18. ভাই আমি রশিদ হারিয়ে ফেলেছি।।

    আমার সাথের সবাই ভোটের আইডি কার্ড পেয়েছে। কিন্তু আমি পাইনি। এখন আমি আমার কার্ড কিভাবে পাবো..? কি করণীয় যদি বলতেন..?

    1. আপনি ইউনিয়ন পরিষদ অফিসে যান। সেখানে সমাধান না পেলে উপজেলায় যান। আশা করি, সমাধান পাবেন।

  19. প্রিন্স মশিয়ুর রহমান

    আপনার লেখাগুলো অনেক ভালো লাগে ভাই। ধন্যবাদ

  20. Mizanur Rahman

    সব কিছু ঠিক কিন্তু এন আই ডি ডাউনলোড হয় না। ডাউনলোড অপশনে ক্লিক করলে নিয়মাবলী সম্পর্কিত একটা মেসেজ আসে, কিন্তু ডাউনলোড হয় না। এটার সমাধান কি?

    1. নতুন কি বুঝাতে চাচ্ছেন? বিষয়টা স্পষ্ট করে বলুন। যারা ভোটার হওয়ার আবেদন করেনি তারা?

  21. আসসালামু আলাইকুম..! ভাই রেজিস্ট্রেশন করতে গেলে সব সময় অপত্তাসিত সমস্যার জন্য দুঃখিত কিছু খন পর আবার চেষ্টা করেন..!এই লেখা টাই বার বার আসে..? অনলাইন কপি ডাউনলোড করতে পারলে ,মেইন কপি পাইতে কোন সমস্যা হইব নাত…?

  22. account login korte jaya ami vul kore dui bar registretion kore felechi jar karone amr nid loked kore dewa hoiasa akhon ki korbo

    1. হেল্পলাইনে যোগাযোগ করুন। আমাদের পোস্টে হেল্পলাইন নম্বর ও ইমেইল দেওয়া আছে। কমেন্ট করার জন্য ধন্যবাদ।

    1. পাসওয়ার্ড না দিলেও তো হয়। আমাদের পোস্টে তো পাসওয়ার্ড ছাড়াই লগিন করার সিস্টেম দেওয়া হয়েছে।

      দয়া করে পোস্টটি আরেকবার রিফ্রেশ করে দেখে নিন।

      কমেন্ট করার জন্য ধন্যবাদ।

  23. ভাইয়া আমি ২০১৯ সালে নতুন ভোটার নিবন্ধন করেছি। আমার প্রশ্ন হলোঃ আমি আমার ফরম স্লিপ নাম্বার, জন্ম তারিখ দিয়ে ভোটার কার্ড তথ্য দেখতে পারছি। কিন্তু অনলাইন কপি বের করবার জন্য বা সব তথ্য দেখার জন্য রেজিষ্ট্রেশন ফরম পূরণ করার পর সাবমিট দিলাম কিন্তু বার বার বলছে যে বর্তমান/স্থায়ী ঠিকানা ভুল। কিন্তু আমি নিবন্ধন ফরম এ যা দিয়েছি এখানেও তা দিয়েছি। আমি ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত। অনুগ্রহ করে পরামর্শ দিবেন এই আশা করি????????????????

    1. প্রথমেই কমেন্ট করার জন্য ধন্যবাদ। বর্তমানে সমস্যাটি অনেকেই পাচ্ছেন। কয়েকজন আমাদেরকে বিষয়টি ফেসবুকেও জানিয়েছেন।

      আমার মনে হচ্ছে, নির্বাচন কমিশনের কোনো প্রযুক্তিগত সমস্যা হচ্ছে। আশা করি, বিষয়টি তাদের নজরে এলে দ্রুত সমাধান হয়ে যাবে।

      আপনার করণীয় কি?
      আপনি একটি কাজ করতে পারেন। যেহেতু আপনি এমন সমস্যা পাচ্ছেন। তাই নির্বাচন কমিশনের হেল্পলাইন নম্বর ১০৫ এ কল করে বিষয়টি জানাতে পারেন। তারা আপনার সমস্যা দ্রুত সমাধান করে দিতে পারবে।

  24. ভাই আমার এন আই ডি নাম্বার ১২ ডিজিটের আসছে তাই এখন রেজিস্টেশন করতে পারছি না কি করবো??

    1. ইউটিউবে সার্চ করে জেনে নিন। কারণ, বর্তমানে বেশিরভাগ ওয়েবসাইটেই স্পাম ঠেকাতে ক্যাপচা জিনিসটি ব্যবহার করা হয়। আমাদের সাইটেও আছে। আপনাকে এটি জানতেই হবে।

  25. নুর মোহাম্মদ

    ভাই আমার আইডি চেক করতে পারচিনা অনলাইন রেজি করা লগিন করলে দেখাচ্ছে এন আইডি নং বুল জন্ম তারিখ ভুল

    1. এটাতো ভুল দেখানোর কথা না। আপনি আপনার উপজেলায় যোগাযোগ করুন। মূলত কি সমস্যা হয়েছে তারা তার সমাধান দিতে পারবে।

      আর আমরা না দেখে কিছু বুঝতেও পারছিনা। আপনি উপজেলায় যান। আশা করি, সমস্যার সমাধান পাবেন।

      কমেন্ট করার জন্য ধন্যবাদ।

  26. মোঃ আনোয়ার হোসাইন

    আসছালামু আলাইকু, ভাই আমি ০৭/০৬/২০০৮ সালে জাতীও পরিচয় পত্র, পেয়েছি গুলশান _১২১২, বাড্ডা, ঢাকা ,, আমি এখনো এস্মাট কার্ড নিতে পারিনি আমি বাহিরে থাকি, এখন আমি কি বাবে পেতে পারি একটু যানাবেন !

    1. ভাই, স্মার্টকার্ড সম্পর্কে এই মূহুর্তে আমাদের কাছে কোনো তথ্য নেই। তাই বলতে পারছিনা।

      কমেন্ট করার জন্য জন্য ধন্যবাদ।

  27. Vai 1998 a jonmo…nid hoye gese mone hoy…amr problem hoilo nid korar shomoy j slip ta disilo sheta ami haraya falaisi…akhn koronio ki….r ami 47 no ward ar..kothay gele nid ta pabo…full details pls

  28. আমি ২০১৯ ভোটার ফ্রম পুরোন করেছি আমি কি আইডি কাডের ফটো কপি পাবো? এবং সেটা কি করে?

    1. না পাওয়ার সম্ভাবনাই বেশি। যদি আপনার বয়স ১৮ হয়ে থাকে তাহলে পেতে পারেন। চেষ্টা করে দেখুন। আর ১৮ এর কম হলে পাবেন না।

  29. মো মোস্তাফিজুর রহমানের রুবেল

    ভাই আমার টা হয়েছিল ২১/৭/২০১৯ এখন তা দেখার প্রয়োজন। আমি দেখবো।

  30. ভাই ক্যাপচা টা অদ্ভুত রকমের মোবাইল ফোন দিয়ে হচ্ছে না বার বার ইরর দেখায়। মোবাইল ফোন দিয়ে কি করা যায় না এই কাজটি

    1. আপনার কমেন্টেই উত্তরটা দেওয়া আছে। Time-out, The server didn’t respond in time. অর্থাৎ, তাদের সার্ভারে সমস্যা। সার্ভার ঠিককমতো লোড নিতে পারছেনা। যার কারণে 505 ইরর দেখাচ্ছে।

  31. vai amr date of barth 1996 e ami goto 3 mash age nibondhon korechi kin2 votar slip e je 8 digit ear nmber ache ta diye online tottho ber hoschena lekha astiche
    No voter center information is associated with this NID or Form No. Please contact with our call center: 105
    ekhn ami online e nid id kmne ber korbo ??

    1. ভাই, আপনি ১০৫ এ কল করুন। তারাই আপনাকে সাহায্য করতে পারবে।

      কমেন্ট করার জন্য ধন্যবাদ।

  32. ধন্যবাদ,
    খুব উপকারী পোস্ট।আশা করি পোস্টি খুব উপকার দিব।

  33. ভাই আমি কাতার প্রবাসী। আমার পাসপোর্টের সাথে NID. তথ্য কিছু সমস্যা যেমন আমার নাম ও বাবার নাম মার নাম সহ পাসপোর্টের সাথে কিছু ভুল। আমি চাচ্ছি nid তে নামের ভুল গুলো পাসপোর্টের সাথে মিলিয়ে ঠিক করার জন্য।
    এগুলো কি প্রবাস থেকে ঠিক করা যাবে কিনা? আর করা গেলে কেমনে করতে হবে?

    1. ভাই, অনলাইনে (প্রবাসে থেকে) করতে পারবেন কিনা তা এই মূহুর্তে বলতে পারছিনা। তবে উপজেলায় গিয়ে এটা ঠিক করতে পারবেন।

      আমরা অবশ্যই এই ব্যাপারে জেনে আপনাদের জানানোর চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন।

  34. Md Abdus Satter Khan

    ভাই আপনি অনেক গুরুত্বপূর্ণ পোষ্ট করে আমাদের অনেক বড় উপকার করলেন।

    1. আপনার উপকারে আসতে পেরে আমরাও খুব আনন্দিত। আশা করি সাথেই থাকবেন।

  35. আমি অনলাইনে এন.আইডি বের করার জন্য রেজিষ্ট্রেশন করতে পারছি না। রেজিষ্ট্রেশন করার নিয়মটা জানতে চাই।

  36. amr jonmo 01-06-2001 আমি ২০১৯ আট মাসে ছবি তুলি আমি কি অনলাইন কপি পেতে পারি

  37. মোঃ রুবেল হোসেন হৃদয়

    আমি ১৯মে ২০১৯ এ ভোটার হওয়ার যাবতীয় আনুঙ্গিক কার্যক্রম শেষ করেছি। মোটা মুটি দু মাস পর থেকে চেষ্টা করছি কিন্তু অলনাইন কপি কোন ভাবেই পাচ্ছিনা।যতবার ঢুকতে চেষ্টা করেছি error দেখাচ্ছে।এই মুহুর্তে কি করলে আমি আমার আইডি কার্ডের অনলাইন কপি পেতে পারি।আইডি কার্ডটা আমার খুব জরুরী প্রয়োজন।

    1. ভাই, সম্ভবত আপনার বয়স ১৮ হয়নি। কারণ, ১৬-১৭ বছরের লোকদেরও ভোটার আইডি তৈরির কার্যক্রম শুরু করা হয়। কিন্তু বয়স ১৮ পূর্ণ হওয়ার আগে আইডি কার্ড তৈরি হয়না।

      আর আরেকটা বিষয় হতে পারে। আপনার কথা মতো আপনি ১৯ মে ২০১৯ এ ভোটার হওয়ার জন্য প্রক্রিয়া শেষ করেছেন। অর্থাৎ খুব বেশি সময় হয়নি।

      সাধারণত এই সময়ের মধ্যে আইডি কার্ডের অনলাইন কপি প্রস্তুত হওয়ার কথা নয়। আইডি কার্ড প্রস্তুত হতে একটু সময় লাগে।

      একটু অপেক্ষা করুন। আশা করি শীঘ্রই আপনি অনলাইন NID card পেয়ে যাবেন।

      কমেন্ট করার জন্য ধন্যবাদ।

      1. আমার বয়স 01/03/2002 আমার ভোট 2019সালে করছি।।এখন আমি চাই নিবন্ধন স্লিপ দিয়ে সাধারণ ভাবে কাজ করার জন্য আইডিকার্ড বের করতে।। আমি কি বাহির করতে পারবো??

        1. ১৮ বছর হওয়া ছাড়া আইডি কার্ডের জন্য ফটো তুললেও আইডি কার্ড তৈরি হয়না।

          তাই, সেই হিসেবে আপনার আইডি কার্ড তৈরি হওয়ার কথা নয়। তাই অনলাইন কপি পাবেন না।

          তবে, চেষ্টা করে দেখতে পারেন। হয়তো পাবেন না। কমেন্ট করার জন্য ধন্যবাদ।

  38. ভাইয়া আপনি বললেন যে রেজিস্ট্রেশন করার সময় নিজের নামে রেজিষ্টরেশন করা মোবাইল নম্বর দিতে হবে,, এখন যেহেতু আমি নতুন ভোটার সেহেতু আমার মোবাইল নম্বর ও নিজের নামে রেজিষ্ট্রেশন করা হইনি,, এই বিষয়টি একটু বুঝিয়ে বললে বা কি করা উচিত জানালে খুশি হতাম।

    1. তাহলে আপনার মা-বাবার নম্বর দিতে পারেন। অবশ্যই এই নম্বরটি সবসময়ই লাগবে। তাই এই ব্যাপারে এমন কারো নম্বর দিতে যার এক্সেস অন্য কেউ পাবেনা, শ্যধু আপনি পাবেন।

      তাই নিজের নম্বর ব্যবহার করার চেষ্টা করুন। আর যদি না থাকে তাহলে মা-বাবার নম্বর ব্যবহার করতে পারেন।

      1. Riyaj Ahmed Shourave

        আপনি পূর্বে ভোটার না হলে রেজিষ্ট্রেশন করে কি করবেন?? আপনি যদি নতুন ভোটার হতে চান তাহলে ‍”নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন”। তাহলেই আপনি আপনার নাম, জন্ম তারিখ ও ফোন নম্বরের মাধ্যমে রেজিষ্ট্রেশন হয়ে যাবে আপনা আপনি।

    1. এই মূহুর্তে বিকাশ অ্যাপ দিয়ে স্কিটো সিমে রিচার্জ করার কোন সিস্টেম নেই। তবে আশা করি ভবিষ্যতে সেই ব্যবস্থা নিশ্চয়ই আসবে।

      তবে, *247# ডায়াল করে আপনি রিচার্জ করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top